নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলো এক মুখ ছাত্র..। আমার পাটশালা হলো এই পৃথিবী।

বুড়ো হিমু

আমি একজন মুর্খ ছাত্র

বুড়ো হিমু › বিস্তারিত পোস্টঃ

দু্ঃখ কি শুধু পাপের ফল ?????

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:০১

আমরা অনেক সময় বলে থাকি "কি যে পাপ করছিলাম তার জন্য এই কষ্ট পাচ্ছি"। আচ্ছা সবসময় যে দুঃখ পাপের ফল হবে এমন তো কোনো কথা নেই , পুণ্যের ফলও তো হতে পারে। পৃথিবীর কত মনিষী সারাজীবন দুঃখ পেয়েছেন। এইতো আমাদের নবী হযরত মুহাম্মদ(সাঃ) তো সারাজীবন কোনো খারাপ কাজ করেন নি , কোন সময় তো তাকে পাপ স্পর্শ করে নি কিন্তু সারাজীবন তো তিনি কম কষ্ট পান নি বরং সাধারণের চেয়ে অনেক বেশিই পেয়েছেন ।এই রকম উদাহরণ হাজারো আছে। তাহলে আমরা সামান্য কষ্ট যদি পেয়ে থাকি তো এতো কাতর কি জন্য হই? সেটা আমার আল্লাহর পরীক্ষাও তো হতে পারে ? আল্লাহ তার প্রিয় বান্দাদের বেশি কষ্টের মধ্যে রাখেন ॥আল্লাহ'তালা এই পরীক্ষার মাধ্যমে আমাদের পাপ মোচন করেন । মহান আল্লাহর উপর ভরসা হারানোও গুনাহ । তাই আমাদের কখনই সামান্য দুঃখে মনোবল হারানো উচিত না বরং তার উপর ভরসা রেখে আগিয়ে যাওয়া উচিত॥ আর এ সব বিপদ থেকে মুক্তির জন্য তার নিকট দোয়া চাওয়া উচিত :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.