নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভ্রমনকারী মানুষ। ভ্রমন করতে এবং করাতে ভালবাসি। ফেসবুকে আমিঃ https://web.facebook.com/IAbuMuhammad

আবু মুহাম্মদ

কাউকে অতিক্রম করতে চাইনা, ব্যতিক্রম হতে চাই।

আবু মুহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

দেশে চাকরি নেই, কিন্তু চাকরি পাওয়ার মতো যোগ্যতা কি রয়েছে আমার?

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮


দেশে চাকরি নেই; কেউ নাকি চাকরি পায় না। কিন্তু বিডিজবস-এর মতো ওয়েবসাইটে হাজারে ৫/৬টার বেশি complete profile পাবেন না। ফেসবুক-এ বেকারত্ব নিয়ে স্ট্যাটাস দেবে, কিন্তু লিঙ্কডইনে কারো প্রোফাইল রেডি না!
.
কই খাইতে গেলাম, কই ঘুরতে গেলাম, কই আড্ডা দিলাম, কার বৌভাতে গেলাম সবই আপডেট আছে, নিজের সিভিটা আপডেট হয় না! পাঁচটা মেয়েকে পটানোর জন্য ৫০ রকম ফন্দি আঁটে, কিন্তু পাঁচটা আলাদা প্রতিষ্ঠানে পাঁচ রকম চাকরির জন‍্য ক‍্যারিয়ার অবজেক্টিভ একই!

বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ে, নেয় মার্কেটিং আর হিউম‍্যান রিসোর্স। কেন? ফ‍াইন‍্যান্স ন‍িবে না; কারণ অংকে দূর্বল! কে জানি তাকে বুঝাইছে- ফাইন‍্যান্স পড়তে সাইন্সের হায়ার ম‍্যাথের মাস্টার্স শেষ করে আসা লাগে। একাউন্টিং পড়বে না কারণ তার ব‍্যাকগ্রাউন্ড হয় আর্টস না হয় সাইন্স ছিলো! কে জানি তারে বুঝাইছে- এসএসসি বা এইচএসসিতে কমার্সের স্টুডেন্ট না হইলে একাউন্টিং-এ পড়া যায় না! আবার কারা জানি ছড়াইছে দেশে নাকি একাউন্টেন্টের কোনো দরকারই নাই; সব কম্পিউটারে করা যায়!
.
এদিকে মার্কেটিং-এ পড়ে মার্কেটিং-এর কাজ করবে না; হতে চায় ডাইরেক্ট মার্কেটিং ম‍্যানেজার, এসির বাতাসে বসে বসে কাজ করবে। মার্কেটিং-এর সংজ্ঞা জিগাইলে সুন্দর কইরা উত্তর দিবে, কিন্তু মার্কেটিং করতে গেলে কাস্টমার কি সংজ্ঞা জিগাইবো? এইচআর-এ পড়েও বলতে পারে না এইচআর-এর মূল কাজগুলো কী কী? খালি জানে- মানুষের চাকরি দেওয়া আর চাকরি খাওয়ার জন‍্য কাগজে সই করতে হয়!
.
যে কাউরে জিগান- কী চাকরি করতে চায়? হয় বলবে ব‍্যাংকে কাজ করব, না হয় বলবে মাল্টিন‍্যাশনালে ক্যারিয়ার গড়ব। কিন্তু ব‍্যাংকে কী কাজ করতে হয় বা মাল্টিন‍্যাশনাল-এ কী করা হয় জিগাইলেই লা জবাব। ব‍্যাংকে বসে মানুষের টাকা গুনে সিল মারা আর মাল্টিন‍্যাশনাল মানে ম‍্যালা টাকা- এটুকুর বাইরে কোনো ধারণাই নাই!

চাকরি দিতে যাইবেন, কোন যোগ‍্যতার বলে চাকরি পেতে চাও জিগাইলে উত্তর আসবে- গোল্ডেন ৩.৭৫, গোল্ডেন ৩.৫! কিন্তু এই রেজাল্ট কিভাবে আপনার প্রতিষ্ঠানের কাজে লাগবে সে কথা জিগাইলেই ধরা! ইন্টাভিউ বোর্ড থেকে বের হয়ে এসে বলবে, আজকাল মামা-চাচা না থাকলে চাকরি হয় না, কপাল খারাপ!
.
অনার্স পাশ করে বসে আছে, চাকরি পাচ্ছে না, চেষ্টাও করে না; কোথায় গেলে স্কিল বাড়াবে- সেই খবর নেই, হুট করে মাস্টার্স-এ ভর্তি হয়ে যাবে (অথচ একমাত্র শিক্ষকতা পেশা ছাড়া মাস্টার্স-এর প্রয়োজন নেই বললেই চলে)। তারপরও চাকরি না পেয়ে আরেকটা মাস্টার্স করবে; এবারও চাকরি নাই! ২/৩টা মাস্টার্স-ওয়ালা লোক সমাজে যে কী পরিমাণ, তা একটা ব‍্যাংকের সিভি বাছাইয়ের কাজ করলেই টের পাবেন!
.
এদিকে দেশে যোগ‍্য লোক পাওয়া কঠিন। জনৈক শ্রদ্ধেয় শিক্ষক একজন শিল্পপতিকে বলেছিলেন, ভারতীয়দের চাকরি না দিয়ে আমাদের দেশের ছেলেদেরকে দিন। উত্তর পেয়েছিলেন, স্কিল-ওয়ালা একটা দেশি ছেলেকে দেখায় দেন, এক্ষুণি চাকরি দিচ্ছি। স‍্যারকে হতাশ হতে হয়েছে।
.
শিক্ষার উদ্দেশ্য চোখের পর্দা সরিয়ে দেওয়া, মানুষকে অহংকার মুক্ত করা, কোনটা সঠিক কোনটা সঠিক নয় বুঝতে শেখানো; কিন্তু হয় উল্টোটা। এমবিএ করছে, এখন আর রিক্সার গ‍্যারেজের মালিক হতে পারবে না। অনার্স শেষ করে ফেলছে, বাপ যে ছোট্ট খামার দিয়ে ৩/৪ ভাইবোনকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে, সেই খামারকে নিজের বুদ্ধিতে বাড়াতে চেষ্টা করবে না।
.
দেশে একজন এমবিএ পাশ লোক চাকরিতে যোগ দেয় ১০-১২ হাজার টাকা বেতনে, আর একজন ইলেক্ট্রিক মিস্ত্রি মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করে শহরে একটা আর গ্রামে একটা, মোট দুইটা সংসার চালায়! কিন্তু আমি যেহেতু এমবিএ করে ফেলছি, আমি কি আর ওই ইলেক্ট্রিক মিস্ত্রি হতে পারবো? কেউ বুঝে না- ইলেক্ট্রিক মিস্ত্রি না হই, অন্তত পাঁচজন মিস্ত্রির সরদার হতে পারলেও আয়-রোজগার মন্দ হয় না!

এখন চলছে CEO-এর যুগ। ১,০০০ টাকায় একটা ডোমেইন, ৫০০ টাকায় হোস্টিং, ৩০০ টাকায় চার রঙের ভিজিটিং কার্ড, আর ঠেকায় কে? আমি এখন CEO! কোম্পানিতে লোক ক’জন? মাত্র ১জন; তাইলে তুমি CEO হইলা ক‍্যামনে? উত্তর নাই!
.
কাজের স্কিল নাই; কমিটমেন্ট ঠিক নাই; বিজনেসের প্ল্যান নাই; টাকার কথা তো বাদই দিলাম। দু’দিন পর সব শ‍্যাষ! ওমনি শুরু হয়ে যাবে- আম্রিকায় সিলিকন ভ‍্যালি আছে, কিক স্টার্টার আছে, আমাদের কিচ্ছু নাই। আরে বাবা আকিজ সাহেব কোন ভ‍্যালিতে ছিলেন? স্কয়ার-এর স্যামসন এইচ. চৌধুরী ক‍্যামনে আগাইছেন?
.
খালি নাই নাই নাই নাই আর নাই! সত্য কথা বলতে, সমাজে এমন মানুষেরও খুব একটা দরকার নাই!

লেখকঃ শফিউল আলম চৌধূরী ভাইয়েরে ফেসবুক থেকে সংগৃহিত।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯

সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

আবু মুহাম্মদ বলেছেন: পুরো টা পড়তে পারতেন...

২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মনের কথাগুলো গুছিয়ে লিখেছেন, ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

আবু মুহাম্মদ বলেছেন: আপনাকেও মন্তব্যর জন্য ধন্যবাদ।

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: যে ব্যক্তি ম্যানেজমেন্ট নিয়া পড়ে। সে কি পড়ে চার বছর যে নিজে ছোট খাটো একটা প্রতিষ্ঠান ম্যানেজিং করে চালাতে পারেনা। আসলে সে পাস করেছে ।। পড়ে নাই বুঝে নাই।


আপনার কথা গুলোও বাস্তব।।। সুন্দর কথা।।। ভেবে দেখা উচিৎ

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৩

আবু মুহাম্মদ বলেছেন: আমরা সহজেই বলে দেই ইন্ডিয়া আমাদের সব টাকা নিয়ে গেল। কিন্তু কেন নিয়ে গেল সেইটা খুজে দেখি না। যোগ্যতাহীন লোকেরাও বলে টাকা ছাড়া কিছু হয়না। কিন্তু অনেক কিছুই হয় সেটা তারা দেখতে রাজিনা। নিজেকে যোগ্য করে না তুলে শুধু বড় বড় বুলি আওরায়।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৩

আবু মুহাম্মদ বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৮

শফিউল আলম চৌধূরী বলেছেন: এটা আমার লেখা। মানুষ কপি করতে করতে; আর নিজের নামে চালাতে চালাতে শেষ করে ফেলেছে।

লেখার লিংকঃ Click This Link

কিভাবে বুঝবেন আমার লেখা? তারিখ ও সময় চেক করেন। গুগলে সার্চ দিলে আমার পোষ্টের আগে কোন পোষ্ট পাবেন না ইন শা আল্লাহ। :)

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫১

আবু মুহাম্মদ বলেছেন: ধন্যবাদ ভাই শফিউল আলম চৌধূরী ভাই, আমি গুগলে সার্চ দিয়েছিলাম মেইন লেখককে খোজার জন্য কিন্তু পাইনি। যে লেখা গুলো আসে সবার নিজে লেখা সংগৃহিত। তাই যার ওয়ালে প্রথম পেয়েছি তার নাম উল্লেখ করে দিয়েছি। আমি দুঃখিত আপনার লেখা আপনার অনুমতি ছাড়া প্রকাশ করেছি বলে।

৫| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্ট পড়লাম? নাকি চাবুকের বাড়ি খেলাম???:(


যাক! জাহিদুর রাহমানের ফেসবুক ওয়াল থেকে সংগ্রহ করা। প্রকৃত লেখক হাওয়া।

তাইতো বলি, সামুতে এত বড় লেকচার দেবার কলিজা কোন ডোডোর? :P

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৬

আবু মুহাম্মদ বলেছেন: হুম কথা গুলো খুবই ভাল, তারপরও যদি কারো টনক না নড়ে তাকে বলে কোন লাভ নেই। আমাদের যোগ্যতা অর্জন করা উচিত। প্রকৃত লেখককে পাওয়া গিয়েছে। এবার এডিট করে তার নাম বসিয়ে দিবো

৬| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @শফিউল আলম চৌধূরী

:P:P
এত বড় ধরা খেলাম!!!:(
আমি পালাই......;)

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮

আবু মুহাম্মদ বলেছেন: আমারও পালাতে হবে দেখছি, কারন প্রকৃত লেখকের নাম ছাড়া পোস্ট করেছি যে

৭| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: লেখার মধ্যে বেশ কিছু চেঞ্জ করেছে দেখলাম :( যেমন প্রতিষ্ঠানে একজনের কথা বলেছি; চেঞ্জ করে ৩জন করেছে! বলদাটায় বুঝেও নাই যে ৩জন থাকলেও একজন CEO হইতে পারে! :/

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৯

আবু মুহাম্মদ বলেছেন: বদলটা কে করেছে জানি না। তবে যেই করুক ঠিক করেনি। আর ফেসবুকে প্রায় সবাই সংগৃহিত দিয়ে পোস্ট দেয়াতে লেখককে খুজে পেতে কষ্ট হয়েছে। তাও ব্লগে পোস্ট করার দরুন পাওয়া গেল, না হলে আফসোস থেকে যেত ।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:০৯

আবু মুহাম্মদ বলেছেন: আপনার নাম এডিট করে দিয়ে দিয়েছি।

৮| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৪২

নতুন বলেছেন: খুবই ভালো বলেছেন।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১:০০

আবু মুহাম্মদ বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ

৯| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: মানুষের প্রত্যহ জীবনে কিছু একান্ত ব্যাক্তিগত কাজ থাকে কিন্তু তারা সে কাজ সম্পাদনের জন্য কার অনুমতির প্রয়োজন মনে করে না বা প্রচার করেও বেড়ান না। নামাজ বা যে কোন ধর্মকর্মও তেমনি একটি একান্ত ব্যাক্তিগত কাজ। কোন কাজ থেকে বিরত থাকা বা কাজকে এরানোর বা বিরক্তির জন্য ধর্মের কোন উদাহরন দেওয়া একটি অধর্মমূলক কাজ। যেমন, কেউ আমাকে বলল, “আমাকে এক গ্লাস পানি দিবেন?” তখন আমার কখনোই বলা উচিত নয়, “নামাজটি পরে পানি দেই?” ।

১০| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩২

খাঁজা বাবা বলেছেন: ব্যাংক মানে মানুষের টাকা গুনে সিল মারা আর মাল্টিন্যাশনাল মানে ম্যালা টাকা

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:০১

আবু মুহাম্মদ বলেছেন: কথা সত্য, ঠিক যেমন H20 রেস্টুরেন্টের নাম

১১| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
যিনি লিখেছেন সুন্দর লিখেছেন।

দেশে যোগ‍্য লোক পাওয়া কঠিন।
জনৈক শ্রদ্ধেয় শিক্ষক একজন শিল্পপতিকে বলেছিলেন, ভারতীয়দের চাকরি না দিয়ে আমাদের দেশের ছেলেদেরকে দিন।
উত্তর পেয়েছিলেন, স্কিল-ওয়ালা একটা দেশি ছেলেকে দেখায় দেন, এক্ষুণি চাকরি দিচ্ছি।
স্যার আর খুজে পায় নি। স‍্যারকে হতাশ হতে হয়েছে।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:০২

আবু মুহাম্মদ বলেছেন: জি আমাদের আগে যোগ্যতা অর্জন করা দরকার। যোগ্যতা থাকলে চাকরির অভাব হবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.