নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলো এক মুখ ছাত্র..। আমার পাটশালা হলো এই পৃথিবী।

বুড়ো হিমু

আমি একজন মুর্খ ছাত্র

বুড়ো হিমু › বিস্তারিত পোস্টঃ

কিভাবে জীবনকে উপভোগ করবেন ( Book review of Enjoy your life) প্রথম পর্ব

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

বর্তমান সময়ে হতাশা একটা সাধারন বিষয়। অধিকাংশ মানুষ নিজের জীবন নিয়ে খুশি নয়। অনেকে আত্নহত্যা করছে, কেউ বা মাদক গ্রহন করছে, আবার অনেক একা একা সারাদিন ঘরে বসে ফেসবুকিং করছে।
Enjoy Your Life বইটি ইসলামিক মটিভেশনাল বই বলতে পারেন।

বইটাতে জীবনের চলার পথে বিভিন্ন সমস্যার সমাধান রাসূল (সঃ) এর জীবনের উদাহরন হিসেবে দেয়া হয়েছে। বইটা ডেল কার্নেগীর বন্ধু ও প্রতিপত্তি লাভ বইয়ের মত।

১) কারো সাথে দেখা হলে সুন্দর মিস্টি হাসি দিয়ে তাকে একটা সালাম দিবেন। প্রথম দেখাতে আপনি তার নাম অবশ্যই জেনে নিবেন এবং মনে রাখবেন। তারসাথে যতক্ষন থাকবেন তার নাম ধরে ডাকতে চেষ্টা করুন । এতে তার অবচেতন মন আপনাকে পছন্দ করতে শুরু করবে । তার পরিবার ও তার সম্পর্কে কিছু খুটি নাটি তথ্য জেনে নিতে পারেন। এতে করে পরবর্তী বার যখন আপনার সাথে তার দেখা করবেন তাকে এসব বললে সে বুঝে যাবে আপনার কাছে তার গুরুত্ব আছে।

২) সম্পদ অর্জন করতে গিয়ে সম্পর্কে নষ্ট করবেন না।

৩) আপনার অধিনস্ত কর্মচারী, বাড়ির দারয়ান, চাকর এদের সাথে একটু হাসি মুখে কথা বলুন পারলে এক কথায় তার পরিবারের খোজ নিন। এতে করে সে আপনার অনুগত থাকার পাশাপাশি আপনাকে ভালবাসবে এবং আপনার কাজ গুলো যত্ন সহকারে করবে।

৪) কোন ভাল কাজ করলে সেটা আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করে করবেন , এতে আপনার দুনিয়ার কাজ হাসিল তো হবেই পাশাপাশি আল্লাহ তাআলাও আপনার উপর খুশি হবেন।

৫) উপর থেকে যা দেখা যায় ভিতরের কাহিনী অন্য কিছুও হতে পারে। তাই কাউকে অবিশ্বাস করার করার আগে যাচাই করে নিন।

৬) ভাল কাজের প্রশংসা করুন। তার গুনের প্রশংসা করুন । তার রুচির প্রশংসা করুন। এতে করে সে আপনার প্রতি একটা আসক্তি অনুভব করবে।

৭)কাউকে শাসন করতে হলে আগে তার ওই বিষয়ে ভাল কিছু বলুন। এতে সে আপনার কথার গুরুত্ব দিবে। কারো ভুল ধরিয়ে দিয়ে তার ভাল কিছু বলে তারপর এটা বলতে পারেন, না হলে সে মনে করতে পারে তার কেবল ভুল গুলোই আপনার চোখে পড়ে।

৮) সবার কথায় কান দিবেন না । আপনি এই পৃথিবীতে সকল মানুষকে একই সাথে খুশি করতে পারবেন না। তা আপনার জন্য সম্ভব নয়। তাই আপনার কাছে যেটা সঠিক মনে হয় তাই করুন।

৯) কারো সাথে কথা বলতে পারিপার্শিক অবস্থার দিকে খেয়াল রাখুন । ধরুন আপনার বন্ধুর বাবা অসুস্থ সেই সময় আপনি তাকে কোথাও বেড়ানোর জন্য বললেন এতে আপনার প্রতি তার বিরুপ মনোভাব তৈরি হবে।

১০) কোন ভুল কথা মুখ দিয়ে বের হলে পরোক্ষনেই তা সুধরে নিতে চেষ্টা করুন। কিংবা কথা ঘুরিয়ে অন্য কথায় নিয়ে যেতে পারেন । এতে করে আপনি তারকাছে অনন্ত পক্ষে খারাপ হবেন না।


আপনি যদি বইটি পড়তে চান তাহলে পিডিএফ কপি এই লিঙ্ক এ
view this link

অনেক সুন্দর একটি বই পড়ুন । অবশ্যই ভাল লাগবে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

হাবিব বলেছেন: বইটা আমি পড়েছি। আমার কাছে ভালো লেগেছে.........

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


আজকাল, অনেক বাংগালী মক্কা, মদীনাতে উট চরাচ্ছে; ওরা সুখী মানুষ, জীবনকে উপভোগ করছে।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫

মাহিরাহি বলেছেন: হাসিমুখে কথা বলাটা নিজের জন্যও ভাল।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: এই বই না পরেই তো সুন্দর জীবন পার করে দিচ্ছি। আমার তো কোনো সমস্যা হয়নি।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

বুড়ো হিমু বলেছেন: আপনি পারছেন তার জন্য অনেক শুভকামনা। অনেকে পারেনা তাদের হয়ত কাজে আসবে।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

হাবিব ইমরান বলেছেন: বইটা পড়ার সুযোগ হয়েছে। ভালোই।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

বুড়ো হিমু বলেছেন: জি, বইটি অনেক সুন্দর।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর পোষ্ট।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

বুড়ো হিমু বলেছেন: ধন্যবাদ

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো পোস্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.