নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার ভেতরে আছে সাহসী আগুন, চেতনায় টোকা দাও জাগাও ফাগুন

আমি আসলে খুবই অলস প্রকৃতির একজন মানুষ, কিন্ত মানুষকে সাহায্য করতে ভালবাসি ।

মোঃ আল জাহান

আমি স্বপ্ন দেখতে ভালবাসি

মোঃ আল জাহান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ব্যাংকে চাকরি পাইছি

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪৫

আমি বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার পদে নির্বাচিত হয়েছি । রেজাল্ট বের হয়েছে ১৯ জুলাই । ওয়েবসাইটে দেখলাম পুলিশ ভেরিফেকেশনের পর পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে । এই কার্যক্রম সম্পন্ন করতে কতদিন লাগবে ? এখনো আমার সাথে কোন যোগাযোগ হয়নি থানা থেকে । আরেকটা কথা আমি একটি প্রাইভেট ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে কর্মরত আছি । আমার জন্য কোনটা ভাল হবে ? বাংলাদেশ ব্যাংক নাকি ঐ ব্যাংক ?

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: মনে হয় বাংলাদেশ ব্যাংক। শুভেচ্ছা :)

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪৯

মোঃ আল জাহান বলেছেন: ধন্যবাদ

২| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:৫৩

িফল্ড মার্শাল বলেছেন: ভাই, ঈদের পরে মিষ্টি পাব তো ? খাটায়ে মারে ।

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:০১

মোঃ আল জাহান বলেছেন: সুযোগ সুবিধা কি আছে ? মিষ্টি পাবেন ইনশাআল্লাহ ।

৩| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:০১

তামিম ইবনে আমান বলেছেন:
পুলিশ ভেরিফিকেশন এর সময় অইগুলারে খুশি কইরা দিয়েন। নইলে ঝামেলা করবো

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:০৭

মোঃ আল জাহান বলেছেন: এইটা জানি । ভাই বাংলাদেশ ব্যাংকে সুযোগ সুবিধা কেমন ?

৪| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:১২

ফ্রিঞ্জ বলেছেন: অভিনন্দন! বাংলাদেশ ব্যাংক ই ভালো হবে! অনেক পাওয়ার! :D

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:১৫

মোঃ আল জাহান বলেছেন: সবাই তো তাই বলে । আপনাকে ধন্যবাদ ।

৫| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:২২

মিজভী বাপ্পা বলেছেন: অভিনন্দন আপনাকে B-)

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৫

মোঃ আল জাহান বলেছেন: Thanks

৬| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৬

বাঁধলেই বাঁধন বলেছেন: ... ঈদি দেবার জন্য আমার নতুন টাকা চাই। :) এখন কই পাই!! তবে আপনাকে অভিনন্দন।

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:১১

মোঃ আল জাহান বলেছেন: Thanks

৭| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৬

িফল্ড মার্শাল বলেছেন: সুযোগ সুবিধা আছে । আপনি কোন ডিপার্টমেন্টে জয়েন করবেন ??

৮| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৭

গ্রীনমাইল বলেছেন: ক্যাশ অফিসার হিসাবে ঢুকলে সারাজীবন ক্যাশেই কাম করা লাগবো।
প্রমশন কেমন হবে জানেন কিনা? যারা সহকারী পরিচালক হিসাবে ঢুকে তাদেরি নাকি ৭-৮ বছর লাগে ১টা প্রমোশন পেতে।

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:১৩

মোঃ আল জাহান বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

৯| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩০

ব্লগার মাজু বলেছেন:
আমার মনে হয় না প্রাইভেট ব্যংকের প্রবেশনারী অফিসার পদ ছেড়ে বাংলাদেশ ব্যংকের ক্যশ অফিসার পদে যাওয়া ঠিক হবে। এসিসটেন্ট ডিরেক্টর হলে অবশ্যই যেতে পারতেন! আমার জানামতে ক্যাশ অফিসার পদটি বাংলাদেশ ব্যংকের মূল যে কাজ, রেগুলেটরী অথরিটি হিসেবে, তার সাথে রিলেটেড না। সো ম্যক্রো লেভেলে বাংলাদেশ ব্যংকের যে কাজ সেটার চাইতে আপনি অনেক দূরে থাকবেন। ক্ষমতার ব্যপারটাও যদি চিন্তা করেন তাহলেও নেতিবাচক।(অবশ্য ক্ষমতা প্রদর্শন মূল বিষয় না!) এই পদে প্রমোশন নিয়েও অনেক ঝামেলা আছে, কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন নিশ্চয়ই।

অপরদিকে প্রাইভেট ব্যংকে প্রবেশনারি অফিসার থেকে আপনি একজন প্রিন্সপাল অফিসার হিসেবে কনফার্মড হবেন(ব্যংক ভেদে পার্থক্য আছে)। প্রবেশনারি অফিসার থেকে কাজ পেতে পারেন ক্রেডিট ডিভিশনে যা আপনার ক্যরিয়ারের জন্য ভালো। আর বেতনের ব্যপারটা তো বলাই বাহুল্য, তুলনীয় না!

সিদ্ধান্ত আপনার, তবে জয়েন করার আগে বিবির ক্যশ ডিপার্টমেন্টের সিনিয়র কারও সাথে কথা বলে নিতে পারেন। অথবা বিবি সম্পর্কে ভালো জানে তেমন কারো সাথে, ভালো হয় বিবিতে চাকরি করে এমন কারো সাথে যোগাযোগ করলে।

চাকরি পেয়েছেন তাই অভিনন্দন ! :)

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:১৭

মোঃ আল জাহান বলেছেন: মুল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ । আমি যে ব্যাংকে আছি প্রবেশনারি অফিসার হিসেবে এক বছর থাকার পর অফিসার হিসেবে কনফার্ম করবে । আর প্রাইভেট ব্যাংকে ভাই ডিপোজিটের প্রেসার থাকে । দেখি চিন্তাভাবনা করে । আপনাকে আবারো ধন্যবাদ ।

১০| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৬

জোবায়ের বলেছেন: ব্যাংকে প্রবেশনারি অফিসার আর ক্যাশ অফিসার পদের পার্থক্য আকাশ আর পাতাল। ভুলেও প্রবেশনারি অফিসারের পদ ছেড়ে ক্যাশ অফিসারের পদে যোগ দেবেন না সে যে ব্যাংকই হোক। আবার বলছি ভুলেও ক্যাশ অফিসার পদে যোগ দেবেন না।

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:১৮

মোঃ আল জাহান বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য

১১| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৭

িফল্ড মার্শাল বলেছেন: েজাবােয়র বলেছেন: ব্যাংকে প্রবেশনারি অফিসার আর ক্যাশ অফিসার পদের পার্থক্য আকাশ আর পাতাল। ভুলেও প্রবেশনারি অফিসারের পদ ছেড়ে ক্যাশ অফিসারের পদে যোগ দেবেন না সে যে ব্যাংকই হোক। আবার বলছি ভুলেও ক্যাশ অফিসার পদে যোগ দেবেন না।

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:২০

মোঃ আল জাহান বলেছেন: ধন্যবাদ

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:২৩

মোঃ আল জাহান বলেছেন: ধন্যবাদ

১২| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:০১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: িফল্ড মার্শাল বলেছেন: েজাবােয়র বলেছেন: ব্যাংকে প্রবেশনারি অফিসার আর ক্যাশ অফিসার পদের পার্থক্য আকাশ আর পাতাল। ভুলেও প্রবেশনারি অফিসারের পদ ছেড়ে ক্যাশ অফিসারের পদে যোগ দেবেন না সে যে ব্যাংকই হোক। আবার বলছি ভুলেও ক্যাশ অফিসার পদে যোগ দেবেন না।

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:২৪

মোঃ আল জাহান বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য

১৩| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:১৭

এবিডি বলেছেন: চিন্তা করেন ১০ বছর পর আপনি কেমন থাকবেন। আমার মতে private bank ই ভাল হবে

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:২৫

মোঃ আল জাহান বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য

১৪| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৫

হাসান৭৭৭ বলেছেন: not cash...private bank p.o is 100 times better than BB cash officer.

১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:২৬

মোঃ আল জাহান বলেছেন: Thanks for your suggestion

১৫| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৫৫

পেন্সিল স্কেচ বলেছেন: ভাইয়া অভিনন্দন । মিষ্টি কই :প ? আমি মনে করি বাংলাদেশ ব্যাংক টায় ভাল হবে

১৬| ১৯ শে আগস্ট, ২০১২ ভোর ৫:৪৪

রাজীব বলেছেন: এক জামানায় মানুষ ভাবত সরকারী চাকুরী ভালো। তার কিছুটা রেশ এখনো আমাদের মাঝে রয়ে গেছে।
একবার ভাবুন তো আপনি এখন যে বেতন পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক-এ তার চার ভাগের এক ভাগ পাবেন কি?

একটা সময়ে বেতনের পরিমান খুব ইমপর্টেন্ট হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.