![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা, কতটা অপচয়ের পরে মানুষ চেনা যায়, প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা
"মূহুর্ত কেন এতো বড়/ সময় কেন এতো ফাঁকা,
আকাশের সব স্বপ্ন ক্যানো/ দুচোখের জল দিয়ে ঢাকা"
অর্ণব আমার ভারী পছন্দের একজন শিল্পী। ওর এই গানটা আমার সারাক্ষণই কানে বাজছিলো। "মূহুর্ত" শব্দটা মাথার ওপরে সিন্দাবাদের ভূতের মতন চেপে বসেছিলো, কিছুতেই তাকে নামানো যাচ্ছিলো না। এদিকে কিছু লিখতেও কলমের ডগায় আলস্য এসে ভর করেছে তাই ভাবলাম ক্যামেরায় বন্দি করা কিছু মূহুর্ত নিয়েই একটা ছবি ব্লগ দেয়া যাক। এগুলোকে ফটোগ্রাফী উপমা দিয়ে নিজেকে অপমানিত করতে চাই না। মন চাইলে দেখে নিতে পারেন
মেঘ মল্লার মুল্লুকেঃ কলম্বো থেকে ফিরবার পথে, ভারত মহাসাগরের ওপরে।
মাউন্ট লাভিনিয়াঃ নীলচে ঢেউ হলদে মোটাদানার বালুকে ভিজিয়ে যাচ্ছে নিরন্তর। হোটেল মাউন্ট লাভিনিয়া, সার্কিট-১১, কলম্বো।
বালুকাবেলায় লাঞ্চঃ নিঝুম দুপুরে সমুদ্র দেখতে দেখতে ডানহাতের কাজটাও সেরে ফেলা গেলো। ইন্দোনেশিয়ান নসিগারাং এর সাথে লাল টুকটুকে ভাজা পেল্লাই সাইজের লবস্টার।
টোয়াইলাইট ইন ক্যান্ডি লেকঃ গোধূলির সময়ে ক্যান্ডি লেক। কানে কানে বলে রাখি আমাদের কাপ্তাই লেকের কাছে এটা নস্যি। শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্ন আর পর্যটকদের জন্য সুব্যবস্থা করে রাখবার জন্যই এটা এত জনপ্রিয়।
টপকাপি প্যালেস, ইস্তাম্বুলঃ বসফরাসের তীরের সৌন্দর্য্য। প্রথম দর্শণে আমার ধারণা হয়েছিলো এটা মসজিদ। জ্ঞানপাপীদের শাস্তি।
অপেরা হাউজ, সিডনীঃ বলবার কিছুই নেই। কম-বেশী সবাই চিনি আমরা। মেঘলা দিন বলে খুব বেশী আকর্ষণীয় মনে না-ও হতে পারে। রৌদ্রজ্জ্বল দিনে এর ছাত থেকে সূর্যের আলো যখন বিচ্ছুরিত হতে থাকে, তখন কিন্তু দারূন দেখায়।
ডার্লিং হার্বার ব্রীজঃ মেঘলা দিনের মামলা। ঝকঝকে রৌদ্রজ্জ্বল দিন না হলে ঠিক খোলতাই হয় না সৌন্দর্য্যটা।
ওয়ান ফাইন নাইটঃ অ্যামস্টেলভিন, নেদারল্যান্ড। সূর্যের আলো ঠিকরে পড়ছে ঘাসের সারিতে। নেদারল্যান্ডে রাত শুরু হয় আট-টার সময়, সূর্য ডোবে দশটায়। এ ছবিটা তোলা হয়েছে রাত সাড়ে আটটায়।
ওয়ান পিস হ্যাভেনঃ কুকেনহফ, নেদারল্যান্ড। সত্যিই যেন স্বর্গ। গোটা ইউরোপ জুড়েই ফুল রপ্তানী হয় এখান থেকে। পাহাড়ের পর পাহাড় টিউলিপ, অর্কিড চাষ হয়। দেখে মনে হবে যেন লাল টুকটুকে, গোলাপী কিংবা উজ্জ্বল হলুদ রঙের পাহাড়। ফি বছর গ্রীষ্মে উন্মুক্ত থাকে পর্যটকদের জন্যে।
নাম না জানাঃ দেখতে শাপলার মতন, তোলার সময়ে কি ছাই অত নাম খেয়াল থাকে? দেখতে সুন্দর হলেই হল।
ষোল শতকের উইন্ডমিলঃ কাইন্ডারডিক, নেদারল্যান্ড। আমি যাইনি এখানে, ছবিটাও আমার তোলা নয়। ষোল শতকের উইন্ডমিল দেখা হলেও এই জায়গাটা এককথায় দূর্দান্ত। রাতে (বলতে চাচ্ছি সূর্য ডোবার পর) যারা জায়গাটা দেখেননি, নিশ্চিতভাবে বিরাট কিছু মিস করেছেন। গোটা উইন্ডমিলগুলো আলোয় ঝলমল করতে থাকে।
দ্য ফার্মঃ অ্যামস্টারডাম, নুর্দ হল্যান্ড। আমার নিজের তোলা সবচেয়ে প্রিয় ছবি। হলুদ বুনো ফুলের আড়ালে পেল্লাই সাইজের গরুর রোমান্টিসিজম।
রেইন-বোঃ মিডেনওয়ার্ড, নেদারল্যান্ড। রংধনুটা পুরোটা এক স্ন্যাপে ক্যাপচার করতে পারিনি। কপাল খারাপ। এক কিশোরী জগিং থামিয়ে মুগ্ধ হয়ে আমার বিস্ময় দেখছিলো। আমি দেখছিলাম সাতরঙের স্বর্গকে।
মেরিটাইম মিউজিয়মঃ ষোল শতকের ডাচ প্রাইভেটিয়ার শিপ। ওতে চড়ে দিব্যি কিছুক্ষণের জন্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান হয়ে গিয়েছিলাম।
থ্যালিসঃ পৃথিবীর সবচাইতে দ্রুতগামী রেলের মধ্যে একটি। আমি একটা কফি নিয়ে বসলাম। কফি আরাম করে শেষ করতে না করতেই নেদারল্যান্ড থেকে বেলজিয়ামে চলে এলাম। তাজ্জব !!!
গ্র্যান্ড থ্যালিস বারঃ আশ্চর্যের ব্যাপার হলো থ্যালিসে হাঁটতে মোটেও কষ্ট হলো না অথচ কয়েক'শ কিলোমিটার গতিতে চলছে। আমাদের দেশের ট্রেনের চেয়েও সোজা। আমি এই বারে গিয়ে কফি কিনেছিলাম।
আইফেলঃ আইফেলের সামনে আমার ছানা।
মরোক্কান ফুডঃ ওয়ার্ল্ড ক্যাফে, ল্যুভ মিউজিয়ম। দুনিয়ার সব খাবার মেলে এখানে। আমি পছন্দ করেছিলাম মরোক্কান।
গ্রীন ক্লকঃ গ্রীন ক্লক, জেনেভা, সুইজারল্যান্ড। সাধারণ ক্যামেরা দিয়ে তোলা ছবি। সুইজারল্যান্ডের সব ছবিই কেন যেন ঝকঝকে।
লেক জেনেভাঃ এই লেকটা অসম্ভব সুন্দর। ঝকঝকে নীল পানি। একটা বোট নিয়ে ক্রুজিং-এ বেড়িয়ে পড়েছিলাম।
দ্য ফাউন্টেইনঃ ইউরোপের হাইয়েস্ট ফাউন্টেইন। প্রত্যেকদিন সক্কালবেলায় খুলে দিতো। আমাদের বাসার জানালা খুললেই নজরে পড়তো এটা। রাত্রে সবুজাভ একধরণের আলো জ্বলতো ফাউন্টেনে।
আফসোসঃ দেশী বাঘের ছানার আফসোস হচ্ছে, কেন সে হাঁসের মতন এই স্বচ্ছ জলে সাঁতার কাটতে পারছে না। তাই চেয়ে দেখা ছাড়া কিছুই যে করার নেই তার। সুমনের একটা গান খুব মনে পড়ছে,
"নাইয়েরা স্নান করে, গাইয়েরা গায়,
মিছেমিছি কাঁদা ছোড়ে যারা অসহায়"
ওয়ান সিপ ইতালীঃ ক্রুজিং এর সময়। ওপাশে যেটা দেখছেন সেটা ইতালী। লেক জেনেভার এক অংশ সুইজারল্যান্ডে, কিছু অংশ ফ্রান্সে আর কিছু অংশ ইতালীতে পড়েছে।
গুটেনবার্গ বাইবেলঃ পৃথিবীর প্রথম ছাপানো গ্রন্থ। সেন্ট পিটার্স, সুইজারল্যান্ড। ছুঁয়ে দেখা মানা কিন্তু।
বলিউড স্ট্রিটঃ জেনেভার এ জায়গাটাকে নাকি এ নামেই ডাকা হয়। মেলা হিন্দী ফিল্মের শ্যুটিং হয়েছে সম্ভবত। ছোট ছোট সাদা পাথরখন্ড যে দেখছেন সেগুলো আসলে মোটা কাঁচের তৈরী কৃত্রিম পাথরের ব্লক। প্রতিটা ব্লকেই পৃথিবীর বিভিন্ন ভাষায় স্বাগতম বানী লেখা (বাংলাতেও লেখা আছে, সময়ের অভাবে খুঁজে দেখতে পারিনি)। ব্লকগুলো রাতের বেলা জ্বলে ওঠে। সঙ্গিনীকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য আদর্শ জায়গা।
ব্লকগুলোর নমুনা দেখতে চান? দেখুন না,
ডেসার্টঃ সবশেষে ডেসার্ট না হলে কি আর জমে? খানিকটা আলো থাকলে এই ডেসার্টকে ফুড ম্যাগাজিনে ছাপাবার ব্যবস্থা করা যেতো। সুইসদের খাবার পরিবেশনার জবাব নেই।
উৎসর্গঃ হাসান মাহবুব (যদিও ভদ্রলোকের খটোমটো ভাষায় লেখার আদ্ধেকটাই আমি বুঝি না, আশা করি তিনি বন্ধু-বান্ধবদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা-বার্তা বলেন)
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
নীলপথিক বলেছেন: আমার ছানার নাম "অদ্বিত"
ভালো আছি, আপনার নিউ ইয়ার গেলো কেমন?
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
লোনলিফাইটার বলেছেন: ওয়াও।ইটালিতে আসছেন?দেখা করে যাবেন না?
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
নীলপথিক বলেছেন: আপনার পয়সা বাঁচিয়ে দিলাম আর কি!
বাক্স-পেঁটরা, লট-বহর আর ছানা-পোনা নিয়ে নিয়ে উঠলে আপনার খবর ছিলো। হা হা হা।
এ বছর গেলে আপনাকে খুঁজে নেবো, চিন্তা করবেন না।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক সুন্দর ছবি ,ক্যাপশন গুলো ডিটেইলস বলে বেশি ভাল লাগল।
আপনার ছানা তো খুব হাসি খুশি
উতসর্গে র সাথে একমত , আমি ও উনার লেখা পড়ে অনেকক্ষণ চিন্তা করি
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
নীলপথিক বলেছেন: দু'গালেই টোল পড়া ছানারা সাধারনতঃ হাসি-খুশিই হয়। আমারটাও এর ব্যতিক্রম নয়। অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
হাসান মাহবুব বলেছেন: মেঘ, ফুল, রঙধনু...সুন্দর সুন্দর!
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫
নীলপথিক বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫
মেহেরুন বলেছেন: অবশেষে পেলাম আপনার ভ্রমন কাহিনি,সাথে অনেক ছবি আপনার ছানা কে তো ভারি ভালো লাগলো। মাশাল্লাহ
পোস্ট এ অনেক ভালো লাগা নীল ভাই। বৃষ্টি স্নাত শুভ সকাল
ভালো আছেন তো????
শুভকামনা রইলো আপনার আর আপনার পরিবারের জন্য +++++
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
নীলপথিক বলেছেন: ভ্রমন কাহিনী তো লিখিনি। গত গ্রীষ্মে পরিবার নিয়ে ইউরোপে বেড়িয়েছি। আমার ছানাটা যা কান্ড করলো, লিখলে তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। লিখবো কোন এক সময়।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
আমিনুর রহমান বলেছেন: চমৎকার সব ছবি আর অসাধারণ ক্যাপশন।
পোষ্টে ভালো লাগা রইল।
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
নীলপথিক বলেছেন: আপনি মনে হয় অনেকদিন পরে এলেন !
কেমন আছেন?
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++++++
দারুন একটা পোস্ট
ভালো থাকবেন
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
নীলপথিক বলেছেন: ধন্যবাদ অপূর্ণ।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ন অফেন্স ভাই কিন্তু ওইটা কি সত্যিই টপকাপি পেলেস? তা হলে ভাই হাগিয়া সোফিয়া কোনটা?
০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
নীলপথিক বলেছেন: হাগিয়া সোফিয়া কোনটা বলতে পারছি না, আমি ওটাকে মসজিদ মনে করে ভেতরে যাইনি। এখানে এক ব্লগারের (মেহেরুন) কাছে জানলাম ওটা টপকাপি প্যালেস।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
মেহেরুন বলেছেন: আপনার ছানা কে অনেক পছন্দ হয়েছে মাশাল্লাহ অনেক সুইট
আপনার ছানার মজার মজার কাহিনীগুলো সময়্ করে লিখে ফেলেন। এসব পড়তে মজা লাগে
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
নীলপথিক বলেছেন: লিখে ফেলবো অবশ্যই। আমার মন ভীষণ খারাপ। ইমন জুবায়ের ভাইয়ের জন্য খারাপ লাগছে। উনার সাথে কেন যেন খুব অ্যাটাচড ছিলাম। ভালো লাগতো ওনার লেখা পড়তে।
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
মেহেরুন বলেছেন: আপনার ছানা কে অনেক পছন্দ হয়েছে মাশাল্লাহ অনেক সুইট
আপনার ছানার মজার মজার কাহিনীগুলো সময়্ করে লিখে ফেলেন। এসব পড়তে মজা লাগে
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
নীলপথিক বলেছেন: বলতে ভুলে গেলাম, যেটাকে টপকাপি প্যালেস মনে করেছিলাম সেটা আসলে হাগিয়া সোফিয়া।
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
অসম্ভব সুন্দর সব ছবি। অসাধারণ!!!!
পিচ্চিতো মাশাআল্লাহ
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
নীলপথিক বলেছেন: ধন্যবাদ সোনালী ডানার চিল। আর দশটা বাপের মতোই নিজের ছানাকে নিয়ে গর্বিত। ছানাটা অনেকের চোখে সাধারণ হলেও আমার কাছে তো অসাধারণ হবেই। ভালো লাগে যখন দেখি কেউ পছন্দ করে কথাটা বলছে।
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টে বুঁদ হয়ে ছিলাম , খুব ভাল লাগলো ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
নীলপথিক বলেছেন: ধন্যবাদ ব্রাদার। ভালো লাগলো, অনেকদিন পরে হলেও এলেন।
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
সান্তনু অাহেমদ বলেছেন: অসাধারণ ছবিব্লগ।+++
শুভ কামনা নিরন্তর।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
নীলপথিক বলেছেন: ধন্যবাদ সান্তনু, শুভকামনা আপনার প্রতিও।
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
মেহেরুন বলেছেন: কি নীল ভাই খবর কি?? মন মেজাজ ভালো তো?? এতো শীত পড়েছে কি আর বলবো
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
নীলপথিক বলেছেন: মেজাজ তো ভালো ছিলো সবসময়েই। মন খারাপ ছিলো ইমন জুবায়ের ভাইয়ের জন্যে। শীত পড়েছে ভালোই। কাজের চাপ থাকে মোটামুটি। লেখা হয়ে ওঠে না। একটা শিকার কাহিনী লিখেছিলাম। কি করে যেন হারিয়ে গেলো আমার রাইটিং প্যাডটা। শিকার কাহিনী লেখা শিকেয় উঠলো। একটা রম্য লিখেছিলাম সাথে গোটা কতক কার্টুনও এঁকেছিলাম। এখন খুঁজে পাচ্ছি না। বিরক্ত আছি।
বাজে সংবাদ থাক। কেমন যাচ্ছে আপনার দিনকাল? নিশ্চয়ই ভালো?
১৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
মেহেরুন বলেছেন: আমার দিনকাল আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে বিরক্ত না হয়ে নতুন উদ্যমে চালু হয়ে যান।
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
নীলপথিক বলেছেন: হুম, চালু হয়ে গেলাম।
১৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
মেহেরুন বলেছেন: ওহ!! আজকাল তো আপনি আমার পোস্ট না বললে চখেই দেখেন না। তাই দাওয়াত দিতে এলাম। চলে আইসেন গল্প করতে
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
নীলপথিক বলেছেন: খুবই দুঃখিত। আমি কিন্তু প্রায়ই আপনার ব্লগে যাই। কেন যেন নতুন লেখাগুলো চোখে পড়ে না।
১৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দুর্দান্ত !!
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
নীলপথিক বলেছেন: ধন্যবাদ ভাই।
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
মেহেরুন বলেছেন: শরীর কেমন নীল ভাই?? দোয়া করি সুস্থ হয়ে যান। নতুন পোস্ট পড়ার আমন্ত্রন রইলো
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
নীলপথিক বলেছেন: এখন একটু ভালো। নতুন আরো পোস্ট দিয়েছেন নাকি? আচ্ছা দেখে নিচ্ছি।
১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
মেহেরুন বলেছেন: কি খবর ভাইয়া?? শরীর এখন সুস্থ নাকি আগের মতোই?? অফিস করছেন?
১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
নীলপথিক বলেছেন: অফিসেই আছি। শরীর পুরোপুরি ভালো না। আপনার কি খবর?
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
লোনলিফাইটার বলেছেন: পয়সার চিন্তা করা লাগবে না আপনার
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬
নীলপথিক বলেছেন: ঠিক তো?
তাহলেই কেল্লা ফতে। নেক্সট টার্গেট রোম।
লোনলিফাইটার এখন থেকে আর লোনলি নয়। হা হা হা ।
২১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কেমন আছেন?
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
নীলপথিক বলেছেন: ভালোই আছি স্বর্ণা। আপনাদের ওখানে পি.এইচ.ডি করবো ভাবছি। কোথায় করি এই নিয়ে অনুসন্ধানে ব্যস্ত। আপনার দিনকাল কাটছে কেমন? আচ্ছা, আপনি কি মেডিক্যাল স্টুডেন্ট?
২২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
মেহেরুন বলেছেন: কি খবর?? কেমন আছেন?? চুকচুক কেমন আছে???
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
নীলপথিক বলেছেন: ভালোই আছি মেহেরুন। ভালোই কেটে যাচ্ছে দিনকাল। সামনের মাস থেকেই লং ড্রাইভ শুরু হবে। মার্চ মাসটা ফূর্তিতে কাটবে। লম্বা ছুটি নেবো। সিলেট বিভাগ পুরোটাই চষে বেড়াবো। আপনাদের খবর ভালো?
২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ভাল লাগলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯
নীলপথিক বলেছেন: ধন্যবাদ। কি খবর আপনার? অনেকদিন কোন দেখা নেই যে !
২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
অপরিকল্পিত পরিকল্পনা বলেছেন: মেঘের উপ্রের পিকটা অছাম একটা
ভাইজান করেন কি?
দ্যাশ-বিদ্যাশ ঘুরা কি প্রফেশন না হবি
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
নীলপথিক বলেছেন: মাল্টিন্যাশনাল একটা ফাইন্যান্সিয়াল কোম্পানীতে কাজ করি ভাই। দেশ-বিদেশ ঘোরাটা হবি বলতে পারেন। ভালো লাগে। আল্লাহ টুকটাক সামর্থ দিয়েছেন, সৌভাগ্যও।
২৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১
সায়েদা সোহেলী বলেছেন: ছবি ক্যাপশনের জন্য আরো প্রানবন্ত হয়
+
প্লেইনের উইন্ডো তে আকাশ মেঘ দেখলে আমার নিজেকেও মেঘ মনে হয়
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫
নীলপথিক বলেছেন: ধন্যবাদ সোহেলী আপনার প্রানবন্ত মন্তব্যের জন্য।
২৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৯
আরমিন বলেছেন: অসাধারণ সব ছবি! ++
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬
নীলপথিক বলেছেন: ধন্যবাদ আরমিন। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
!!!! আপনার ছানার নাম কি?
ও মাই গড!!!! যেমন পোষ্ট তেমন ক্যাপশন!!!! আমিও যেতে চাই
উতসর্গে এটা কি বললেন? আশা করি তিনি বন্ধু-বান্ধবদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা-বার্তা বলেন
অনেক ভাল লেগেছে। প্রিয়তে নিলাম। আশা করি ভাল আছেন। হ্যাপি নিউ ইয়ার।