নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুই বার রেড কার্ড প্রাপ্ত সেকেন্ড লেফটেনেন্ট

ত্যাজ্যপুত্র

ত্যাজ্যপুত্র › বিস্তারিত পোস্টঃ

আইএসএসবি ও দুই বার রেড কার্ড

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৪

আইএসএসবিতে ডেপুটি প্রেসিডেন্ট (ডিপি) ভাইভার রুমের সামনে একটা উক্তি লেখা থাকে
"Enter with open mind"
এই উক্তিটি বিশ্বাস করে যদি আপনি ভাইভা বোর্ডে প্রবেশ করেন তাহলে নিশ্চিত থাকুন আপনি চতুর্থ দিন রেড কার্ড পাবেন। জন্ম থেকে যত উক্তি শুনেছি বা দেখেছি তার মধ্যে সব চেয়ে বড় মিথ্যা ও বানোয়াট উক্তি হল এটি। প্রশ্ন করতে পারেন যে রেড কার্ড পেয়েছি বলেই এ কথা বলছি কিনা। কখনই না। প্রতিটি ডিপি আপনার এমন ভাবে ভাইভা নেবে যেন তার মেয়ের সাথে আপনার বিবাহ দেবেন। উক্তি মনে রেখে সৎ থেকে আপনিও সব বলে দেবেন, সততা দেখাবেন। ফলাফল, আমার কাতারে (ব্লাডি সিভিলিয়ান) আপনাকে আসতেই হবে। আইএসএসবি তে ধরা না খেয়ে যে সব চেয়ে ভাল অভিনয় করতে পারবে সেই পাবে গ্রিন কার্ড। সিনিয়র এএসপি মাসরুফ তার একটি লেখায় বলেছিলেন আইএসএসবি তে সহবাস করতে
স-সততা
হ-হজম
বা- বাজনা
স-স্পোর্টসম্যানশীপ
তিনি একটি জিনিস লিখতে হয়ত ভুলে গিয়েছিলেন, আর সেটা হল অ- অভিনয়। সাইকোলজিকাল টেস্টে কয়েকটি গল্প লিখে যে কেউ ভাল সাইকোলজির অধিকারী হতে পারে কিনা আমার জানা নেই। একই রকম প্রশ্ন আইএসএসবির জন্মলগ্ন থেকে চলে আসছে। যে কেউ মুখস্ত করে ভাল করে নিখে দিতে পারলেই হল। এটি কিভাবে একজনের সাইকোলজি পরিমাপ করে তা আমার জানা নেই। গ্রাউন্ডে আপনি খুব ভাল করবেন, PAT এক্সট্রা নিবেন, ডিসকাশন, স্পিচ ভাল করবেন তার পরও আপনি নিশ্চিত হতে পারবেন না যে আপনি গ্রিন কার্ড পাবেন। আমার আইএসএসবি রুমমেট PAT এ রোজা থেকে ৩০ মার্ক এক্সট্রা নিয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। কোচিং করার সময় ইন্সট্রাক্টররা বারবার পরিবারের আয়ের কথা উল্লেখ করেন যেন আমাদের পরিবারের আয় বেশি হয়। পরে জানতে পারলাম আপনি যদি নিম্নবিত্ত পরিবারের সন্তান হন তাহলে আপনার সুযোগ পাওয়ার সম্ভবনা খুবই ক্ষীণ।
ডিপি ভাইভা তে যাওয়ার সময় "Enter with open mind" মাথায় রেখে সত্যি বলা প্রত্যয়ে প্রবেশ করার পর ডিপির প্রথম প্রশ্ন নাম কি? নাম শুনে দ্বিতীয় প্রশ্ন ভারতে আমার কোন কোন আত্মীয় থাকে(কেউ থাকে না) এবং এই প্রশ্নটা আমাকে কয়েকবার করা হয়। আমি জানি আমার সত্য টা তিনি বের করে আনতে চাচ্ছেন, আমি স্বাভাবিক থাকার চেস্টা করছি এবং থেকেছি। কোন তথ্য এদিক ওদিক হয়নি কিংবা মিথ্যে বলিনি। ফলাফল, রেড কার্ড। আপনি কখনও জানতে পারবেন না কেন আপনি রেড কার্ড পেলেন বা কি ভুল আপনার ছিল।
যাই হোক যারা আইএসএসবি দেবেন, একটা জিনিস মনে রাখবেন যদি সবচেয়ে ভাল অভিনয় করতে পারেন, তাহলে গ্রিন কার্ড আপনার জন্যই। আর "Enter with open mind" এই কথাটা ভুলেও মাথায় আনবেন না


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.