নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলো এক মুখ ছাত্র..। আমার পাটশালা হলো এই পৃথিবী।

বুড়ো হিমু

আমি একজন মুর্খ ছাত্র

বুড়ো হিমু › বিস্তারিত পোস্টঃ

শোকদিবস ও আমরা

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৭

আজ জাতীয় শোকদিবস ।
সারাদেশে শ্রদ্ধার মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। সেই উপলক্ষে দেখলাম বিভিন্ন জাগায় জ়াতীয় ও কালো পতাকা উড়ছে। কোনটা অর্ধনমিত না, কোনটার কালো পতাকা উপরে বা ডানপাশে এবং বরাবরের মত তা হয়তো দুইতিন দিন উত্তলিত অবস্থায় থাকবে। হায়রে, জাতীয় পতাকা ,যাকে পাবার জন্য কত রক্ত দেওয়া হল আজ তার মর্যাদা রক্ষা করার ব্যবস্থা নাই। শোন তোরা যদি না জানিস কিভাবে আমাদের মর্যাদাপূর্ন জাতীয় পতাকা উড়াতে হয় তবে উড়াস না তবুও তার অবমাননা করিস না।
দ্বিতীয় দেখলাম বিভিন্ন স্থানে মাইকিং ও সাউন্ডবক্সের(হর্ন লাউড স্পিকারের) ব্যবহার করিতেছে। তাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনও বিভিন্ন দেশাত্ববোধক সংগীত বাজাচ্ছে। বিষয়টা অবশ্য হৃদয়গৃহী , তবে সেটা তা না করে কানের যন্ত্রনার উদ্দেগ ঘটাচ্ছে। সেটা যে শব্দদূষনের মাধ্যমে তা আর বলার অপেক্ষা রাখে না । যা বাজাচ্ছেন তাদের বোধহয় জানা নাই শব্দের অনুমোদিত মাত্রা দিনে ৪৫ এবং রাতে ৩৫ ডেসিবল এবং শিল্পাঞ্চলের জন্য ৭০ ডেসিবল ।কিন্তু যা বাজাচ্ছে তা কোন ভাবেই ৮৫ ডেসিবলের কম নয়।
ভাইরে ভালোজিনিস বাজাবি,অবশ্যই বাজাবি কিন্তু আরেকটা আইন ভঙ্গ করে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৫

ঢাকাবাসী বলেছেন: ওসব আইন ফাইন এদেশের জন্য নয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.