![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Money is as much important, as is patrol in a car, not more, not less.
ভাগ্যিস ফ্রাঁসোয়া ওলাদ বলল না যে, হামলাকারীর কাছ থেকে একটা স্মার্টফোন পাওয়া গেছে। হামলাকারী সুইসাইডের আগে ফোনে কিছু একটা করতে চাইছিলো কিন্তু করতে পারি নি। পরে সিসি টিভির ফুটেজ থেকে জানা যায় ফেসবুকে স্ট্যাটাস দিতে চাইছিলো।
হামলাকারীর কাছ থেকে যে স্মার্টফোন পাওয়া গেছে তা থেকে নিশ্চিত করা হয় যে, হামলাকারী একজন উগ্রপন্থী মুসলিম কারন তার ফেসবুক প্রোফাইলের নাম #ওসামা আর যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদের নাম হযরত, আবু বক্বর, ইউসুফ, দাউদ, আব্দুল্লাহ, বাসার, আব্দুল্লাহ, আসাদ, উসমান, আলী, ইয়াসীর, গাদ্দাফি, সাদ্দাম, আয়াতুল্লাহ খামেনী, আহমেদী নিজাদ and may more...
ইন্টিলিজেন্স এর বয়ান মতে হামলাকারী মোহাম্মদ সাঃ এর বংশধর। ইসলাম কায়েমের জন্য সে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। সে একজন উগ্রপন্থী জিহাদী। সে একাধিক জংগি সংগঠনের জন্য কাজ করে। ধারনা করা হচ্ছে ৯/১১ চার্লি হেব্দো মুম্বাই এট্যাকেও তার হাত ছিলো।
এখন মদ্দের কথা, কেউ সুইসাইড করার আগে যেমন জন্য ফেসবুক ঘুতাতে চাইবে না ঠিক তেমনি হামলাকারীরা যেন এট্যাকের পর ধরা না পড়ে সে জন্য সুইসাইড প্লান করছিলো। সো সেখানে আফগানিস্তান, ফিলিস্তিন, সিরিয়া, ইরান আর যেইইই ****** এর পাসপোর্ট পাওয়া যাক না কেনো এরকম *****মী ফেক আলাপ কখনোই বিশ্বাস করব না। করার মতোও না। খোদ ওলাঁদ মিডিয়ার সামনে এসে বললেও বিশ্বাস করা যায় না।
এখানে হামলাকারী/আইসিস কম মুসলিমদের বেশি ফোকাস করা হচ্ছে। ইসলামে মানুষ হত্যা তো বটেই আত্ত্যহত্যাও হারাম। আর হামলাকারীরা দুটা কাজই করছে। তারা কখনও মুসলিম হতে পারে না। মাত্র ৮জন কুলাঙ্গার গোটা দুনিয়ার মুসলমানদের নাম খারাপ করতে পারে না।
সরি #মার্ক জাকারবার্গ আমি ফ্রান্সকে সাপোর্ট করে প্রো পিক চেঞ্জ দিতে পারলাম না। কারণ তাদের যদি সাপোর্ট করি তাহলে গোটা মুসলিম জাতির বিরোধিতা করতে হবে। তারা ১৫০+যারা মারা গেছে তাদের সমাবেদনা + যারা হামলা করছে তাদের খোজ করা + আইসিসদের নির্মূল করা ছেড়ে মুসলিমদের বেশি দোষারোপ করতেছে।
আর যারা চেঞ্জ করেই ফেলছে তাদের কাছে আমার রিকুয়েস্ট পিকচারের ক্যাপশনে অন্তত
#MuslimsAreNotTerorist
#IslamTheTruth4u এটা দিবেন।
আর শেষকথা, আমিও ফ্রান্সের হামলায় সমাবেদনা জানাই। এখানে এক দেড়'শ জনের মৃত্যু হয়নি হত্যা হয়েছে গোটা মানবজাতির।আর ফ্রান্স প্রশাসনেরও উচিত অন্ধের মতো তীর না ছুড়ে সঠিক তদন্ত করা।
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১২
আমি উম্মাদ বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সরি #মার্ক জাকারবার্গ আমি ফ্রান্সকে সাপোর্ট করে প্রো পিক চেঞ্জ দিতে পারলাম না। কারণ তাদের যদি সাপোর্ট করি তাহলে গোটা মুসলিম জাতির বিরোধিতা করতে হবে। তারা ১৫০+যারা মারা গেছে তাদের সমাবেদনা + যারা হামলা করছে তাদের খোজ করা + আইসিসদের নির্মূল করা ছেড়ে মুসলিমদের বেশি দোষারোপ করতেছে।
আর যারা চেঞ্জ করেই ফেলছে তাদের কাছে আমার রিকুয়েস্ট পিকচারের ক্যাপশনে অন্তত
#MuslimsAreNotTerorist
#IslamTheTruth4u এটা দিবেন।
আর শেষকথা, আমিও ফ্রান্সের হামলায় সমাবেদনা জানাই। এখানে এক দেড়'শ জনের মৃত্যু হয়নি হত্যা হয়েছে গোটা মানবজাতির।
আর ফ্রান্স প্রশাসনেরও উচিত অন্ধের মতো তীর না ছুড়ে সঠিক তদন্ত করা।
সহমত।
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
আমি উম্মাদ বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
ঢাকাবাসী বলেছেন: সহমত।
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
আমি উম্মাদ বলেছেন: ধন্যবাদ
৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
মাঘের নীল আকাশ বলেছেন: "দুচার জন কুলাঙ্গার গোটা মুসলিম জাতির নাম খারাপ করতে পারে না"...২০০১ থেকে এই কথা শুনে আসছি
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
আমি উম্মাদ বলেছেন: আমিও চোখ খোলার পর থেকে দেখে আসছি, কোথাও কোনো terrorist attack হলো, সেখান থেকে আলামত স্বরুপ হামলাকারীর পাসপোর্ট পাওয়া গেলো আর পাসপোর্টটি অবশ্যই মধ্যপ্রাচ্যের/পাওয়ারফুল ইসলামীক রাষ্ট্রের হতে হবে।
একটা পাসপোর্ট এর জোরে মুসলমানদের কচু কাটা করা হলো।
আপনি যদি না মানেন আইসিস, ৯/১১ এট্যাক আমেরিকা সৃষ্টি তাহলে আপনার সাথে তর্ক করা বৃথা।
শেষকথা, সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না। স্বার্থ হাসিলের জন্য এরা সব করতে পারে।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: MuslimsAreNotTerorist
IslamTheTruth4u
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২
আমি উম্মাদ বলেছেন: জ্বি ধন্যবাদ
৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
সুমন কর বলেছেন: আর শেষকথা, আমিও ফ্রান্সের হামলায় সমাবেদনা জানাই। এখানে এক দেড়'শ জনের মৃত্যু হয়নি হত্যা হয়েছে গোটা মানবজাতির।আর ফ্রান্স প্রশাসনেরও উচিত অন্ধের মতো তীর না ছুড়ে সঠিক তদন্ত করা। +।
এ বিষয়ে বিভিন্ন পােস্টের মধ্যে, এটি গোছানাে এবং অল্পে মূল বিষয়টিই প্রাধান্য পেয়েছে।
ভালো বলেছেন।
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩
আমি উম্মাদ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন
৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
নাবিক সিনবাদ বলেছেন: সহমত
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩
আমি উম্মাদ বলেছেন: ধন্যবাদ
৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
সিদ্ধার্থ. বলেছেন: শোন হে মডারেট ......
পালেস্তাইন এ যখন নিরীহ মানুষ মারা যায়। .তখন কারা মারে ?
-- অবশ্যই ইহুদিরা ।
কখনো তো তোমাদের বলতে শুনি নাই কয়েকটা কুলাঙ্গার দের জন্য পুরো ইহুদিদের দায়ী করা ঠিক নয় ।কিম্বা কয়েকটা কুলাঙ্গার দের জন্য পুরো ইসরাইলকে দায়ী করা ঠিক নয় ।
আর মডারেট .... সবই যদি ইহুদি ,নাসারা এর চাল হয় ,তবে ওই একই কৌশল ইহুদি ,নাসারারা অমুসলিম দেশের জন্য ও প্রয়োগ করে না কেন ?
মাথাটা "কিতাবে" বন্ধক না দিয়ে একটু খোলামেলা ভাবুন ,কিম্বা ভাববার চেষ্টা করুন ।
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৫
আমি উম্মাদ বলেছেন: সৃষ্টিকর্তা আমাকে জানার জন্য যেমন কিতাব দিয়েছেন ঠিক তেমনি ভাবার জন্য মাথায় মগজটাও দিয়েছেন।
আমার লিখাটা হয়ত আপনি ভালো করে পড়েন নি। আর যেহেতু প্যালেস্টাইন এর কথা তুলছেন তাহলে বলি আপনি কোন দুনিয়ায় থাকেন??? দিন-দুনিয়ার খোজ-খবর রাখেন কিছু???
আজকে ফ্রান্স এট্যাকে শুধু খ্রিষ্টান, ইহুদিই মারা যায় নি অনেক মুসলিমও মারা গেছে। হামলার পর গভীর রাতে উগ্রপন্থীরা সিরিয়ান রিফুজি ক্যাম্পে অগ্নি
সংযোগ করেছে। আর আমরা মুসলিমরা এর ঘোর বিরোধিতা করছি। কিন্তু আপনাদের কারও কখনও দেখি নাই প্যালেস্টাইন নিয়ে লিখতে। লিখলেও হাতেগনা মাত্র কজন।
ফেসবুকে একবার ঠু দিয়ে দেখেন কোটি কোটি মুসলিমের প্রোফাইল পিকচারে ফ্রান্সের জাতীয় পতাকার শ্যাড। বিধর্মী বলেই যে মুখ ফিরিয়ে নিব তা নয় মানবতার জন্যই এসব করা।
overall একটা কথা মনে রাখবেন সন্ত্রাসীদের কোনো মাজহাব হয় না আর মানবতার জন্য মুসলিমরাই শ্রেষ্ঠ।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
শতদ্রু একটি নদী... বলেছেন: কালকে নিউজটা শোনার পর প্রথমেই ভাবছিলাম ফ্রান্স কিংবা আমেরিকা এখন কি পদক্ষেপ নেবে? প্রথম কোপটাই পরবে শরনার্থীদের দিকে যারা আইএসের হাত থেকে বাচার জন্যই ইউরোপের দিকে ছুটছে।
এর বাইরে ফ্রান্সে হামলাও আমার কাছে আইএসের স্বাভাবিক অন্যসকল হামলার মত। পালিমিরায় কুত শত মানুষকে ওরা জবাই করছে, লিবিয়া, ইরাক সবজায়গায় করছে। প্রতিটা মানুষের রক্তই লাল। ফ্রান্সে হতের সংখ্যাও সেখান থেকে খুব বেশি না, তাই সমবেদনার মাত্রাটাও একই। একটূ বেশিও না কিংবা কমও না।
আমি আশা করবো এবার অন্তত ওরা আইএসকে নির্মুলে মাঠে নামবে। মদদ তো আমেরিকা কিংবা ফ্রান্সও ওদের অনেকই দিয়েছে। এবার নিজের গায়ে এসে লাগবার পরেও যদি বোধোদয় না হয়, দেন লেট দেম সাফার দ্যা সেম।
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০
আমি উম্মাদ বলেছেন: ধন্যবাদ।
অলরেডি শরণার্থীদের উপর এট্যাক হয়ে গেছে। পাকিস্তান যেমন দুধ কলা দিয়ে সাপ পুষে সে সাপেরই ছোবল খেয়েছে ঠিক একই অবস্থা ফ্রান্সেরও।
নিউজে দেখলাম পুরোটাই নাকি প্লানিং, অনেকে দাবি করেছে মিডিয়ায় যেসব ভিডিও প্রচার করা হইছে সবই নাকি ফেইক।
দেখা যাক, ফ্রান্স ব্যাপারটা কিভাবে সামাল দেয়।
১০| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০১
রাবার বলেছেন: হক কথা
১১| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
সাদ্দাম হোসেন বলেছেন: কথাগুলা ভালো লাগলো। বুদ্ধিদীপ্ত কথা।
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬
আমি উম্মাদ বলেছেন: ধন্যবাদ ভাই
১২| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯
রািহন বলেছেন: ভালো লেখা
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
এমডি রুবেল তালুকদার বলেছেন: আমিও আপনার সাথে একমত,