![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সঙ্গম শেষে বিজলি চুলের খোঁপা খুলে দেয়। আমি বলি,
- রানী, তোদের এই টানবাজারে আর কতো মাগী আছে?
বিজলি হো হো করে হেসে বলে,
- ওরে আমার নাগর, এই বিজলি রানীরে ছাইড়া তুই আর কার লগে শুইবি? ভাইঙ্গা দিমু কইলাম।
- কি ভাঙবি?
- হইছে, শুইনা কাম নাই। তুই খালি আমার লগে থাকবি। আর কারো ঘরে যদি যাস তাইলে দেখবি এই বিজলি কি জিনিষ!
- কিল্লাই? তুই কি ঘরের বউ নাকি যে তোরে ছাড়া আর কারো লগে শুইতে পারুম না?
- হ, আমিই তোর বউ এখন। তোর পোঙটা বউ তো আরেক পোলার লগে ভাগছে। ভাগছে ভালোই হইছে, তা নাইলে তো তোরে পাইতাম না। তুইই আমার নাগর।
- ওরে, শখ কত মাগীর! এত নাগর করার শখ তাইলে এইখান থিকা বের হস না ক্যান? আরেক ব্যাটার লগে শোস ক্যান?
অট্টহাসি দিয়ে বিজলি বলে,
- ক্যান? ক্যান? আরেক ব্যাটার লগে শুইলে তোর জ্বলে ক্যান?
- না, তুই শুবি না। আইজকা কইয়া দিলাম, তোরে যদি আর অন্য ব্যাডার লগে দেখি, তাইলে আমি আর আসমুনা, জেসমিন এর লগে থাকমু।
- জেসমিন? কিল্লাই জেসমিন? আমি কি কম সুন্দর নাকি? খালি জেসমিন আর জেসমিন! থাক তুই জেসমিন এর লগে। আমার কাছে আর আইবি না।
- হ, আসমু না যা। গেলাম আমি। থাক তুই।
- হ, যা যা, তোরে কে আটকাইয়া রাখছে।
এই বলতে বলতে আমি বের হয়ে যাই বিজলির ঘর থেকে। পেছন থেকে বিজলি ডাক দিয়ে বলে,
- এই, কামে যাইস না আইজকা। তোর শরীরডা ভালা না। জ্বর আইবো মনে হয় আর দুপুরে জব্বার এর দোকান থিকা খাইস। ট্যাকা লাগবো না। আমি কইয়া রাখছি।
আমি বলে উঠি,
- মাগীর পিরিত দেখো! রাখ তোর জব্বার, খাইতাম না আমি তোর ট্যাকার ভাত।
এই বলে হাঁটা দেই মিল এর দিকে।
নিজেরে নিজে শুনাই, যাবো না আর বিজলির কাছে, কি আছে ওর মধ্যে! কি দেমাগ মাগীর।
ওদিকে বিজলি জানে রাত হলে ঠিকই ফিরবে ওর কাছে লোকটা। আবার ঝগড়া করবে। নাহ আর না, সে সিদ্ধান্ত নিয়েই ফেলে, আর কোনো খদ্দের ধরবে না সে।
২| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৫
কাইকর বলেছেন: ভাল লিখেছেন
২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৮
সনেট কিংবা বৃত্ত বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৪
কিশোর মাইনু বলেছেন: সুন্দর
৪| ২১ শে জুন, ২০১৮ রাত ৯:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্ধ গলির ভালোবাসা...
৫| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৮
টারজান০০০০৭ বলেছেন: লেখার মুন্সিয়ানা আছে , তবে বিষয় নির্বাচন পছন্দ হয় নাই ! বাস্তবে Prity Womanরা আমাদের দেশে এখনো গ্রহণযোগ্য হয় নাই ! তবে লেখালেখি করিলে পাশ্চাত্যের মতন এখানেও Prity Woman রা গ্রহণযোগ্য হইবে বলিয়া আশা করা যায় ! আমাদের সংস্কৃতিক কর্মী , লেখক , কবি-সাহিত্যিক, চেলিব্রেটি , মিডিয়া জগতের বাসিন্দারা আকাম কুকাম করিয়াও সমাজে গ্রহণযোগ্য হইলে Prity Woman রা কি দোষ করিল !!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: এক বয়ামে অল্প আখের গুড় ছিল
পিঁপড়েটাতো সেই আশাতেই ঘুরছিল
টিকটিকি এক শান্তপায়ে আসছিল,
পিঁপড়ে ধরে মাংস খাবার আশ ছিল ।
বিড়ালটিও পাঁয়তারা খুব করছিল
টিকটিকিটার গন্ধে লালা ঝরছিল
তিনজনারই সাধ মেটানোর লগ্ন