নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ-১-অন্য-i (এম.জি.জেড)
সহমৌলিক সংখ্যা সম্পকে' আমার কনসেপ্ট একদম ভাল না। আমার ভাগ্না ( ৬ষ্ঠ শ্রেনী) আমার কাছে জানতে চাওয়ায় আমি তাকে বুঝাতে পারলাম না।
তাই আপনাদের কাছে সাহায্য চাইছি। দয়া করে কেউ আমাকে সাহায্য করুন।
সহমৌলিক সংখ্যা কাকে বলে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৯
এ এক অন্য আই বলেছেন: ধন্যবাদ, আপনাকে।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৬
আরণ্যক যাযাবর বলেছেন:
হ, মেহরাবের ব্যাখ্যাটা ঠিক আছে। তয়, উৎপাদক হিসেবে ১ বাদ গেছে।
কথাটা অন্যরকমভাবে বুঝাইতে পারেন।
প্রথমে উৎপাদক কী সেইটা বুঝাইবেন।
তারপরে সাধারণ উৎপাদক কী সেইটা বুঝাইবেন।
তারপরে কইবেন,
দুইটা সংখ্যার সাধারণ উৎপাদক এর মধ্যে একই জিনিষ থাকতে পারে, নাও পারে।
যখন ১ ছাড়া দুইটা সংখ্যার সাধারণ উৎপাদক থাকেনা, তখন তাদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা কয়।
উদাহরণ -
১২ আর ১৫
১২ এর উৎপাদক = ১, ২, ৩, ৪, ১২
১৫ এর উৎপাদক = ১, ৩, ৫, ১৫
সাধারণ উৎপাদক = ১, ৩
১২ আর ১৫ পরস্পর সহমৌলিক নয়।
____
১২ আর ১৯
১২ এর উৎপাদক = ১, ২, ৩, ৪, ১২
১৯ এর উৎপাদক = ১, ১৯
সাধারণ উৎপাদক = ১
১২ আর ১৯ পরস্পর সহমৌলিক।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০০
এ এক অন্য আই বলেছেন: ধন্যবাদ, আপনাকেও।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৮
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০২
এ এক অন্য আই বলেছেন: আপনাকেও ধন্যবাদ, আমি আসলে ইংলিশ টাম'টাই খুজছিলাম।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: যখন দু'টি সংখ্যার সাধারণ উৎপাদক থাকে না।
যেমন ৪ এর উৎপাদক ২,৪
৯ এর ৩,৯
কাজেই ৪ ও ৯ সহমৌলিক ।
যতদূর মনে হয় , এটাই ডেফিনেশন