![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্গ নাবিক
ক্লাশে বসে আছি। কিন্তু কোন টিচার নাই। অলসতা ঘিরে ধরল চারদিক থেকে। ঘুম ঘুম ভাব তাই ঘুমের স্বভাব। কখন যে টেবিলের উপর মাথা রেখে ব্যাগ টাকে বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়লাম তা টেরি পেলাম না। হারিয়ে গেলাম কোন এক অজানা রাজ্য।আর সেই রাজ্যর রাজাও আমি। একসময় ক্লাশে তীব্র চেঁচামেচির শব্দে স্বপ্ন থেকে ছিটকে পরলাম। ঘুমের ঘোর তখন ও কাটেনি। ক্লাশের জানালা দিয়ে দেখলাম বাহিরে অঝরে বৃষ্টি হচ্ছে। মনে মনে অনেকটা স্বস্তি বোধ করলাম এই ভেবে যে যা হোক প্রকৃতি একটু হলেও শীতল হবে। কিন্তু এ যে বিধি বাম, অদুর ভবিষ্যৎ এ হয়ত আমাদের দেশ মরুভুমিতে পরিনত হবে। তাই বলে কি মরুভুমির মরিচিকা এখন থেকেই দেখা শুরু হবে। ছাদের ট্যাংকের পানি পডা দেখে মনে হল বৃষ্টি হচ্ছে। স্বপ্নের মত আমি যেন বাস্তবতা থেকেও ছিটকে পরলাম।
২| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১২
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: আহারেএএএ
২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৪
রান০০০ বলেছেন: সমবেদনা জানার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২
আজীব ০০৭ বলেছেন: ছাদের ট্যাংকের পানি পডা দেখে মনে হল বৃষ্টি হচ্ছে। স্বপ্নের মত আমি যেন বাস্তবতা থেকেও ছিটকে পরলাম।
............।