নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Nature is my teacher.Humanity is my book.Life is my school.\"

ইমরান হোসেন শুভ্র

’তোমরা যখন পড়তে বসো মানুষ হবার জন্য আমি না হয় পাখিই হব, পাখির মত বন্য-

ইমরান হোসেন শুভ্র › বিস্তারিত পোস্টঃ

দুই কুকুরের কামড়া কামড়ি

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

একটা সন্ত্রাসী সংগঠন কয়েকটা গ্রুপে ভাগ হয়ে প্রকাশ্যে গুলি চালাবে , শত শত মানুষকে জিম্মি করবে, তারপর হত্যা করবে এগুলো আমাদের দেশের মানুষের দুঃস্বপ্নেও কোন দিন আসে না । প্যারিসের ঘটনার পর লক্ষ করছিলাম কতগুলো দেশ ফ্রান্স ভ্রমণে তাদের নাগরিকদের সর্তক করছে , কিন্তু বেলজিয়াম ছাড়া কাউকে পেলাম না । আর বাংলাদেশে একটু কিছু হলেই পশ্চিমাদের চুলকানী শুরু হয়ে যায়।

আর ফেসবুকের প্রোফাইল পিকচার ঢেকে দেয়ার মাধ্যমে প্রতিবাদ এবং সহানুভূতি জানানোর সিস্টেমটা ভাল লেগেছে , তবে প্যালেস্টাইনের আকাশে যখন মিসাইলের আতশবাজী হয় আশা করি সেদিনও ফেসবুক প্রতিবাদের কোন না কোন অপশন রাখবে । আর আইএসের পলিসিটাও অস্থির ! সারা বিশ্বের ঘটনা গুলোর উপর নজর রাখবে তারপর নিজেদের সাইটে দাবি করবে এইটা আমরা ঘটাইছি ।

পরিশেষে আইএস আর পশ্চিমা এই দুই কুকুরের কামড়া-কামড়িতে যে সব নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে তাদের আত্মার শান্তি কামনা করছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.