![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি কি মাঝেই মাঝেই অনেক আস্তে কোন শব্দ শুনতে পান ? মনে হয় কোন ডিজেল ইঞ্জিনের যানবাহন চলছে অনেক দূরে ? কিন্তু আপনি শব্দটা চারদিক থেকেই শুনতে পান ? যদি উত্তর 'হ্যা' হয় তবে আপনি পৃথিবীর সেই ২% জনসংখ্যার একজন যারা 'হাম(The hum)' শুনতে পান।
জি হ্যা। এই লো ফ্রিকোয়েন্সি শব্দটিকে বলা হয় দ্য হাম। কি কারনে এটি মানুষ শুনতে পায় সেই এখনো বিজ্ঞান খুজে বের করতে পারেনি। তবে পৃথিবীর নানা প্রান্তের নানা মানুষ এইটা শুনতে পায়। এটি এতটাই ধ্রুব যে অনেক সময়ে মস্তিষ্কে রক্তপাতের কারন হয়ে দাড়ায় । আমেরিকার একজন নেভি সেনা তার ১২ জন কলিগকে গুলি করে হত্যা করে , আর পরে তার ডায়েরী ঘেটে পাওয়া যায় যে সে প্রায় তিনমাস ধরে হাম শুনতে পাচ্ছিল !
এই শব্দটি রহস্যই থেকে গেছে। বিজ্ঞানীরা অনেকেই বলেন যে এটি পৃথিবীর অভ্যন্তরের কোন শব্দ আর অনেকে বলেন এটি পৃথিবীর বাইরে থেকে আসা শব্দ। কন্সপাইরেসি থিওরিস্টদের মতে এটিও আমেরিকার কোন প্রজেক্ট যা দিয়ে মানুষের মেন্টাল স্ট্যাবিলিটি টেস্ট করা হয়। হাম এতটাই জনপ্রিয় যে এটা নিয়ে ওয়েবসাইটও আছে ! যেখানে আপনি হাম শুনে রিপোর্ট করতে পারেন !
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮
সনেট কিংবা বৃত্ত বলেছেন: হয়তোবা!
২| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৪
কানিজ ফাতেমা বলেছেন: হামের বিষয়টা জানতাম না, নতুন একটি বিষয় জানা হলো । ভাল থাকেবেন ।
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০০
সনেট কিংবা বৃত্ত বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৫
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: নতুন বিষয় জানলাম
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮
সনেট কিংবা বৃত্ত বলেছেন: ক্ষতি নাই......ক্ষতি নাই
৪| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৯
চাঁদগাজী বলেছেন:
পোস্টটি পড়ার পর থেকে আমি হাম শুনতে পাচ্ছি; মনে হচ্ছে জাপানে তৈরি ডিজেল রেল ইন্জিনের শব্দ
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৬
সনেট কিংবা বৃত্ত বলেছেন: আমি যখন দুপুরে শুয়ে বই পড়তাম তখন শুনতাম।ডিজেলের ইঞ্জিনের শব্দই সেটা। যেন বহুদূর থেকে ভেসে আসছে।এই শব্দ গ্রামে গেলে বেশি শুনি।ভরদুপুরে।মধ্যরাতে যখন একা হাটতাম বনে বাদাড়ে তখনো
৫| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৯
টাইম টিউনার বলেছেন: সাইকোলজিক্যাল কারণে ও তো কেউ শুনে থাকতে পারে, যেটাকে মেডিক্যাল সাইন্স এ অডিটরি হ্যালোসিনেশন বলে।
১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫২
সনেট কিংবা বৃত্ত বলেছেন: হয়তোবা!!!
৬| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেছে
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৯
সেলিম৮৩ বলেছেন: হাম কেন। শত-শতর বিষয় অাছে যা বিজ্ঞানিরা এখনো কুলকিনারা করতে পারেনি।
পারবেই বা কি করে -মানুষের জ্ঞানের একটা সীমাবদ্ধতা অাল্লাহাপাক করে দিয়েছেন।