নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রগ্রহণ দেখুন সরাসরি। সাময়িক পোস্ট।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:০৬

~শতাব্দীর সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণে চাদের উপর লাল আভা দেখার জন্য এটাকে বলা হচ্ছে Blood Moon [রক্তাভ চাঁদ] । এই শতকে, একবিংশ শতাব্দীতে এমন চন্দ্রগ্রহণ আর একবার ও হবে না। সুতরাং এটাকে সরাসরি দেখা থেকে নিজেকে বিরত রাখবেন না। সম্ভবত এটা ১ ঘণ্টা ৪৩ মিনিট স্থায়ী হবার কথা, আর বাংলাদেশ থেকে ১ ঘণ্টা ০০ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণটা দেখা যেতে পারে।

~নাসার ক্যামেরায় সরাসরি চন্দ্রগ্রহণ দেখতে ক্লিক করুন," নাসার ক্যামেরায় সরাসরি চন্দ্রগ্রহণ

~নাসার সৌজন্যে আরো একটি ভিডিও, " Longest eclipse of this century

~এই চন্দ্রগ্রহণের ব্যাপারে একটু ধারনা নিতে দেখতে পারেন এই ভিডিওটি, কেন এবারের চন্দ্রগ্রহণটা লাল আভার হচ্ছে, এবং এবারের চন্দ্রগ্রহণ এর পিছনের কিছু বৈজ্ঞানিক কারন।

~বাংলাদেশ থেকে সম্ভবত রাত ২টা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাওয়ার কথা ছিল, যদি আকাশ পরিষ্কার থাকত। কিন্তু আকাশ খুব মেঘলা। তাই খালি চোখে এতক্ষণ অপেক্ষা করার পর এখন নাসার সৌজন্যেই চন্দ্রগ্রহণ দেখতেছি। আপনারাও নিজেদের স্থান থেকে দেখতে থাকুন। আর ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩১

অক্পটে বলেছেন: চমৎকার লিখেছেন। ধারণা পেলাম এবং দেখতে উৎসাহিত হলাম।

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ আপনাকে।

২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



ধন্যবাদ, ইবরাহীম ভাই, আপনার দেওয়া লিংকে লাইভ দেখলাম........++++

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

ইব্‌রাহীম আই কে বলেছেন: যাক তাহলে পোস্টটা করে সার্থক হল। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৮:১০

সোহানী বলেছেন: গত উইকে বারান্দায় হঠাৎই লাল চাঁদটাকে দেখে অবাক হলাম.... তারপর নেটে ঘাটাঘাটি করে জানলাম ব্লাড মুন। যাইহোক আমাদের এখানে পূর্ণচন্দ্রগ্রহন দেখা না গেলেও আংশিক দেখা গেছে। তবে চাঁদ যে এতোটা লাল হয় আমি আগে কখনই দেখিনি। অসাধারন।

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: গতকালকেল এই হিস্টোরিকেল মুহূর্তটাকে সরাসরি দেখা থেকে বঞ্চিত হলাম। আকাশ খুব মেঘলা ছিল। শেষ ভরসা ছিল নাসার লাইভ স্ট্রিমিং।

"পূর্ণচন্দ্রগ্রহন দেখা না গেলেও আংশিক দেখা গেছে," সরাসরি দেখতে পারছেন শুনে ভাল লাগলো।

৪| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২৪

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: এখানে লুনার এক্লিপ্সটা দেখা যায়নি I কিন্তু মাত্রই এক পাহাড়ের ওপর থেকে আরেক পাহাড়ের পাইন বনের ওপরে ওঠা রেড মুনটা দেখলাম I পাহাড়ের ওপর রেডমুনটা অবশ্য ভালোই লাগলো দেখতে I তবে লুনার ফটোগ্রাফিটা অবশ্য ততো ভালো হলোনা আইফোন সিক্স প্লাস থেকে I

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনি কোথায় থাকেন জানতে পারলে ভাল হত। যেই সুন্দর করে পাহাড়ের বর্ণনা দিয়েছেন।

আপনার তোলা ফটোগ্রাফি টা আমাদের সাথে শেয়ার করুন।

৫| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: চন্দ্র গ্রহন দেখে আমার কি উপকার হইবে?

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:২০

ইব্‌রাহীম আই কে বলেছেন: কি উপকার হইবে?
কি উপকার হইবে?, এটা ঠিক বলতে পারবোনা। তবে এটা একটা হিস্টোরিকেল ঘটনা, যেটা ২১০০ সালের মধ্যে আর ঘটবেনা। আর প্রকৃতি বিজ্ঞানীদের কাছে, মহাকাশ গবেষকদের কাছে এর আলাদা একটা তাৎপর্য আছে, তাছাড়া আমাদের চারপার্শ্বে কখন কি ঘটতেছে এটা সম্পর্কে আমাদের অবগত থাকার কারণ বশত আমাদেরকে এসব ব্যপার জানতে হবে। এই আর কি......

৬| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৩

ফেনা বলেছেন: আসলে মহাকাশে কি ঘটছে???

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না?

৭| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৩

ফেনা বলেছেন: আসলে মহাকাশে কি ঘটছে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.