নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহতঃ এর দায়ভার কার!?

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০


রাজধানীর কুর্মিটোলায় দুই চালকের প্রতিযোগিতায় বাসচাপায় প্রাণ হারিয়েছেন তিন কলেজ শিক্ষার্থী। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনার পর সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

এসময় তিনি বলেন, দূর্ঘটনার সাথে জড়িত শ্রমিকরা দোষী বলে প্রমাণিত হলে তাদের শাস্তি দেয়া হবে। তবে সাম্প্রতিক একাধিক সড়ক দুর্ঘটনা ও তাতে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে সাংবাদিকরা আরও প্রশ্ন করলে মন্ত্রী সেগুলো এড়িয়ে দ্রুত সভাকক্ষ ত্যাগ করেন।

তার আগে শাজাহান খান বলেন, নর্থ সাউথের শিক্ষার্থী হত্যার অভিযোগ উঠা হানিফ পরিবহণের শ্রমিকদের বিরুদ্ধেও প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের তিন শিক্ষার্থী নিহত হন। দুপুর ১টার দিকে উত্তরাগামী জাবালে নূর পরিবহনের একটি বাস মিরপুর ফ্লাইওভার থেকে নেমে অন্য আরেকটি বাসের সাথে পাল্লা দিলে কুর্মিটোলা এমন দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই নিহত হন দুই শিক্ষার্থী। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতাল নেয়া হলে মারা যান আরেক শিক্ষার্থী। নিহত তিনজনই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ফ্লাইওভার থেকে নামার পর উত্তরাগামী আরেকটি বাসের সাথে প্রতিযোগিতায় পাল্লা দেয় জাবালে নূর বাসটি। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থীরা। বেপরোয়া গতির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর তুলে দেন চালক। ঘটনার পরপরই আশপাশের এলাকায় গাড়ি ভাঙচুর করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

তথ্যসূত্রঃ যমুনা টিভি। বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত: সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন মন্ত্রী



~আর কত প্রান গেলে আমাদের বোধোদয় জাগ্রত হবে? আর কত নিষ্পাপ মানুষ মারা গেলে ঐসব জানোয়ারদের হুঁশ ফিরে আসবে। আর কত প্রাণ গেলে আমাদের কর্তৃপক্ষের টনক নড়বে? আর কত? আর কত?


~গত কিছুদিন আগেই কিন্তু পায়েল হত্যাকাণ্ডের মুখোশ উন্মোচিত হয়েছিল পুলিশের তদন্তে। কিন্তু এর সঠিক বিচার হয়নি। বিচারহীনতার বদৌলতেই একমাত্র প্রতিনিয়ত এইসব নারকীয় হত্যাযজ্ঞ ঘটছে।

~এর সকল দায়ভার আমাদের প্রশাসনকেই নিতে হবে। আমাদের কর্তৃপক্ষই এই সকল হত্যাকাণ্ডের প্রথম এবং প্রধান আসামী।

~আপডেটঃ বিচার হবে কিভাবে? উনারা সবাই ভাই-ব্রাদার। আমরা শুধু শুধু আমাদের মুখ খারাপ করছি! আর স্বজনপ্রীতির দেশে ভাইয়ের বিচার ভাইয়ের কাছে চাচ্ছি!!! শিক্ষার্থীদের চাপা দেওয়া গাড়ি কোম্পানির মালিক নৌমন্ত্রীর শ্যালক!

মন্তব্য ৫৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৬

ব্লু হোয়েল বলেছেন: দায়ভারটা ডঃ হাছান মাহমুদ স্যার ভাল বলতে পারেন ।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: আরো বড় সমস্যাতো এখানে, বলতে পারবে কিন্তু বলবেনা। যদিনা ঘুরেফিরে কোনভাবে নিজের উপর এর ফলাফল এসে যায়।

আর একটা কথাঃ মন্ত্রী শাজাহান খান স্যার এর কথা আর কি বা বলব, উনার কোম্পানির বাস (এনা) এর মত হিংস্র গতিতে চলা বাস খুব কম এ দেখছি। নিজের মালিকানাধীন ব্যবস্থার নিয়ন্ত্রণ করতে না পারলে অন্যের গুলো আর কি বলবে!

২| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: প্রচন্ড মন খারাপ হয়েছে নিউজ টা পড়ে।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: কি আর বলব দাদা, দিন দিন এসবে অভ্যস্থ হয়ে পরতেছি !

৩| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

পদ্মপুকুর বলেছেন: লিখে রাখেন, এদের কিছুই হবে না। যখন মন্ত্রী বলেন যে গরু ছাগল চিনতে পারলেই গাড়ি চালনার লাইসেন্স দেওয়া হবে, তখন আর কিই বা বলার থাকে...
এই দেশে আমরা যারা সাধারণ মানুষ, তারাই অপরাধী, ওই 'মাইয়া বা পোলা' না।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২১

ইব্‌রাহীম আই কে বলেছেন: এই দেশে আমরা যারা সাধারণ মানুষ, তারাই অপরাধী

আসলে সকল দোষ আমাদেরই। কর্তৃপক্ষের এত গাফিলতির পরও আমরা কেন উনাদের উপর আস্থা রাখছি?!

৪| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২০

কাওসার চৌধুরী বলেছেন:



একজন পরিবহন চাঁদাবাজ, আর পরিবহন গুন্ডা যখন মিনিস্টার হয় তখন এর চেয়ে ভাল সার্ভিস আশা করাটা বাড়াবাড়ি; এখন মিনিস্টার হতে শিক্ষা আর আদর্শ লাগে না; লাগে পেশী আর ম্যাডামকে খুশি করার চাটুকারী কৌশল।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: একজন পরিবহন চাঁদাবাজ, আর পরিবহন গুন্ডা যখন মিনিস্টার হয়

দাদা এভাবে বলতে নেই। ক্ষমতায় কিন্তু এখনো উনারাই আছে!
এমনি ব্লগার শব্দটা জাতীর কাছে নেগেটিভ অর্থ বহন করে, এর মধ্যে বিন্দুমাত্র দোষ পেলেই হয়েছে।

তখন কিন্তু ৫৭ ধারার আইনের প্রয়োগ ঠিকই হবে!!!

৫| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯

সাইন বোর্ড বলেছেন: খুব মর্মান্তিক ঘটনা !

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: এসব ভুলা যায়না!!

৬| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

করুণাধারা বলেছেন: তিন নম্বর মন্তব্যের সাথে সহমত পোষণ করছি। আসলে কিছুই হবে না, শুধু কিছু মায়ের বুক খালি হবে।

শাজাহান খানের এখনো সন্দেহ আছে নর্থ সাউথের ছাত্রটিকে হানিফ পরিবহনের কর্মীরা হত্যা করেছে বলে!!!
ছেলেটা বাসে বসে ছিল, ওর লাশ পাওয়া গেল নদীতে। কে নিয়ে গেলো নদীতে?

এসবের কোনো প্রতিকার হবে না। বড় হতাশ লাগে।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২

ইব্‌রাহীম আই কে বলেছেন: আসলে এসবে উনার কোন দোষ নেই,
মানবিকতাবোধ আর দায়িত্বজ্ঞানহীনতার অবক্ষয় হলে যা হয়!!!

৭| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০২

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: কবে শাস্তি হবে এই জানোয়ারদের, কবে শেষ :( হবে এইসব :(

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১২

ইব্‌রাহীম আই কে বলেছেন: কবে শাস্তি হবে এই জানোয়ারদের, কবে শেষ :( হবে এইসব :(

কবে শাস্তি হবে তা জানিনা, তবে এটা ভাল করেই জানি আজ কে বিকেলে উরা এরেস্ট হয়ে রাতে ছাড়া পেয়ে আগামি দিন সূর্য উদয় এর সাথে সাথে আবার বাস নিয়ে রাস্তায় নেমে পরবে আরেকটা ধ্বংসযজ্ঞ চালানোর জন্য!

৮| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩

নীলপরি বলেছেন: মর্মান্তিক । দায় নেওয়ার মানুষ কোথায় ?

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: গদিতে বসার সময় বাড়াতে ব্যস্ত আছেন উনারা, দায় নেওয়ার সময় কি আর মিলবে উনাদের!

৯| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯

ভ্রমরের ডানা বলেছেন:


pathetic

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: একদম!!!

১০| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

ঢাবিয়ান বলেছেন: বাস ড্রাইভারদের সম্পর্কে যেটা শুনলাম সেটা হচ্ছে,একজন ড্রাইভার দিনে সতের/ আঠারো ঘন্টা বাস চালায়।বেশীরভাগ সময় মাতাল অবস্থায় গাড়ি চালায় । অনেক সময় ঘুমন্ত অবস্থাও চালায়।

২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: এই কথাটা একদম সত্য। আমাদের কলেজের এক ভাইকে বাসের স্টাফরা মিলে উদের কাউন্টারে নিয়ে মারার পর আমরা পরের দিন ওদের বাস আটকিয়ে থানায় নিয়ে আসি। তারপর থানার লোকদের মাধ্যমে উদেরকে ১ ঘণ্টার মধ্যে হাজির করাই। এর মধ্যে দুইজন পুলিশ ডেস্কের সামনে বসেও মাতলামি করছিল। এতটাই নেশা উরা করেছিল।

আর সবসময় এমনটাই করে, রাস্তায় ওদের গাড়ি চালানো দেখলে বুঝা যায়।

১১| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

হাঙ্গামা বলেছেন: আমাদের ছাত্র সমাজ এখন মোবাইল আর গার্লফ্রেন্ড নিয়া চিপাচুপায় যাইতে ব্যস্ত।
তারা গাড়ি ও ভাংতে জানে না, ড্রাইভার হেল্পার পিটাইতে জানে না। তারা এখন "চিকেন সমাজ"।
এরকম একটা ঘটনার পরে মাত্র নাকি ২ ঘন্টা রাস্তা বন্ধ ছিলো......
আরে ব্যাটা বিচার করতে হবে নগদ, কিসের বালের আইন আদালত আর মামলা ?
জাবালে নুর, আবালে নুর, প্রজাপতি, তেলাপোকা, মাকড়শা সব বাস থেকে ড্রাইভারগুলারে রাস্তায় নামায়া পিটাইতে পিটাইতে ল্যাংটা করে ফেলা দরকার ছিলো।
তখন দেখা যাইতো কোনখানকার কোন মন্ত্রী আইসা তাদেরকে বাচায় !!!
যেই দেশে মানুষ ছাড়া অন্য কোন প্রজাতি মন্ত্রী হয় সেই দেশে হবে দুই চারজন মানুষ হত্যার বিচার ?
তা ও আবার পরিবহন শ্রমিকদের হাতে....

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমাদের ছাত্র সমাজ এখন মোবাইল আর গার্লফ্রেন্ড নিয়া চিপাচুপায় যাইতে ব্যস্ত।

আমাদের একতা কমে গেছে, আগের মত একতা এখন আর দেখা যায়না। সবায় নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পরেছি। আর তাই এমন দিন দেখতে হচ্ছে!
আমাদের আবার মাঠে নামতে হবে, বিচার নিজের হাতেই করতে হবে।

১২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৬

অর্থনীতিবিদ বলেছেন: বাংলাদেশের দুর্ঘটনার নামে মানুষ হত্যা এখন সবচেয়ে সহজ ও নিরাপদ কাজ।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: ঠিক এই কাজটাই কিন্তু হানিফ পরিবহন এর স্টাফরা পায়েল এর সাথে করেছিল, ডিরেক্টলি!

১৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৭

ঋতো আহমেদ বলেছেন: দুঃখিত, লজ্জিত, HOPELESS লাগতেছে।

পিশাচগুলারে জনসম্মুখে পিটিয়ে মেরে দৃষ্টান্ত স্থাপন করা উচিৎ। আর ঐ শাজাহানকে জুতাপেটা X( X(( X(

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:০৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: আসল অপরাধী ঐ শাজাহান সহ কর্তাব্যক্তিদের।
আদতে বিবেচনা করতে গেলে বাস ড্রাইভারদের হেল্পারদের দোষ আমি দেখিনা। দিন দিন জমার টাকা বাড়িয়ে দেয়, সিটিং বাসে দাঁড়াইয়া গেলেও ফুল ভারা নিতে হবে মালিকের নির্দেশ। যে যত বেশি যাত্রী নিতে পারবে তার তত বেশি কমিশন। তাহলে তারা কি পাল্লা দিয়ে গাড়ি চালাবেনা নাকি?!

সাথে মাদকের ছোঁয়া তো আছেই। ঐ পরিবেশটাও আসলে একটা মস্তিষ্ক বিকৃত করে দেওয়ার মত পরিবেশ। ১০/১২ কিমি যাইতে ৩/৪ ঘণ্টা লাগলে, অনবরত জ্যাম এ থেকে একটু ছাড়া পেলে উনারাতো এমন বেপরোয়া ভাবে গাড়ি চালাবে। সাথে বেশি যাত্রী নেওয়ার মেন্টালিটি আমনা আমনি তৈরি হয়ে যায়।

সমস্ত দোষ আমাদের সম্পূর্ণ ব্যবস্থাটার।

১৪| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:৫০

ইব্‌রাহীম আই কে বলেছেন: শিক্ষার্থীদের চাপা দেওয়া গাড়ি কোম্পানির মালিক নৌমন্ত্রীর শ্যালক!

উনারা সবাই ভাই-ব্রাদার। আমরা শুধু মুখ খারাপ করতেছি! :(

১৫| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৩:০৭

ওমেরা বলেছেন: দায় ভার কারোই না আল্লাহর মাল আল্লাহ নিয়েছে বলে মনকে শান্তনা দেন ।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৩:১০

ইব্‌রাহীম আই কে বলেছেন: এছাড়া কি আর কিছুই করার নেই আমাদের?

১৬| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:২০

অক্পটে বলেছেন: আর কত প্রাণ গেলে আমাদের জানোয়ার অবৈধ কর্তৃপক্ষের টনক নড়বে?

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯

ইব্‌রাহীম আই কে বলেছেন:
বেশিনা আর মাত্র ৩০ টা বডি লাগবে, এসবের বিচার করতে। আশা করি পোস্টারটা কার কথার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেটার সম্পর্কে অবগত আছেন।

এই হল আমাদের মিনিস্টার!

১৭| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪৭

পুলক ঢালী বলেছেন: ড্রাইভারদের লাল ড্রেস পরাবার দাবী তুলুন দেখবেন দুর্ঘটনা বন্ধ হয়ে গেছে। কিন্তু লাল ড্রেস পরাতেই পারবেন না। শুধু দাবী তুলে দেখুন কি হয়??

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: লাল ড্রেস কিভাবে পরাবো বলেন? আমাদের মধ্যে এখন অনেক বেশি একতাবোধ কাজ করে। ফেবুতে অনলাইনে এসব ব্যপারে কথা বলে ফাটাইয়া ফালাই, কিন্তু সশরীরে আন্দোলনে উপস্থিত হইনা।

দাবীতো তুলি। কিন্তু দাবী অনুযায়ী আন্দোলন না করলে এর ফল পাব কিভাবে?

১৮| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৬

শামছুল ইসলাম বলেছেন: বিচারহীনতার সংস্কৃতিই সকল অপরাধের উৎসহ । সুষ্ঠু বিচার হলে অন্যায়-অপরাধ অনেক কমে যেতো ।
আপনার প্রতিবাদী লেখার জন্য ধন্যবাদ ।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ দাদা, এত সুন্দর একটা বিশ্লেষণী মন্তব্য করার জন্য।

১৯| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১২

ক্স বলেছেন: এর জন্য দায়ী হল সিটি কর্পোরেশন। বিকল্প কোন ব্যবস্থা না করে শ্যাওরার ব্যস্ততম ফুটওভার ব্রিজ ভেঙে ফেলল। মানুষের যে কি পরিমাণ কষ্ট হয় এই রাস্তা পেরোতে, তা অবর্ণনীয়।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২১

ইব্‌রাহীম আই কে বলেছেন: গত প্রায় দুই বছর আগে ঠিক একই জায়গায় একজন পথচারী মারা গেছিলো, বাস ফুটপাথে এসে চাপা দিয়ে দেয়। আমাদের মন্ত্রী যদি বলে ভারতে পরশু ৩৩ জন মানুষ মারা গেছে এইটা নিয়েতো উনারা এত কথা বলেনা, আপনারা এমন করতেছেন কেন এখানে তো মাত্র ৩ জন মারা গেছে।

মন্ত্রীর অবস্থা এমন হলে তার নিচে যারা থাকবে তাদের অবস্থা ভালো হবে কিভাবে ? সবায় পাগলের দল!!!

২০| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কি আর বলব দাদা, দিন দিন এসবে অভ্যস্থ হয়ে পরতেছি !

মনে হচ্ছে আমরা সবাই জিম্মি হয়ে আছি। আমাদের মুক্তি নেই।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: কর্তৃপক্ষ সব কিছু করবে এমন মনোভাব নিয়ে বেচে আছি বলেই আজ আমরা জিম্মি। অতিসত্বর এখান (এই জিম্মি অবস্থা) থেকে বের হতে হবে!

২১| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

মো: নিজাম গাজী বলেছেন: অবশ্যই এর দায়ভার প্রথমেই রষ্ট্রের উপর বর্তায়। বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০২

ইব্‌রাহীম আই কে বলেছেন: অবশ্যই এর দায়ভার প্রথমেই রষ্ট্রের উপর বর্তায়।

রাষ্ট্রের উপর বর্তাইয়া আর কি লাভ? আমাদের মন্ত্রী মহোদয় তো হেসেই যাচ্ছেন!

২২| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: সন্ত্রাস, অমানুষ যখন পরিবহণ শ্রমিকদের নেতা তখন এমন ঘটনা কোনো ব্যাপারই না। এসব সিম্পল! হেসে উড়িয়ে দেওয়ার মতো!

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: মন্ত্রী সাহেব বেশিনা আর মাত্র ৩০ টা লাশের অপেক্ষায় আছেন। তারপর যদি উনার টনক নড়ে!

২৩| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

সিনথিয়া আফরিন বলেছেন: সাধারণ জনগণ আজ জীবন্ত লাশ ।। আমরা দেখব, আমরা শুনব, অনুভব করব কিন্তু কিছু বলতে পারবনা । এভাবেই একদিন বিলীন হয়ে যাবো ।।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১০

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমরা দেখব, আমরা শুনব, অনুভব করব একটা কথা মিসিং আছে বলে মনে হচ্ছে, আমরা আন্দোলন এর পরিকল্পনাও করব। কিন্তু মাঠে নামব না!

২৪| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৪

জগতারন বলেছেন:
এই হাসনেওলা কু**র বাচ্ছা, নৌমন্ত্রীর বাপের নাম; আচমত খাঁ, মোক্তারি করতো মাদারীপুর কোর্টে,
ওর বাপের নুন আনতে পানতা ফুরাতো।
এখন এই হারামী হাজার লক্ষ কোটী টাকা সুইস ব্যাঙ্কে।
এ সব টাকাই বাংলাদেশের জনগনের টাকা।
মাদারীপুর ওর ঘরের সামনে ওর নিজের দৈত্তের মত এক বিরাট ছবি টানাইয়েছে,
যেন বলতে চায়ঃ
"অত্র এলাকায় আমিই সবচেয়ে বড় দানব, আমার সামনে আসবি না, এক্কেবারে খাইয়া ফেলাবো"

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

ইব্‌রাহীম আই কে বলেছেন: ভাই কিছু বইলেননা, একেবারে খাইয়া ফালাইবো।

২৫| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০২

জগতারন বলেছেন:
- সড়ক দুর্ঘটনা কমাবার একমাত্র উপায় হচ্ছে সাথে সাথে বাস ড্রাইভার আর কন্ডাক্টরকে নামিয়ে মেরে ফেলা।

সহমত !!!

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: প্রথম কিছুদিন এই আইনটা করা যেতে পারে। সড়ক দুর্ঘটনা কমানোর জন্য।

২৬| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি ... ✊✊

১. বেপোরোয়া ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই শাস্তি সংবিধানে সংযোজন করতে হবে। ✊
২. নৌ-পরিবহন মন্ত্রীর গতকালের বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ✊
৩. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা নিতে হবে। ✊
৪. প্রত্যেক সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাতে স্পিড ব্রেকার দিতে হবে। ✊
৫. সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে। ✊
৬. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে, থামিয়ে তাদের বাসে তুলতে হবে। ✊
৭. শুধু ঢাকা নয়, সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে। ✊
৮. ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবে না। ✊
৯. বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। ✊

দাবিগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত, আর আপনি?

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: দাবি গুলো আরো খতিয়ে দেখা উচিৎ। বর্তমানের ঢাকার পরিস্থিতিতে ৬ নম্বর ও ৯ নম্বর দাবি সাংঘর্ষিক। আর ১ম দাবি টা সংবিধানের আইন হিসেবে করা যাবেন, এর জন্য বাস ড্রাইভারদের উপর অতিরিক্ত জমার ব্যপারটা আগে মাথায় রাখতে হবে। কিন্তু গতকালের দুর্ঘটনার জন্য অবশ্যই তাদের ফাসি চাই।

আর ভাই আমাদের চিন্তা করার কি আছে! আমাদের অদক্ষ করতৃপক্ষ তো আছেই, উনারা বাকি সামগ্রিক ব্যপারে সিদ্ধান্ত নিবেন।

২৭| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দ্বায়ভার মনে হয় মহান আল্লাহ পাকের
কারণ তাদের কথায় আল্লাহর মাল আল্লা নিছে
তাদের আবার দায় কিসে !!

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

ইব্‌রাহীম আই কে বলেছেন: তাহলে আমরা পরিকল্পিত মার্ডারের বিচার চাই কেন?
তাদের মৃত্যু ও তো ওভাবেই হবে এটা লেখা ছিল, তাই নয় কি!

২৮| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাইতো হচ্ছে!!
বিচার বর্হিভূত ক্রস ফায়ার !!

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: সব জায়গায় অদক্ষতার পরিচয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.