নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলো এক মুখ ছাত্র..। আমার পাটশালা হলো এই পৃথিবী।

বুড়ো হিমু

আমি একজন মুর্খ ছাত্র

বুড়ো হিমু › বিস্তারিত পোস্টঃ

বিদ্যুৎ !!!

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৩৯

জানি হয়ত আপনি বারবার লাইট ফ্যান বন্ধ করা পছন্দ করেন না, কিংবা খেয়াল থাকে না বা আপনি বুঝাতে চান যে আপনি কৃপন না , আপনার অনেক টাকা আছে। লজ্জার কথা । হ্যা এটা আপনার কোন বাহাদুরি না এটা আপনার ব্যর্থতা।
বর্তমানে ওভার লোড এর কারনে বিদ্যুত এর অবস্থা বেশ খারাপ। আপনি হয়ত বলতে পারেন দেশের সরকারের বিদ্যুৎ উতপাদন বাড়ানোর নামে খোজ নাই , এই জন্য এই অবস্থা। ভাই এই দেশটা কার?? আমাদের দেশ । এখানে থাকে আপনার মা বাবা ভাই বোন সহ আরো কাছে মানুষ । আচ্ছা ভাবুন যখন আপনার বাড়ি অর্থ অভাব চলে আপনি বাবাকে গালি দিবেন নাকি যা আছে তাই দিলে চালানোর চেষ্টা করবেন?? বাবা তার সর্বোচ্চ চেষ্টা করবে আয় বাড়ানো তা না পারলে পরিবারেব সবাই মিলে ভাল থাকার চেষ্টা করবেন। আপনার ছোট ছোট সচেতনতা পারে আপনার খরচ বাচাতে সাথে আপনার কাছে লোকে ভাল রাখতে। আপনার এখানে ১ ঘন্টা অযথা বিদ্যুতের ব্যবহার বন্ধ গ্রামের বাসায় থাকা আপনার মা বাবাকে রাতে ফ্যানের নিচে বসে আরামে ভাত খাইতে দিতে পারে। আপনার এই ছোট ছোট অপচয় পারে আপনার কাছের মানুষ্কে আরেকটু ভাল রাখতে আর আর কিছু অর্থ বেচে গেল। হতে পারে সেটা ৫০ কিংবা ১০০ টাকা কিন্তু সেটা টাকা ত।তাই ইসলাম বলে ," অপচায়কারী শয়তানের ভাই"।

ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মাহাদেশ, সাগর অতল।
মুহূর্তে নিমেষ কাল, তুচ্ছ পরিমাণ,
গড়ে যুগ যুগান্তর-অনন্ত মহান ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.