![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে অতিক্রম করতে চাইনা, ব্যতিক্রম হতে চাই।
বরাবরই তিনি প্রকৃতি প্রেমী। তাই শত ব্যস্ততায় সময় পেলে এখনো ঘুরে আসে নিজ শহর নড়াইলে। শৈশবের মতো এখনো মাঝে মাঝে গোসল করেন চিরচেনা চিত্র নদীতে। শহরের ব্যস্ত জীবনটাকে একটু প্রশান্তি দিতে নিয়ে যায় সবুজের কাছাকাছি। চাকচিক্যময় জীবনের থেকে তাকে সব সময় টানে সবুজ শ্যামল প্রকৃতি। মাশরাফি মনে করেন, শহরের জীবনযাত্রা বড্ড যান্ত্রিক, একঘেয়ে আর স্বার্থচিন্তায় আচ্ছন্ন। মানুষের তাই প্রয়োজন প্রকৃতির কাছে ছুটে যাওয়া, প্রকৃতির আনন্দ-আশ্রয় গ্রহণ করা। প্রকৃতির নিস্তব্ধতার ভেতরেই পাওয়া যায় জীবনের আসল সৌন্দর্য, উৎকর্ষ আর প্রশান্তি। তাই মাশরাফি নিজেও সুযোগ পেলেই ছুটে যান গ্রামে, প্রকৃতির খুব কাছে।
প্রকৃতির কাছে ছুটে যাওয়ার তার সেই স্বপ্ন পূরণে প্রতিষ্ঠিত হল ম্যাশ রয়েল পার্ক রিসোর্ট। সব ক্রিকেটারেরই খেলা ছাড়া অন্য কোন কিছু করার থাকে না বা সময় হয়ে উঠে না । ক্রিকেটের ব্যস্ত সূচি থাকে ১২ মাসই । চাকরি তো করতেই পারেন না ।ব্যস্ততার জন্য শখ , আনন্দ ,ফুর্তি থেকেই নিজেদের সরিয়ে রাখেন খেলোয়াড়রা । কিন্তু এখন অনেকটা বদলেছে সময় । এখন অনেকেই খেলার পাশাপাশি কিছু করার চেষ্টা করছেন ।অনেকেই এখন ব্যাবসায় জড়াচ্ছেন । সাকিব , তাসকিন, নাসিরসহ অনেকেই । এবার তাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন দেশ সেরা অধিনায়ক মাশরাফি ।
রাজধানীর অদূরে গাজীপুরের পুবাইলের দেমোরাপাড়া এলাকায় গড়ে উঠছে 'ম্যাশ রয়েল পার্ক'। টাইগার ক্যাপ্টেনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এমন এক একটি রিসোর্ট গড়ার ।
'ম্যাশ রয়েল পার্ক' মাশরাফির দীর্ঘদিনের স্বপ্ন এবং চিন্তার ফসল। এখানে প্রকৃতি, বিশুদ্ধতা, নিরাপত্তা ও আধুনিক সুযোগ-সুবিধা মিলেমিশে একাকার। কৃত্রিমতা, অপসংস্কৃতি, বিচ্ছিন্নতার মাধ্যমে বেড়ে ওঠা দেশের একটি প্রজন্ম যখন জীবনবোধ হারাচ্ছে, তখন তাদের দরকার পরিবারের একাত্মতা, মমতা আর একে অন্যের প্রতি মনোযোগের শিক্ষা। 'ম্যাশ রয়েল পার্ক' প্রকৃতি আর মানুষের মিলনস্থল হিসেবেই গড়ে উঠছে।
এছাড়া এর ভিশন সম্পর্কে বলা হয়, কিংবদন্তী ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা প্রকৃতির নিস্তব্ধতার ভেতরেই অন্বেষণ করেন সৌন্দর্য, উৎকর্ষ আর প্রশান্তি। তাই তিনি বারবার ছুটে যান প্রকৃতির কাছেই। মাশরাফি মনে করেন, শহরের জীবনযাত্রা বড্ড যান্ত্রিক, একঘেয়ে আর স্বার্থচিন্তায় আচ্ছন্ন। মানুষের তাই প্রয়োজন প্রকৃতির কাছে ছুটে যাওয়া – প্রকৃতির আনন্দ-আশ্রয় গ্রহন করা। সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস আর আবহমান মূল্যবোধ যেখানে লালিত হবে।
টাইগার ক্যাপ্টেন নিজের রিসোর্ট নিয়ে বলেছেন, “আমি আসলে প্রকৃতির সন্তান। খুব ছোট বেলা থেকেই প্রকৃতি আমাকে বিস্মিত করে। শৈশবে যখন মাঠের পর মাঠ দৌড়ে যেতাম তখন দেখেছি প্রকৃতির উদারতা। নদীতে যখন সাঁতার কাটতাম তখন দেখেছি প্রকৃতির প্রবাহ। বৈশাখে যখন ঝড় হতো সেই বজ্রপাতে পেয়েছি প্রকৃতির সাহসিকতা। আসলে প্রকৃতিই আমার স্কুল। নড়াইলের একটি তরুণ যেখানে জেনে যায় এগিয়ে যাওয়ার সূত্র। আর তাই আমাদের প্রয়াস – ম্যাশ রয়েল পার্ক। যেখানে প্রকৃতিকে কাছ থেকে অনুভব করবো আমরা। আর আমাদের সন্তানেরা প্রকৃতির বিশালতায় বেড়ে উঠবে আত্মবিশ্বাসী, সুখী, সাহসী, সফল মানুষ হিসেবে। বেশি দূরে নয় গাজীপুরের পূবাইলেই আছি আমরা – ভরপুর অক্সিজেন, পাখির কলতান, বিশুদ্ধ খাবার আর অবারিত প্রকৃতি।”
প্রকৃতির মাঝেই নির্মিত হচ্ছে ম্যাশ রয়েল পার্ক, একটি ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট। গাজীপুরের পূবাইলে বহুতল ভবন সহ ম্যাশ রয়েল পার্ক গড়ে উঠছে এক নিবিড় সবুজকে সাথে নিয়ে, সবুজকে ভালোবেসে।
যাতায়াতঃ
মহাখালী থেকে নরসিংদী, ভৈরব অথবা কালিগঞ্জগামী যেকোনো বাস। নামতে হবে পুবাইল কলেজ গেট। তারপর লোকাল সিনজিতে বা রিক্সায় সহজেই পৌছে যেতে পারবেন।
আপনি যদি প্রকৃতি পছন্দ করেন এবং ঘুরে আসতে চান প্রকৃতির কাছ থেকে। তাহলে ভিজিট করুন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
আবু মুহাম্মদ বলেছেন: ৫ তারা মানের হোটেল। সুইমিং পুল, বাগান-বন, ছোট ছোট কটেজ আরো অনেক কিছু।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: 95/0
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
আবু মুহাম্মদ বলেছেন: হুম
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: ওয়াও।
মাত্র জানলাম। ধন্যবাদ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
আবু মুহাম্মদ বলেছেন: হুম অনেকেই জানে না। তবে আস্তে আস্তে আরো জানতে পারবেন ইনশাআল্লাহ।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
সনেট কবি বলেছেন: দারুণ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
আবু মুহাম্মদ বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
অভিশপ্ত জাহাজী বলেছেন: জেনে উপকৃত হলাম। ধন্যবাদ। আরো কিছু ছবি থাকলে ভালো লাগত।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
আবু মুহাম্মদ বলেছেন: চেষ্টা করবো আরো কিছু ছবি এবং নতুন লেখা দেয়ার।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০
বাকপ্রবাস বলেছেন: জেনে ভাল লাগল
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
আবু মুহাম্মদ বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: বাহ!!!
খুব সুন্দর।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
আবু মুহাম্মদ বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: যাওয়ার ইচ্ছা জেগেছে মনে।। যাবো।।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০
আবু মুহাম্মদ বলেছেন: হু বেড়িয়ে এসে আপনি আরো তথ্য যোগ করবেন, সেই প্রতশ্যা তাহলে করতেই পারি।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯
মেহেদী হাসান হাসিব বলেছেন: প্রথম জানলাম। ধন্যবাদ
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১
আবু মুহাম্মদ বলেছেন: আপনাদের জানাতে পেরে ভাল লাগছে।
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২
সুমন কর বলেছেন: জানা ছিল না, শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১
আবু মুহাম্মদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। সাথে থাকুন এমন আরো অনেক কিছু জানতে পারবেন।
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৬
স্বপ্নডানা১২৩ বলেছেন: ওক্কে
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
আবু মুহাম্মদ বলেছেন: এবার ঘুরে আসুন।
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭
কে ত ন বলেছেন: খরচাপাতি? কত? রাতে থাকা যায়? ভাড়া কত?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
আবু মুহাম্মদ বলেছেন: হ্যা রাতে থাকা যায়, আর খরচ পাতি ৫ তারকা হোটেলের মতো। তবে এখনো ওয়েব সাইটে বিস্তারিত আসেনি
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
মনিরা সুলতানা বলেছেন: দারুণ ব্যাপার !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
আবু মুহাম্মদ বলেছেন: এবার ঘুরে আসুন।
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০
পদ্মপুকুর বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: দারুণ ব্যাপার !
আসলেই দারুণ ব্যাপার। মাশরাফির নামটা শুনলেই আবেগ উথলে ওঠে। বর্তমানে বাংলাদেশে বোধহয় এই একজন মানুষই আছে, যাকে দেশের ষোলকোটি মানুষই ভালোবাসে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
আবু মুহাম্মদ বলেছেন: হুম। মন্তব্যর জন্য ধন্যবাদ
১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
তারেক ফাহিম বলেছেন: প্রথম জানলাম।
আরও কিছু ছবি থাকলে ভালোহতো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
আবু মুহাম্মদ বলেছেন: ভবিষ্যতে আরো ছবি দেয়ার চেষ্টা করবো।
১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
আতোয়ার রহমান বাংলা বলেছেন: দারুণ!
আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে দেখতে দেয়ার জন্য
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
আবু মুহাম্মদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
প্যালাগোলাছ বলেছেন: ভালোই
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
আবু মুহাম্মদ বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ
১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৫
অক্পটে বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। অবশ্যই যাব সেখানে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮
আবু মুহাম্মদ বলেছেন: ঘুরে এসে আমােদের সাথে শেয়ার করবেন আশা করি।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
রাকু হাসান বলেছেন: জানতাম না একদম ,ধন্যবাদ পোস্ট দেওয়ার জন্য । পার্কের ছবি দেখে খুশি হলাম না । আর কি কি আছে ?