![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্গ নাবিক
হিমালয়ের পথে হাঠছিলাম।
লক্ষ্য একটাই পাডি দেব এই পথ।
থামব না কোথাও।
আসলে আসুক শত বাধা,
কিংবা তুষার ঝড।
করি না কোন কিছুর ভয়,
মনে আছে দৃঢ প্রত্যয়।
শত বছরের পথ হাঠছি
পাশে নেই কেউ।
চলতে চলতে যদি কোথাও পডেও যাই,
উঠে দাডাবার ক্ষমতা নেই।
হাঠছি আর হাঠছি একা একা,
একসময় ছায়াও করে দিল মোরে পর,
নিস্বঃগ আমি হয়ে গেলাম
একেবারে নিথর।
----ইব্রাহীম
©somewhere in net ltd.