নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাত ও তাল,দুটোতেই মাতাল।

সনেট কিংবা বৃত্ত

জাত ও তাল,দুটোতেই মাতাল।

সনেট কিংবা বৃত্ত › বিস্তারিত পোস্টঃ

নরকের ঘাতক

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৫

কিছু বন্য ইচ্ছা প্রতিটি মধ্য রাতে আমাকে
নির্মম ভাবে হত্যা করে নরকবাসী হয়,

যার প্রত্যক্ষদ্রষ্টা আমি নিজেই।
অত:পর,সে স্বীয় তপসায় ফিরে আসে
আবার মধ্য রাতে,
আমাকে স্বর্গীয় সুখের লোভ দেখিয়ে ফের
হত্যা করে।

অথচ,
প্রথম হত্যার বিচারই আমি আজ অব্ধি পাইনি।
ঘাতক জানে না,
মূলত মরে আছি তো সে দিন হতেই,

যে দিন শ্মশানের চিতার ছাতা চুরি করে নরক হতে
স্বর্গের পথ ধরে ছিলাম।
তোমরাও হয়তো জানো না!
আমার স্বর্গ নরক খুবি পাশাপাশি,
আমি মাঝে মাঝে উভয়ের মাঝপথ ধরে
নির্ভয়ে হেঠে যাই,
যেনো বাপ দাদার আমলের পরিচিত রাস্তা।

একদিন আমার পথ আগলে দাঁড়ালো আমাদের
পাশের হিন্দু পাড়ার এক প্রয়াত বাবু,
গঙ্গা পাড়ে বিসর্জিত তার শ্রাদ্ধের পয়সা চুরির অপবাদে।
আমি বললাম বাবু তোমার শ্মশানের চিতার
ছাতাটাও আমিই চুরি করেছি।
বাবু আমায় ক্ষমা স্বরূপ একচিলতে মৃত হাসি উপহার দিলো।
তবে হ্যা,
আমার ঘাতক কে আমি চিতার ছাতা টা উপহার দেবো,
যেদিন সে আমায় এই জীবন মৃত্যুর খেলা হতে ছুটি দিবে।

না হয় কেউ একজন আসুক,শ্মশান ঘাটের
মাঝি,আর না হয় কবরস্থানের পাহারাদার,
যে সারা রাত আমাকে জন্ম মৃত্যুর মধ্যাবস্থার গল্প শুনাবে।

অথবা পরীস্থানের কোন মায়াবী কন্যা আসুক,
যাকে দেখে আমি ভুলে যাবো বিগত জন্ম ও অনাগত মৃত্যুর কথা।
ভুলে যাবো,বন্য ইচ্ছা,স্বর্গ,নরক,ও ঘাতকের কথা।
তবে কেউ একজন আসুক!

প্রতিক্ষণ এই বন্য ইচ্ছার হত্যা হতে মুক্তি চাই।

মন্তব্য ১৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৬

টাইম টিউনার বলেছেন: দারুণ তবে একটু না অনেক খানি কঠিন। +

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪০

সনেট কিংবা বৃত্ত বলেছেন: এরপর থেকে সহজ করে লেখার চেষ্টা করব

২| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৮

অদৃশ্য বলেছেন:



ভালো লেগেছে...

শুভকামনা...

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৬

সনেট কিংবা বৃত্ত বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৪

ফয়েজ উল্লাহ্‌ রবি বলেছেন: দারুণ!

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৮

সনেট কিংবা বৃত্ত বলেছেন: বাহ!!

৪| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৭

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৯

সনেট কিংবা বৃত্ত বলেছেন: তাই কি!!!!!!

৫| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৩

তুষার সুমন বলেছেন: ভালো লেগেছে...++

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৭

সনেট কিংবা বৃত্ত বলেছেন: জেনে খুশি হলাম

৬| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৫

রিমন সাঁই বলেছেন: খুব একটা বুঝিনি। তবে, প্রথম দিকে নারীকেন্দ্রিক মনে হইল। মাঝপথে গিয়ে আওলাইয়া গেলাম।
যাই হোক, ছন্দটা আমার ভাল লেগেছে।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৬

সনেট কিংবা বৃত্ত বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৫

অনিন্দ্য অবনী বলেছেন: প্রতিক্ষণ এই বন্য ইচ্ছার হত্যা হতে মুক্তি চাই।
...
অনুভূতির বিস্পোরন,,,, পিয়তে রাখলাম।।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৯

সনেট কিংবা বৃত্ত বলেছেন: :)

৮| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সিগনেচার নসিব বলেছেন: সুন্দর লেখনী
ভাল লাগা জানুন

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৮

সনেট কিংবা বৃত্ত বলেছেন: :)

৯| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৬

আহসানের ব্লগ বলেছেন: লেখনি ভাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.