নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু ভালো ভাবে যেনে নেই , পরে লিখবো ।

ফয়সাল কারিম জামাদার

আপাদত কিছু না

ফয়সাল কারিম জামাদার › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু ~

২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

মৃত্যু কি! তা জানিনা আমি , এর
অনুভুতি কেমন , জানা নাই আমার।
এইটা কেমন অদ্ভুত জিনিস হায় –
যেইটা জানতে আমার মন না-চায় ।

এইটা জানতে গেলেই আমার -
কেমন কেমন জানি লাগে ।
ও কেমন কেমন লাগা ভাই –
তুমি এমন লাগা কেন ? যেই লাগা –
লাগতে থেকে আমি পলাইতে চাই ।

কত পলায়ন,কত লুকোচুরি,কত খামখেয়ালী
আমি করি , না জানতে – না বুঝতে ।
কিন্তু তারপরেও আমার ভাবনা রয় –
একদিন সত্যি সত্যিই আমি ,
নিশ্বাস লইতে পারবো না , লিখতে-পড়তে পারবোনা
গাইতে পারবো না , খাইতে পারবোনা
না পারবো দেখতে – ছুঁইতে – হাঁসতে
না পারবো ভালবাসতে ।

কেমনে আমার প্রান এই দেহ –
থেইকা আলাগ হইয়া যাইব ।
আমার এতো দামের দেহ , আমার এতো স্বাদের দেহ –
মাটির ভিত্রে থাকবো – পঁচবো । যেই –
দেহের জন্যে এতো করাকরি ।
সব করারকরি ভুইলা এই –
দেহ একলা পইরা রইব ।

ফয়সাল কারিম জামাদার ~ ২১.১০.১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.