নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরেকদিন আসুন। এক কাপ চা খেতে খেতে নাহয় নিজের সম্পর্কে কথা হবে!

আইএমট্রিনিটি

আমি কোনো জিনিয়াস নই। নিজেকে জিনিশ ভাবতে ভালো লাগে। যার হৃদয় নামে একটা মাংসপিন্ড আছে। তবে সেটা কিছু বিশেষ বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। মাঝে মাঝে মনে হয় চারপাশের সময়টা থেমে গেছে। নিজেকে অসাড় মনে হয় তখন।

আইএমট্রিনিটি › বিস্তারিত পোস্টঃ

হঠাত দেখা!

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০

তখন সম্ভবত ঘড়িতে দুপুর ০২ঃ২৪ বাজে। ভার্সিটির ৩০১ নম্বর রুম থেকে বের হয়েই তোমার সাথে চোখাচোখি হয়। হঠাত এভাবে চোখাচোখি হওয়াতে কিছুটা অপ্রস্তুত হয়ে যাই। তবে অল্প কয়েকটা মুহূর্তই তোমার ওপরে গুরুত্বরভাবে ক্রাশ খাবার জন্যে যথেষ্ট ছিল। তখন তাড়াহুড়ো করে বের হয়ে চলে আসাতে তোমার ড্রেসটা সেভাবে লক্ষ করতে পারিনি। তাই এখানে ড্রেসের বর্ণনা দিতে পারলাম না। তবে তোমার চোখে গোল ফ্রেমের একটা চশমা ছিল। আর চুলগুলো একপাশে করা ছিল। গোল ফ্রেমের চশমাতে বেশ দারুন মানিয়েছিল তোমাকে :D ৩০১ এর সামনে বসার যে উঁচু জায়গাটা ঐখানে হেলান দিয়ে বসে ছিলে তুমি। সম্ভবত দুইবার চোখাচোখি হয় তোমার সাথে। এটুকুই হয়তো যথেষ্ট! তুমি কে বা কোন ডিপার্টমেন্টের কোন সেমিস্টারে পড়ো তার কিছুই জানা নেই। তবে কেন যেন মনে হচ্ছে আমাদের খুব শীঘ্রই আবার দেখা হবে। যদি দেখা হয়ে যায়, তবে প্লিজ সেদিনও চশমাটা সাথে রেখো। তোমাকে আসলেই দারুন মানায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: আবার দেখা হোক

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৪

আইএমট্রিনিটি বলেছেন: দোয়া কবুল হোক :D

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: ভাবছি আমিও চশমা পড়বো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.