নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

ব্যাচেলর লাইফের একটি অভিজ্ঞতা!

২০ শে মে, ২০১৮ ভোর ৫:০৯

রোজা রমজান মাস চোর কি একটু ও সংযম করা শিখবেনা!!!

রমজান মাস তাও আবার ফজরের নামাজ! নামাজ শেষ করে বের হওয়ার সময় দেখি জুতার বক্সে সবার জুতাই আছে শুধু আমারটা ছাড়া। চোর কি আজ সেহেরি খাওয়ার জন্য উঠছিলো না নামাজের সময় এসে একজোড় জুতা নিয়ে ভো-দৌড় দেওয়ার জন্য আসছিলো ব্যপারটা ভাবতেছিলাম আার মেজাজ চড়ে যাচ্ছিলো। সংযমের মাস শিক্ষাটা এখনোই নিতে হবে তাই নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। একটা পর্যায়ে সব কিছু মেনে নিয়ে বাসায় চলে আাসার জন্য খালি পায়েই বের হয়ে গেলাম। বাসায় এসে চক্ষু চড়কগাছ। আরে জুতোতো আমার আগেই বাসায় হেটে হেটে পৌছে গেছে।

তদন্তের ফলাফল --< পরিশিষ্ট: (একজনের জবানবন্দী। নাম বলা যাবে না, নাম বললে মিল বন্ধ হইয়া যাইব।) আচ্ছা মসজিদে যাওয়ার সময় আমি যদি এই জুতাজোড়া পরে না যাই তাহলে আমি যেগুলো পরে গেছিলাম সেগুলো কই?!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ রাত ৯:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: B-) আগেই ধইরা ফেলছিলাম।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: হেহেহেহে

ধরতে পারার জন্য ধন্যবাদ। আর সেটা মন্তব্য করে জানানোর জন্যও।

২| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৫

শামচুল হক বলেছেন: হে হে হে মজার ঘটনা।

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: ব্যাচেলর জীবনে এমন অনেক অনেক ঘটনাই ঘটে থাকে যারা ব্যাচেলর না থাকে তারা অনেক অভিজ্ঞতা থেকেই বঞ্চিত হয়। আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ও শেয়ার করবেন সময় পেলে।

৩| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের বেশির ভাগ মেসের অবস্থা খুব করুন। তাদের খুব কষ্ট। নিজের চোখে দেখেছি।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:৩১

ইব্‌রাহীম আই কে বলেছেন: ঢাকা শহরের মানুষগুলো বিশেষ করে বাড়িওয়ালারা ব্যাচেলরদেরকে মানুষই মনে করেনা। উনাদের বাসা মনে হয় প্রকৃতিগতভাবেই ব্যাচেলরদের জন্য নিষিদ্ধ। যার জন্য টিন-শেড, শত বছরের পুরাতন বাড়ি, বস্তি ছাদের কর্নারের একটা রোম ব্যাচেলরদের শেষ ভরসা। কিন্তু দেখেনঃ মেয়ে বিয়ে দেওয়ার জন্য তখন সেই ব্যাচেলর ছেলেই খুজে বেড়ায়।

৪| ২৭ শে মে, ২০১৮ সকাল ৮:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর। ভা‌লো লে‌গে‌ছে।

২৭ শে মে, ২০১৮ সকাল ৮:২০

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।

ধন্যবাদ সাজ্জাদ ভাই। পড়ে মন্তব্য করার জন্য।

৫| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বিষয়।

শুভ ব্লগিং।

২৮ শে মে, ২০১৮ রাত ১:৪৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ দাদা।

৬| ০১ লা জুন, ২০১৮ সকাল ১১:২২

মাহের ইসলাম বলেছেন:
কেমন যেন, ধাঁধা মনে হচ্ছে ?

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:২০

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

দাদা ধাঁধাটার সমাধান বের করে ফেলেন দেখি। :P

বিঃদ্রঃ পরিশিষ্টে কিভাবে এমনটা ঘটেছিল এর একটা বর্ণনা দেওয়া হয়েছে, একজনের ভুল বুঝাবুঝি হয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.