নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলো এক মুখ ছাত্র..। আমার পাটশালা হলো এই পৃথিবী।

বুড়ো হিমু

আমি একজন মুর্খ ছাত্র

বুড়ো হিমু › বিস্তারিত পোস্টঃ

নামাজ না পড়লে কি হয়

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১২

প্রথম বন্ধু : তোরা তো দিন দিন কাফিরের দলভুক্ত হয়ে যাচ্ছিস !
দ্বিতীয় বন্ধু :মুখ সামলে কথা বলিস।
প্রথম : কিছু কি ভুল বললাম?
তৃতীয় : তুই জানিস কাউকে এই ভাবে কাফের বলা যায় না।
প্রথম :জানি ....এইবার এই হাদিসগুলো শোন।
ইয়াযিদ আর রূকাশী হতে বর্ণিত, তিনি
বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বলেছেন ঃ " বান্দা এবং শিরকের
মাঝে পার্থক্য হল সালাত। যখন সে সালাত
পরিত্যাগ করে তখন মুশরিকই হয়। " (ইবনু
মাজাহ, আহমাদ)

আবার আনাস বিন মালিক ( রাঃ) হতে বর্ণিত,
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন ঃ " যে
ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সে
প্রকাশ্য কুফরি করে। " (তাবারানী,বাযযার)
. জাবির (রাঃ) হতে বর্ণিত, তিনি নাবী (সাঃ)
হতে বর্ণিনাকরেছেন। নাবী (সাঃ) বলেছেন ঃ
" ঈমান ও কুফরের মাঝে পার্থক্য হচ্ছে
সালাত পরিত্যাগ করা। " ( তিরমিযী ২য়
খন্ড)
উপরের হাদিস গুলো বণনা করে অনেক আলেম বলেছেন নামাজ না পড়লে সে কাফের হয়ে যাবে।
দ্বিতীয় :আমি তো জুম্মার নামাজ পড়ি।
তৃতীয় :আমি ফযরের আর এশার বাদে আর গুলো পড়ি
প্রথম :পাচ ওয়াক্ত নামাজ ফরজ। শরিয়ত সম্মত কারণ ব্যতীত এক ওয়াক্ত নামাজ কাজা গেলে কাজা পড়তে হবে নাহলে উপরে হাদিসের কথা অনুযায়ী তোরা কাফিরের দলে পড়তে পারিস
দ্বিতীয় : তাইলে চল, আযান দিচ্ছে -নামাজ পড়তে যাই
তৃতীয় :আজ থেকে দোস্ত নামাজ কাজা দেবনা
প্রথম :আলহামদুলিল্লাহ্! চল
:) :) :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০

আমি ৎৎৎ বলেছেন: অনেক ভাল লেগেছে, কিন্তু কোন কমেন্ট নেই কেন? জানিনা।


ভাল থাকুন, সবসময়।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

বুড়ো হিমু বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.