![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্গ নাবিক
ছোট বেলার অনেক কথাই মনে থাকে না ।
যেমন মায়ের পেট থেকে সদ্য জন্ম নেয়া শিশু
কিন্তু বলতে পারবেনা তার সাথে তখন
কি হয়েছিল তারপর আস্তে আস্তে যখন বড হয়
তখন সে অনেক কিছু বুঝতে শিখে। সব কথা হয়ত
মনে থাকে না। কিন্তু কিছু কিছু
স্মৃতি থাকে যা আজীবন মনে দাগ
কেটে থাকে। এখন
তো মোটামুটি বুঝতে শিখেছি, যখন কোন
ছোট শিশুকে খেলতে দেখি। তখন নিজের
ছোটবেলার কথা মনে পডে যায়। অনেকেই
অনেক কথা বলে, কিন্তু একটি বিষয়ে সবাই
একমত যে সবাই তার নিজের
ফেলে আসা দিনগুলিকে খুব মিস করে। হোক
সেগুলি দঃখের কিংবা সুঃখের। একসময়
ছিল যখন কোথাও গেলে কারো হাত
না ধরলে যেতে ভয় লাগতো। মনে হত কেউ
পাশে না
থাকলে আমি বোধহয়
হারিয়ে যাবে অজানা কোথাও। এখন আর
অবশ্য তা মনে হয়না। কিন্তু
হারিয়ে যাওয়া সোনালী দিন গুলোর
কথা ভুলতে পারি না।
©somewhere in net ltd.