![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্গ নাবিক
কেউ আমারে মাইরালা। একি দেখ্লাম আমি ।দিনে দুপুরে ব্যাঙের বিয়ে। একবিংশ শতাব্দির এই পর্যায়ে এসে এমন কিছু একটা শুনতে হবে তা ভেবেই অবাক হচ্ছি। এই অঘটন টা ঘটে চলেছে আমদেরি দেশে। হয়ত নিজের মুর্খতার কারনেই জানা ছিল না ।অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঘটা করেই বিয়ে টা হয়েছে। কান্ডটা দেখে কয়েকটা অর্থহিন প্রশ্ন তাডা করছিল। সেগুলো এই রকম যে মানুষের একটা আদি বদ অভ্যাস আছে। জোর করে বিয়ে দেওয়া। সেটা যে মানুষকে অতিক্রম করে পশুপাখির উপর গিয়ে পডবে তা কে জানত। যাক মুল কথায় আসি, আমি আবার বেশি কথা বলি। বিয়ের কারন টা শুনে তো আমার আক্কেল গুডুম। বৃষ্টির জন্য নাকি এই বিয়ে। কোথাও কোথাও নাকি বৃষ্টির দেখা মিলেছে। আমার ইচ্ছা হচ্ছে একটা বিয়ে দিতে। কিন্তু যা অকাল পডছে ব্যাঙ পাওয়াই তো মুশকিল। শেষ কবে ব্যাঙ দেখছি এই মুহুর্তে তাও মনে করতে পারছি না। এখন অপেক্ষায় আছি আরো কত কি দেখার, শোনার,এবং জানার।
©somewhere in net ltd.