নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

তোমাকে

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৫

আমি আড়াল করে রাখতে চাই
তোমাকে, তোমার ঐ মায়াবী চোখদুটোকে;
হিংস্রতায় ভরা সমাজ দেখে
যাতে তুমি ব্যথিত না হও!

আমি লুকিয়ে রাখতে চাই
তোমাকে, তোমার ঐ আবেগী হৃদয়টাকে;
আর্তমানবতার চিৎকার শুনে
যাতে তুমি কষ্ট না পাও!

আমি সাবধান করে দিতে চাই
তোমাকে, সদ্য যৌবনে পা দেওয়া তোমার ঐ দেহটাকে;
গোধূলির আলোতে এক চিলতে হাসির মাঝে
যাতে নিজেকে অপরাধী না বানাও!

আমি আড়াল করে রাখতে চাই
আমাকে, আমার ভালোবাসাকে;
কখনো আমার ভালোবাসার অভাব বুঝতে পেরে
যাতে অগোচরে তোমার চোখদুটো জ্বলে সিক্ত না হয়!!

২৯/০৬/১৮

কবিতা লেখার একটা ব্যর্থ চেষ্টা।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৭

সূচরিতা সেন বলেছেন: কবিতা মন ছুঁয়ে গেল ভাই।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: প্রথম একটা কবিতা লেখার জন্য চেষ্টা করেছিলাম, যদিও কবিতা লেখা আমার জন্য নয় ( আমি পারিনা।) আপনার উৎসাহমূলক মন্তব্য সামনে লেখার জন্য অনুপ্রাণিত করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, দিদি।

২| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৮

চাঁদগাজী বলেছেন:


বাস্তব পৃথিবীকে জানতে হবে, আড়াল করা ঠিক হবে না।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ২:১৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: সেটা না হয় পারফেক্ট কম্বিনেশন হলেই কেবল প্রকাশ করব।

আপাতত সব কিছু আড়াল করেই রাখি। কে জানে কোন দিক থেকে না কতজন ক্যামেরা নিয়ে প্রস্তুত হয়ে আছে জাস্ট একটা ক্লিক করার সঠিক সময়ের অপেক্ষায়।

৩| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: ভালো লাগল কবিটাটি।

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪২

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ দাদা।

৪| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

পিয়াস রায়হান বলেছেন: ভালোবাসা সবসময় আড়াল করে রাখতে চায়, ভালবাসার মানুষকে মুক্ত হতে দিতে চাই না- এটা সব ধরনের ভালবাসার ক্ষেত্রেই হয়ে থাকে। কিন্তু কেন জানি মনে হয় এটা ঠিক না, এটা বিকাশের পথে অন্তরায়। আমাদের এই ভাবনা থেকে বেরিয়ে আসা উচিৎ।
তবে যা লিখেছেন, সেটাই মানুষের মনের কথা। সুন্দর লিখেছেন।

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: "ভালোবাসাটা বসময় আড়াল করে রাখতে চায়, ভালবাসার মানুষকে মুক্ত হতে দিতে চাই না-"
সত্যিকারের ভালবাসতে পারাটা যতটা না সাধনার ব্যপার তার থেকেও বেশি কষ্টকর ব্যপার হল ভালবাসাটাকে প্রকাশ করতে পারাটা। অধিকাংশ সময়ে ভালবাসার মানুষটি হারিয়ে যায় শুধুমাত্র সঠিক সময়ে ভালবাসাটা প্রকাশ করা যায়না বলে। যদিও এটা আমাদের উচিত নয়।

সুন্দর বলেছেন। ধন্যবাদ আপনাকে।

৫| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১:৩০

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ কাইকর ভাই।

৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় প্লাস!

২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:০৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ আপনাকে। উৎসাহ প্রদান করার জন্য।

৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:০০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: সুন্দর কবিতা, আরো অভিমান বুকে জমান তাহলে আরো ভালো কবিতা লিখতে পারবেন

২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:১২

ইব্‌রাহীম আই কে বলেছেন: আরো অভিমান বুকে জমান তাহলে আরো ভালো কবিতা লিখতে পারবেন

থাক অন্তত এই ব্যপারটায় অভিমান না জমানোই ভাল। এমনিতেই যা আছে সেগুলো বহন করাটাই কষ্টকর!

তবে এটা চিরায়ত সত্য কথা অভিমানি না হলে ভাল মানের কবিতা আসেনা।
ধন্যবাদ আপনাকে সাথে স্বাগতম আমার ব্লগে।

৮| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২১

এ.এস বাশার বলেছেন: কবিতায় ভাল লাগা জানবেন......

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: শুনে আনন্দিত হলাম। ধন্যবাদ গ্রহণ করবেন।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ কে বলেছে আপনি কবিতা লিখতে জানেন না। আপনার তো কবিতা লেখায় পাকাহাত।।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। এটাই আমার লেখা প্রথম কবিতা ছিল।

এখন থেকে তাহলে মাঝে মাঝে একটু কবিতা লেখার জন্য চেষ্টা করব।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম। মনে রস থাকলে কবিতা আসবেই। আর সেই রস যেকোন সময় আসতে পারে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমি তো জানতাম (সবাই বলত) প্রেমে ছেঁকা খেলে কবিতা আসে।

যদিও এখন মনে হয়ঃ অনুভূতি, আবেগ, ভালোবাসা আর কল্পনা শক্তির প্রখরতা থাকলে কবিতা আসে।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫

আরোগ্য বলেছেন: অনেক দিন পর একটি কবিতা এত ভাল লাগলো। গভীরতা অাছে বস।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনার অনেক ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।

গভীরতা অাছে বস।

উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.