নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নফাঁস X( X( :-*

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৮



বাবাঃ বাবা, তুমি এই দুই বছর কি করেছ কি করোনাই নাই তার হিসেব আমরা নিব না। তুমি পড়তে বসছিলা কিনা, ক্লাস ঠিক মতো করেছ কিনা, কুচিং কয়দিন ফাঁকি দিয়েছিলা কোন প্রশ্নই তোমাকে করা হবেনা। ঠিক আছে?

ছেলেঃ আচ্ছা বাবা।

বাবাঃ তুমি যদি ভালো রেজাল্ট করে দেখাতে পারো তাহলে তোমাকে পুরুস্ক্রিত করা হবে।

ছেলেঃ সত্যি বাবা? (মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে কথা। সবসময় এটাই ধরে নেয় যে বাবারা মিথ্যা আশ্বাস দেয়, কখনো তা পূরণ করেনা)

বাবাঃ হ্যাঁ, সত্যি। তোমাকে একটা এন্ড্রয়েড সেট গিফট করব। ভালো ফলাফল করতে পারলে।

ছেলেঃ বাবা তুমি আমাকে এখন একটা এন্ড্রয়েড সেট গিফট দাও। আমি তোমাকে ১৩ সাবজেক্টেই এ+ এনে দিব।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: হুম।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৪৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ দাদা।

২| ২৭ শে মে, ২০১৮ সকাল ৮:২৬

মৌরি হক দোলা বলেছেন: ঠিকই আছে। এই অ্যান্ড্রয়েড ফোনেই তো কি কি না কি ................... X(( X((

২৭ শে মে, ২০১৮ সকাল ৮:৪২

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।

এই অ্যান্ড্রয়েড ফোনেই তো কি কি না কি ...................

ওসব বলতে নেই। চারদিকে যেভাবে ক্রসফায়ার শুরু হয়ে গেছে এর মধ্যে সাধারণ মানুষ যে কত আছে তার ইয়ত্তা নেই। গত রাতেই আমার পাশের এলাকা থেকে ১৫০ জনকে ধরে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদক এর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে। :-&

৩| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৩২

মৌরি হক দোলা বলেছেন: হায় রে......আমি আবার এমন কি বললাম!!! আমাকে আবার ক্রসফায়ার করতে যাবে কেন ???

কিছু বুঝতে পারলাম না, ভাইয়া....

২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:০০

ইব্‌রাহীম আই কে বলেছেন: একটু ইন্ডিরেক্টলি কিছু বুঝিয়ে ছিলাম যাই হোক এখন বলেই দেইঃ

এই অ্যান্ড্রয়েড ফোনেই তো কি কি না কি ...................
এ কথার পড়ে কিন্তু সাধারণত প্রশ্নফাঁসের কথাই আসে। প্রশ্নফাঁস মানে রাষ্ট্রের অদক্ষতার প্রমান।

যেরকমটা শোনা যাচ্ছে, ক্রসফায়ারে সাধারণ মানুষও মারা যাচ্ছে। আবার কিছু ক্ষমতাসীন ব্যাক্তি একজন আর একজনের বিরুদ্ধে মাদক চালানের অভিযোগ দায়ের করে তাকে ফাঁসিয়ে নিজের স্বার্থ হাসিল করতেছে। এবং আমাদের এলাকায় যে অভিযানটি চালানো হয়েছিলো মাদক চালানকারিদের সাথে কিছু সাধারণ মানুষ ও ছিল। এই সাধারণ মানুষগুলোর নাম বেশীরভাগ ক্ষেত্রেই গোপনীয় ভাবে পুলিশদের কাছে দেওয়া হয়েছে, যাতে তাকে জেলে পাঠালে নিজের কিছুটা স্বার্থ হাসিল করার উপায়টা সহজ হয়ে যায়। (১৫০+ এর মধ্যে সবাইকেই কিন্তু পুলিশ উপস্থিত মাদক সহ ধরেনি, নাম সংগ্রহ করে ধরেছে।)

মাদকের ব্যাপারটা যেমন রাষ্ট্রের জন্য অবমাননাকর, তেমনি প্রশ্নফাঁসের ব্যাপারটাও রাষ্ট্রের জন্য অবমাননাকর। সো যারা এইসব ব্যাপার (প্রশ্নফাঁস) নিয়ে কথা বলে (যেহেতু অটোম্যাটিকেলি আপনার লেখার পরবর্তী শব্দটা প্রশ্নফাঁসকেই প্রতিনিধিত্ব করে) বা লেখে তাদের বিরুদ্ধেতো সরকার পদক্ষেপ (ক্রসফায়ার) নিবেই।

জানিনা বুঝাইতে পারলাম কিনা!!!

৪| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:২৪

মৌরি হক দোলা বলেছেন: জ্বি, বুঝাইতে পারলেন এবং অামিও বুঝলাম।

আসলে সত্যি কথা বললেই যত সমস্যা।

২৮ শে মে, ২০১৮ রাত ১:৫৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: জ্বি দিদি সেটাই। বাংলাদেশে সব কিছুর স্থান একমাত্র সৎ ও সত্য বলা লোকদের ছাড়া।

৫| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: এই প্রশ্নফাঁসের কুফল জাতি ইতোমধ্যে পেতে শুরু করেছে এবং পরে আর পাবে। এবারে আবার তার সাথে যোগ হলো এইচএসসি'র মত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অটো প্রমোশন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.