![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিক আর আস্তিক নিয়ে বেশ তোলপাড় চলছে। নাস্তিকরা মানবতার দোয়াই দিয়ে ধমকে যেভাবে অবমাননা করতেছে তা কোনভাবেই কাম্য নয়। নাস্তিক উগ্রবাদ আর আস্তিক উগ্রবাদ কোনটায় কারও জন্য ভাল না। নাস্তিক উগ্রবাদের কলম খোচা যেভাবে আস্তিকদের টরচার করে তা আস্তিক উগ্রবাদের মেরা ফেলার হাতিয়ার থেকে অনেক বেশি ভয়াবহ। ধম নিয় মতভেদ থাকতে পারে তাই বলে ধমকে নিয়ে আজেবাজে কথা বলা, এটা কোন ধরনের মুক্ত চিন্তার ভিতর পড়ে আমার বোধগম নয়। ধমের নামে ভন্ডামি বা ধমীয় অসংগতি যা ধমে নাই তা নিয়ে আলোচনা করা যেতে পারে। তাই বলে ধম খারাপ , ধম মানবতা বিরোধী, ধম মেয়েদের অধিকার হরন করে যত সব ননসেন্স নাস্তিক উগ্রবাদের মস্তিস্ক প্রসুত। মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির নামে নাস্তিক উগ্রবাদীরা যেভাবে নিজেদের বা তাদের পূবসুরিদের মতামত চালানোর যে অপচেষ্টা তা কি মুক্ত চিন্তার পরিপন্থী নয়। আমার মুক্ত চিন্তায় যদি ধম আমার কাছে লজিক্যাল মনে হয় তাহলে আমি ধম কেই অনুসরণ করব। কারো মুক্ত চিন্তাই যদি ধম গুরুত্ব না পাই তাহলে সে তাঁর মন প্রসুত সেই বিশ্বাষকেই মানবে যা তার কাছে যুক্তিযুক্ত মনে হবে। আস্তিক উগ্রবাদরা যেভাবে ধমের নামে হাতিয়ার তুলে নেয় যেটা কাম্য না সেক্ষেত্রে আমি অবশ্যই রাষ্ট্র যন্ত্রকে দায়ি করবে কেননা রাষ্ট্রে এমন কোন আইন নাই যা মুক্ত বুদ্ধি বা মুক্ত চিন্তার নামে অশ্লীল লেখকদের দায়বদ্ধতার আওতায় এনে বিচার করতে পারে।
©somewhere in net ltd.