নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্ত যেথা ভয়শূন্য

everything is fair in love and war

ফাইয়াদ ইফতিখার রাফী

নিজের সম্পর্কে নিজে বলা মত বিড়ম্বনা আর নাই, তাই না বলাই শ্রেয় :)

ফাইয়াদ ইফতিখার রাফী › বিস্তারিত পোস্টঃ

আজ ২২ শে শ্রাবন । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭১তম প্রয়াণ দিবস ।

০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৩৯





আজ ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবি, সাহিত্যিক, চিত্রকার, সুরকার, গীতিকার, দার্শনিক বহু গুনে গুনান্বিত কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে আখ্যায়িত করা হয় সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী কবি হিসেবে।বাংলা সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের ৭১তম প্রয়াণ দিবস। ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরুস্কার অর্জন করেন ‘গীতাজ্ঞ্জলী(কবিতা গুচ্ছ)’ রচনা করে। সমগ্র এশিয়ায় তিঁনি প্রথম ব্যক্তি যিনি নোবেল প্রাইজ অর্জন করার গৌরব অর্জন করেন।





' রবীন্দ্রনাথ বর্ষা নিয়ে, আষাঢ়-শ্রাবণ নিয়ে লিখেছেন । তাতে ধরা পড়ে শ্রাবণ-বর্ষণের বহুমাত্রিক রূপ। তবে শ্রাবণের দিকেই কবির নজর ছিল বেশি। 'আজ শ্রাবণের আমন্ত্রণে/দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে' শ্রাবণ-বর্ষণে তিনি যেন পেয়েছিলেন মুক্তির ডাক।



তারপর একদিন এই শ্রাবণেই তিনি চলে গেছেন সবাইকে কাঁদিয়ে। অবশ্য কবিগুরু তাঁর কর্মে আমাদের মধ্যে বর্তমান আছেন, থাকবেন চিরদিন। তাঁর ভাষায়, 'জীবনে মৃত্যু করিয়া বহন প্রাণ পাই যেন মরণে।' এবং ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে/ মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই সূর্যকরে এই পুষ্পিত কাননে/ জীবন হৃদয় মাঝে যদি স্থান পাই।’



তিনিই একমাত্র কবি, যিনি দুটি দেশের জাতীয় সংগীতের রচয়িতা। তাঁর সাহিত্যের আবেদন বিশ্বজনীন। তাঁর গান বাঙালির নিত্যদিনের জীবনচর্চায় মিশে আছে গভীরভাবে।







তোমার কাছে খাটে না মোর কবির গর্ব করা,



মহাকবি তোমার পায়ে দিতে যে চাই ধরা।



জীবন লয়ে যতন করি যদি সরল বাঁশি গড়ি,



আপন সুরে দিবে ভরি সকল ছিদ্র তার।







তার প্রয়ান দিবসে তার প্রতি বিনম্র শ্রদ্ধা ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:০৪

মেজর জেনারেল বলেছেন: কুবি গুরুরে ভালা পাই না।

২| ০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:২৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: তার প্রতি সর্বদা-ই বিনম্র শ্রদ্ধা রইল।

৩| ০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:২৯

পরিযায়ী বলেছেন: আমরা সবাই মরে যাই-উনি 'প্রয়াণ' করেন!

৪| ০৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৩৫

েরজা , বলেছেন:


পরিযায়ী বলেছেন: আমরা সবাই মরে যাই-উনি 'প্রয়াণ' করেন!--- হা হা হা হা হা ...হাসতে হাসতে পইরা গেলাম ....ওরে কেউ আমারে ধর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.