নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরেকদিন আসুন। এক কাপ চা খেতে খেতে নাহয় নিজের সম্পর্কে কথা হবে!

আইএমট্রিনিটি

আমি কোনো জিনিয়াস নই। নিজেকে জিনিশ ভাবতে ভালো লাগে। যার হৃদয় নামে একটা মাংসপিন্ড আছে। তবে সেটা কিছু বিশেষ বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। মাঝে মাঝে মনে হয় চারপাশের সময়টা থেমে গেছে। নিজেকে অসাড় মনে হয় তখন।

আইএমট্রিনিটি › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত অনুভূতি

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৪৭

আমার কাছে তোমার একটাই ছবি আছে। প্রতিদিন ঐ একটা ছবিই কয়েকবার করে দেখি। এখনো যখন ছবিটার দিকে তাকাই, আমার শ্বাসপ্রশ্বাস বেড়ে যায় কয়েকগুণ। মনে হয় দম আটকে আসছে। ভালবাসা কি অদ্ভুত এক অনুভূতি তাইনা? আড়াই বছরের এত এত স্মৃতি কি হুট করেই মুছে ফেলা যায়? কেউ কেউ পারে হয়তো! কিন্তু আমি তো পারি না। শেষ দশ মাসে তুমিও হয়তো অনেক কিছুই মুছে ফেলেছো, অনেক বদলেও গেছো। কিন্তু আমি ঠিক আগের মতই রয়ে গেলাম। একরোখা জেদি কিন্তু প্রচন্ডরকম ইমোশনাল একটা ছেলে। তোমাকে নিয়ে অনেকদিন কিছু লেখা হয় না। আজকেও ঘুমানোর আগে তোমার ছবিটা বের করে দেখছিলাম। হঠাত মনে হলো তোমাকে নিয়ে কিছু একটা লেখা উচিত। তাই এইসব আবোলতাবোল লেখা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:৩৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: সেত আপনার লেখা দেখবে না

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

আইএমট্রিনিটি বলেছেন: তাকে দেখানোটা মূখ্য বিষয় না। শেয়ার করাটাই জাস্ট ☺☺

২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৩:০০

আরোগ্য বলেছেন: নদীর একূল কহে ছাড়িয়া নিশ্বাস,
ওপাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

আইএমট্রিনিটি বলেছেন: বড় একটা দীর্ঘশ্বাস ছাড়া বলার মত কিছু খুজে পাচ্ছি না

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭

সনেট কবি বলেছেন: বেশ

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩

আইএমট্রিনিটি বলেছেন: ধন্যবাদ ☺

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: প্রিয় মানুষের ছবি সবাই দেখে।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩

আইএমট্রিনিটি বলেছেন: খুবই সত্যি কথা ভাই। না দেখে থাকাও যায় না

৫| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৪

মাহমুদুর রহমান বলেছেন: অতিরিক্ত আবেগ ভালো না।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৪

আইএমট্রিনিটি বলেছেন: আবেগের বয়সটা পেরিয়েছে আরো কয়েকবছর আগেই। এখন শুধুই স্মৃতিচারণ ☺

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.