নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্ত যেথা ভয়শূন্য

everything is fair in love and war

ফাইয়াদ ইফতিখার রাফী

নিজের সম্পর্কে নিজে বলা মত বিড়ম্বনা আর নাই, তাই না বলাই শ্রেয় :)

ফাইয়াদ ইফতিখার রাফী › বিস্তারিত পোস্টঃ

আজ ৭ই মার্চ । জেনে নিই ঐতিহাসিক কিছু কালজয়ী ভাষন যা স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে ইতিহাসের পাতায় ।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২২

আজ ৭ই মার্চ । জেনে নিই ঐতিহাসিক কিছু ভাষন যা বিখ্যাত হয়ে রয়েছে ইতিহাসে ।







থিওডোর রুজভেল্ট



থিওডোর রুজভেল্ট এর “Duties of American Citizenship” এর ওপর ভাষন । এটি তিনি ২৬ জানুয়ারি ১৮৮৩ নিউওয়ার্ক এ প্রদান করেন । যা ইতিহাসের দৃষ্টি কোন থেকে অন্যতম ভাষন । এটি তিনি আমেরিকার সমস্ত পুরুষ এর প্রতি আহব্বান জানান কর্তব্য পালন এর মাধ্যমে ভাল সরকার ব্যাবস্থা বজায় রাখা যায় ।









উইনষ্টোন চার্চিল

এর “We Shall Fight on the Beaches” ভাষনটি দেন ৪ জুন ১৯৪০ লন্ডনে । চার্চিল এর দৃঢ় এবং ভরসাজনক বাচক কণ্ঠস্বরের জন্য বিখ্যাত ।

ফ্রান্সের যুদ্ধ চলাকালীন, শত্রুর অনুপ্রবেশ এবং শত্রুপক্ষের গোলাবর্ষণের মুখে অবশিষ্ট সৈন্যদলের সংকটময় পশ্চাদপসারণ পটভূমিকে কেন্দ্র করে তিনি এই ভাষন দেন ।









ফ্র্যাংকলিন ডিলানো রুজভেল্ট

এর “First Inaugural Address” ভাষন ৪ মার্চ ১৯৩৩ ওয়াশিংটনে প্রদান করেন ।

তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে পরিবর্তনের অঙ্গিকার করেন যা তার ব্যাপক জনকপ্রিয়তা পাইতেছিল ।











নেলসন ম্যান্ডেলা

এর সেই অবিস্মরণীয় শব্দমালা- 'সবার জন্য স্বাধীনতা' আজো অনুপ্রেরণা জোগায় পৃথিবীর মানুষকে।





তাছাড়া General Douglas MacArthur “Farewell Address to Congress” , William Faulkner, “Nobel Prize Acceptance Speech” Winston Churchill, “Their Finest Hour” , Mahatma Gandhi, “Quit India” , George Washington, “Resignation Speech” ,Abraham Lincoln'S "The Gettysburg Address" এই সকল কাল জয়ী ভাষণ রয়েছে ।







মার্টিন লুথার কিং এর I have a dream ও ইতিহাস শ্রেষ্ট স্পীস







ইতিহাসের সর্বকালের সর্ব শ্রেষ্ট ভাষন যদি বলতে হয় তবে আমি বলব তা বিদায় হাজ্জ এর ভাষন







এই দেই আরাফাতের ময়দান যেখানে রাসুল (সঃ) বিদায় হাজ্জ এর ভাষন দিয়েছিলেন ।





বিদায় হাজ্জরাসুল (সঃ)-এর ভাষণ





মদিনায় হিজরতের সময় থেকে হিজরি সাল গণনা করা হয়। সে হিসাবে দশম হিজরির জিলকদ মাসে রাসুলে পাক (সঃ) হজ পালন করেছিলেন। তিনি হজে যাওয়ার এরাদা পেশ করার পর সংবাদটি পলকের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে। সারা আরবের সব সাহাবায় কেরাম (রাঃ) হজে অংশগ্রহণের জন্য উদ্বেলিত হয়ে উঠলেন। জিলকদের ২৬ তারিখ রোজ শনিবার রাসুলে পাক (সঃ) গোসল করলেন। তারপর তিনি লুঙ্গি ও চাদর পরিধান করলেন। জোহর নামাজ আদায় করার পর মদিনা থেকে দুই মাইল দূরে জুলহুলাইফা নামক একটি স্থান আছে। মদিনাবাসীদের হজের এহরাম বাঁধার মিকাত এটাই। এখানে পৌঁছে রাত কাটালেন। পরদিন আবার গোসল করলেন। হজরত আয়েশা (রাঃ) নিজ হাতে রাসুলে পাক (সঃ)-এর দেহ মুবারকে আতর মেখে দিলেন। তারপর রাসুলে পাক (সঃ) দুই রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর ‘কাসওয়া’ নামক উটনীর পিঠে আরোহণ করে হজের এহরাম বাঁধলেন। তারপর বুলন্দ আওয়াজে পাঠ করতে লাগলেন, ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, লাব্বাইকা-লা শারিকালাকা লাব্বাইকা ইন্নাল হামদা অননি মাতালাকা অল মুলকা লা শারিকালাকা’। অর্থাৎ হে আল্লাহ! আমি হাজির হয়েছি, হে আল্লাহ! আমি হাজির হয়েছি, হে আল্লাহ! আমি হাজির হয়েছি এবং ঘোষণা করছি, তোমার কোনো অংশীদার বা শরিক নেই। হে আল্লাহ! আমি হাজির হয়েছি নিশ্চয়ই সমুদয় প্রশংসা ও নিয়ামত তোমারই জন্য নিবেদিত এবং আধিপত্য ও সার্বভৌমত্ব কেবল তোমারই জন্য।







আজ ৭ই মার্চ





সোহরাওয়ার্দী উদ্যান অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। ১৯ মিনিট স্থায়ী এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান।





ঢাকার রেসকোর্স ময়দানের বিশাল জনসভায় এক ঐতিহাসিক ভাষনে শেখ মুজিব সামরিক জান্তার সমালোচনা করেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে ব্যার্থতার জন্য। এই জনসভাতেই তিনি বলেন, "তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাক। ঘরে ঘরে দূর্গ গড়ে তোল।" তিনি আরও বলেন "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।" সেইদিন উপস্থিত মানুষের স্বাধীনতা ঘোষণার আকাঙ্খা থাকলে ও সেদিন তিনি স্বাধীনতার সরাসরি ঘোষণা দেননি কিন্তু প্রকারন্তরে স্বাধীনতার চুড়ান্ত সংগ্রামের ঘোষণা দেন যা পরবর্তিতে ৭ কোটি নিরস্ত্র মানুষের প্রাণের দাবি হয়ে উঠে।



স্বাধীনতা সংগ্রামের জন্য এমন আহব্বান পৃথিবীতে অন্যতম শ্রেষ্ট ভাষণ ।









*** কারর মতে ১৯ মিনিট আবার কারর মতে ১৭ মিনিটের এই ভাষন । কিন্তু আমি এই ১৪ মিনিটের উপরে আর কোন ভাষন কোথাও খুজে পাই নাই । যদি কারর কাছে থাকে তবে আশা করি জানাবেন ***

মন্তব্য ১১ টি রেটিং +৭/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

কলাবাগান১ বলেছেন: জিয়া নাকি 'নিজে' (বংগবন্ধুর ডাকে না) স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন??? শুধু জানতে চাই ৭ই মার্চের এই ভাষনের সময় জিয়ার অবস্হান কই ছিল?? দু:খ লাগে যখন জামাতিরা জিয়াকে বংগবুন্ধর সমানে দাড় করাতে চায়।

জামাতিদের উগ্রবাদীতার প্রমান পেয়েছে দেশ বগুড়াতে একদিনে যে তান্ডব চালিয়েছে, তা ১৯৭১ পাকিস্তানি সৈন্যরা একমাসেও করে নাই

২| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

কাউসার রুশো বলেছেন: সুন্দর পোস্ট
+++

৩| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

রোড সাইড হিরো বলেছেন: ভালো লাগলো...+

৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

মাজহারুল হুসাইন বলেছেন: জিয়া নাকি 'নিজে' (বংগবন্ধুর ডাকে না) স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন??? শুধু জানতে চাই ৭ই মার্চের এই ভাষনের সময় জিয়ার অবস্হান কই ছিল?? দু:খ লাগে যখন জামাতিরা জিয়াকে বংগবুন্ধর সমানে দাড় করাতে চায়। >>>জিয়ার সামনে আওয়ামীলীগরাই বংগবন্ধুকে দাড় করায় । এতে অন্য কারো কোন কিছু করার নাই । এটা হল তাদের হীনমন্যতার পরিচায়ক । জিয়াকে কারো সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই । তার অবস্থান ইতিহাসে পরিষ্কার ।

বংগবন্ধু পলিটিশিয়ান । পাকিস্তান শান্তি চাইলে তাকে ছেড়ে দিয়ে ক্ষমতা দিত, বাংলাদেশ হেরে গেলে বংগবন্ধুর ফাসি দিত । কিন্তু উভয় ক্ষেত্রেই জিয়ার আউটপুট একটাই ছিল তা হল কোর্ট মার্শাল, আর তাতে মৃত্যু ।



আমি এখানে বংগবন্ধুর ভাষণ সম্পর্কে পড়তে এসেছিলাম এসে আপনার কারণেই জিয়া সম্পর্কে বলতে হল ।

৫| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

মাজহারুল হুসাইন বলেছেন: ও ভুলে গিয়েছিলাম । লেখককে ধন্যবাদ ।

৬| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

হুমায়ুন তোরাব বলেছেন: post ta sundor..

7 e march er uncut version cai,keu ki diben ?????

৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

ধ্বংসমানব বলেছেন: লেখক, আপনি গেটিসবার্গ অ্যাড্রেস বাদ দিয়ে গেছেন বলে মনে হয়।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: আপনি পোস্ট টা ভাল করে দেখেন নাই । কিছু অংশ বাদ দিয়ে গেছেন । Abraham Lincoln'S "The Gettysburg Address" টা বড় করে না দিয়ে ছোট করে লিখে দিছি । আসলে সবগুলা বিস্তারিত লিখতে অনেক বড় হয়ে যায় বলে সর্ট করছি :)

৮| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

ধ্বংসমানব বলেছেন: হুম। দেখলাম!

যাহোক, এটি আপনার পোস্টের নিজস্ব উপস্থাপনা। পোস্ট তথ্যপূর্ণ।

ধন্যবাদ!

:)

৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার পোস্ট। নতুন কিছু জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.