নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

ঝিগাতলায় হামলাঃ ছাত্রদের বিরুদ্ধে কথা বলছেন, আপনি ছিলেন সেখানে?

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

আমার কলেজের রক্ত কখনো বৃথা যায়নি, এবারো যাবেনা।

~শান্তিপূর্ণ একটা আন্দোলন দিন দিন অসহযোগ আন্দোলন এ পরিণত হচ্ছে। এমনটা হচ্ছে কেন? এগুলো একমাত্র কর্তৃপক্ষের অদক্ষতার ফলাফল। আজকের আন্দোলন ও শান্তিপূর্ণভাবে চলছিলো। কিন্তু দুপুরে হঠাৎ ঝিগাতলায় ছাত্রলীগ, শ্রমিকলীগের অতর্কিত হামলায় তাদের শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাঘাত সৃষ্টি হয়।

~যারা আপনারা ব্লগে এবং বিভিন্ন জায়গায় ছাত্রদের আন্দোলনে ব্যবহৃত কিছু প্ল্যাকার্ড এ অশ্লীল কিছু কথা লেখা ছিল সেগুলো নিয়ে নাচানাচি করেছেন। আপনারা কয়টা অশ্লীল প্ল্যাকার্ড দেখছেন? ৫ টা, ১০ টা, ১৫, ২০ টা? ২০ টার বেশিতো কেউ বলতে পারবেন না। সমগ্র অনলাইন জগত (ফেবু, ব্লগ, মিডিয়া) চা পানের দোকান হাটার রাস্তায় পর্যন্ত এই ১৫/২০ টা প্ল্যাকার্ড নিয়ে আমরা মেতে রয়েছি। অথচ এই আন্দোলনে প্ল্যাকার্ড, শ্লোগান ছিল হাজারো হাজারো। কই সেগুলো নিয়ে তো কোন কথা বলেন নি, আপনাদের গো*রে মাথায় এই কয়েকটা প্ল্যাকার্ড স্থান পেয়েছে কারণ আপনাদের মস্তিষ্কটাই অশ্লীল। তাই আন্দোলনের প্ল্যাকার্ডের ভাষা বুঝতে ব্যর্থ হয়ে আপনারা শব্দচয়ন নিয়ে পরে আছেন।

~আরে রাখেন আপনার সুশীলতা, সুশীলতা বেইচ্চা মুড়ি খান। বাস্টার্ডের সাথে মোকাবেলা করার জন্য এমন কিছু শব্দ ব্যবহার করাটাকে আমি শ্রেয় মনে করি।

~তারপরের খবর আমরা সবাই জানি। ঝিগাতলায় হামলার খবর কোন মিডিয়া কাভারেজ (দুইএকটা ছাড়া) না পেলেও আমরা ফেবু এর মাধ্যেমে অনেক খবর ই জেনেছি। অনেকেই আবার সত্যতার প্রশ্ন নিক্ষেপ করছেন। কেন ভাই লাশের ছবি দেখে আপনাদের মনে হয়না এগুলো আজকের, এগুলো রিয়াল? আহারে আমদের সত্যান্বেষী জনগণ!!! দুঃখ লাগে আপনাদের জন্য, সত্যি অনেক দুঃখ লাগে!!!আপনারা আমাদের মিডিয়া গুলোকেও চিনেন নাই!

~আজকে দুপুরে বাসা থেকে বের হয়ে সাইন্সল্যাব যাই হেটে হেটে (আমার বাসা থেকে যেতে বাস ভাড়া ২০ টাকা।) যেয়ে সেখানেই আক্রমনের খবর শুনতে পাই। একজন ছেলের কাছ থেকে জেনেছি, ওর কথাগুলো শুনেনঃ
আমরা সর্বশেষ প্রায় ১০/১২ জন আটকা পরে যাই, আমার সামনেই তখন দুইজন মারা গেছিলো। আমরা নিজেদের শেষটুকু দিয়ে রক্ষাপেতে চেষ্টা করেছি। শেষ পর্যন্ত ওদের আক্রমণে আমি প্রায় জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণের মধ্যেই কিভাবে যেন একটা সেফ জায়গায় চলে আসলাম। আমার ফ্রেন্ডরা আমাকে কাধে করে ঐখান থেকে রক্ষা করে। এরই মধ্যে আমার কলেজের একটা মেয়ে প্লাস আমার খুব ক্লোজ কলেজ ফ্রেন্ডের ছোটবোনসহ ৫ জনকে (মেয়ে) ধানমণ্ডির ওদের কার্যালয়ে নিয়ে যায়। সাথে ওরা পাবলিক প্লেসে আমাদের ফ্রেন্ডদের রেপ করে (৪ জনকে।) শেষ পর্যন্ত ৪ জন স্টুডেন্টস মারা যায়। তাদের সাথে পুলিশ ছিল, পুলিশ ও রাবার বুলেট স্টুডেন্টসদের উপর নিক্ষেপ করে(কথাগুলো বলেছিলেন আব্দুর রউফ কলেজের একাদশ শ্রেণীর একজন ছাত্র। আমি নিজে তার নামটা গোপন রাখছি।) তারপর সেই খবর আরো কয়েকজন স্টুডন্টসদের কাছ থেকে শুনেছি, যারা নিজেরা তখন সেখানে উপস্থিত ছিল। জেনে রাখুন, চোখের পানি কখনো মিথ্যা বলেনা! যেই ছেলের বোনকে নিয়ে গিয়েছিলো লীগের কার্যালয়ে সেই ছেলের সাথে কথা বলতে পারিনি, ও সম্পূর্ণ ভারসাম্যহীন অবস্থায় ছিল। কথা বলার পরিস্থিতিতে ছিলোনা।


~তারপর বিচ্ছিন্নভাবে কয়েক দফা হামলা করা হয় ছাত্রদের উপর। ঝিগাতলার সেই হামলা ধীরে ধীরে সাইন্সল্যাব হয়ে ল্যাবএইড এর সামনে পর্যন্ত সে। তখন ৫ টা ৩০ বাজে। ওদের হামলার শিকার তখন আমি নিজেও হয়েছিলাম। আমরা সবাই ল্যাবএইড এ আশ্রয় নিয়ে নেই। এক ছাত্র ল্যাবএইড এর সামনের ফুটওভার ব্রীজে আটকা পরে। ওর অবস্থা তখন অনেক খারাপ করে ফেলেছিল, প্রায় ৭/৮ জন মিলে। গাছের ডাল বিভিন্ন লাঠি দিয়ে তারা আক্রমণ করে। এছাড়া আরো দুই একজন তখন হালকা আক্রমণের শিকার হয়েছিলো ওদের নিক্ষিপ্ত ইট, লাঠির দ্বারা। ওদের সাথে পুলিশ ও ছিল!!!

সাধারণ জনগণের, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী শ্রেণীর কবে হুঁশ ফিরবে? কর্তৃপক্ষের টনক নড়বে!!!

~একটি পত্রিকার রেফারেন্সঃ জিগাতলায় দফায় দফায় ‘ছাত্রলীগের’ হামলা

ছবি সংগৃহীত।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

ঢাবিয়ান বলেছেন: মিডিয়া একযোগে প্রকাশ করছে যে এসব গুজব। সব কয়টা মিডিয়া একসাথে বিক্রি হয়ে যেতে পারে না।খুব সম্ভবত মিডিয়ার কন্ট্রোল অন্য কারো হাতে। আপনারা সাবধানে থাকবেন ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: একটা কথা বলতে ভুলে গেছিলাম দাদা। তখন একাত্তর টিভি এর সাংবাদিক উপস্থিত ছিল। উনাদেরকে আক্রমণ করা হয়, সাথে উনাদের ক্যামেরা ভেঙ্গে ফেলা হয়। আর ছাত্রদের মধ্যে যাদের হাতে ফোন ছিল তাদের ফোন ও ভেঙ্গে দেওয়া হয়েছে কিছু।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

ওমেরা বলেছেন: আন্দোলন কি ভাবে থামাতে হয় উনারা জানেন।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: হুম আর সেটা দেখিয়েও দিচ্ছেন।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


স্কুলের বাচ্চাদের রাস্তায় নামিয়ে আপনারা অসহযোগ আন্দোলনে যেতে চাচ্ছেন; আপনারা মনে হয়, বাচ্চাদের ঘাঁড়ে চড়ে চে-গুয়েভারা হওয়ার চেষ্টা করেছেন!

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমি নিজে একজন ছাত্র। আশা করিনা যে আপনাকে বুঝানোর জন্য আমাকে এর থেকে বেশি কিছু বলতে হবে!

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


নিজে যোগ দেন, তারপর একটা পোষ্ট দেন!

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: অলপ লেখা পরে মন্তব্য করলে যা হয় আর কি!

আমার লেখার শেষ প্যারাটা আপনি পড়েন নাই। পড়লে এই মন্তব্যটা করতেন না। আমি নিজেও ছিলাম, আছি এবং থাকব।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১৬

লায়নহার্ট বলেছেন: {আমি একটা বিষয় যোগ করি, রক্তের পাশে কলম পেন্সিল পড়ে আছে ছবিটা আজকে গাজীপুরের বোর্ডবাজারে ট্রাকচাপা পড়ে নিহত এক স্কুলছাত্রীর লাশের পাশ থেকে তোলা। এই ব্লগের অনেকেরই বাসচাপা পড়ার ভয় নেই}

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যাবাদ, সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য। সবগুলো পিক আজকের দিনের ছিল, ঐ পিকটা নিয়ে আমারও সংশয় ছিল। কিন্তু একটা এক্সিডেন্ট এর পিক, আর সেটাও খুব মর্মান্তিক তাই এটা শেয়ার দেওয়া।

এই ব্লগের অনেকেরই বাসচাপা পড়ার ভয় নেই}

এখানের সবাই আপাতত ক্ষমতাসীনদের নিয়ে ভয়েই আছেন!

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:২০

ঢাবিয়ান বলেছেন: ফেসবুকে দেখছি সাংবাদিকরা হামলার শিকার হচ্ছে। বাচ্চাগুলোকে আর রাজপথে দেখতে চাই না।আর সহ্য করতে পারছি না।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩২

ইব্‌রাহীম আই কে বলেছেন: দেশ আমরা হয়তো ছাত্রাবস্থায় আর পরিবর্তন করতে পারবোনা। নিজেরা নিজেদের কাজের জায়গায় গিয়ে তখন নিজ থেকেই যদি সচেতন হয়ে আমার নিয়ন্ত্রিত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি, তখনি সেটা বাস্তবায়িত হবে আমাদের মনস্পাটে লুপ্ত দেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠার ইচ্ছাটা।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:২৩

চাডেরনুর বলেছেন: আন্দোলনে যোগ না দিলে পোস্ট দেয়া যাবে না এটা কোন আইনে আছে?

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনি আমার কথার মর্মার্থ বুঝতে ব্যর্থ হয়েছেন। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত!

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ছাত্রলীগ আর পুলিশ যেই আক্রমন করুন পাল্টা আক্রমন করে ওদেরো মেরে ফেলতে হবে। যেভাবে মুক্তিযুদ্ধারা রাজাকার নিধন করেছিলো। সেইরকম হাতুড়িলীগ মুক্ত বাংলাদেশ গড়তে হবে ।

পরিবহন ধ্মঘট করা শাহাজাহান সাহেবকে জনতার মঞ্চে ফাসি দেয়া উচিৎ। ওবায়দুল কাদের পদত্যাগ দাবী করা উচিৎ।

মনটা আজ দারুন রকম উদ্বিগ্ন । এ কেমন বাংলাদেশে আমরা বাস করছি।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪২

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমাদের আন্দোলনটা কোন দল, জাতি বা গুষ্ঠির বিরুদ্ধে ছিলোনা।

তারপর ও কেন এমন হল!!!

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

জগতারন বলেছেন:
শাজাহান খান এখন দুর্গন্ধময় ডাইপার (diapers) ছাড়া আর কিছুই না।
সে শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।
এই হারামী কে সরানো এখন সময়ের ব্যাপার মাত্র।
শেখ হাছিনা যদি মনে করেন; শাজাহান খাঁনের শ্রমিক বাহিনী
তার ভোটের বাক্স ভরে দেবে;
তা শুধুই অলিক ও স্বপ্ন।

আচমত খাঁ মোক্তারের ছাওয়াল
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?

খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
১৯৭৯ সালে তরুন মেধাবী ছাত্র নেতা
হেলালুল ইসলাম (রাংগু)-কে
সর্বহারার গুন্ডা দিয়া গুলি করে মেরে
পথের কাঁটা সরাইয়ে নেতা হয়েছিলে !!!

খালুর দখল করা বাড়ীর সামনে নিজের এক দৈত্তাকৃতি
ছবি টাংগাইয়াছে এই শাজাহান খাঁন
যেন বলতে চান;
"অত্র এলাকায় আমিই বড় দানম,
আমার সামনে আসবিতো এক্কেবারে চাঁবাইয়া খামু"

ওর বাপে মোক্তারি করতো মাদারীপুর কোর্টে।
ওর মা'র মাথায় ছিল 'সিট'।
ওর বাবার মক্কেল-এর সাথে মতের অমিল হইলেই
ওর মা মাছ কোটার ছুড়ি নিয়া সেই মক্কেলকে ধাওয়া করতো।
ওর বাবার নুন আনতে পানতা ফুরাতো।

এখন এই কু**র বাচ্ছার হাজার কুটী টাকা সুইস ব্যাঙ্কে জমা।
এ সব টাকাই বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের টাকা।

এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!!

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমি রাজনীতি বুঝিনা দাদা।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: ন্যায্য দাবীগুলো মেনে নিলেইতো হয়। এর বেশি কিছুতো আমরা চাচ্ছিনা!

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৪

অর্থনীতিবিদ বলেছেন: একাত্তরের পাক বাহিনী আর বিহারীদের সাথে বর্তমান সরকারের পুলিশ বাহিনী আর ছাত্রলীগের মধ্যে কাজেকর্মে কোনো পার্থক্য চোখে পড়ছে না।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:০১

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনার মতামত প্রকাশের জন্য ধন্যবাদ।

১২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৫

চাডেরনুর বলেছেন: @লেখক, আমার উচিত ছিল আমার উপরের মন্তব্যে @চাডগাজি লেখা।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:০২

ইব্‌রাহীম আই কে বলেছেন: ও আচ্ছা।

সরি, ওভাবে বলার জন্য। আসলে বুঝতেই তো পারতেছেন সামগ্রিক পরিস্থিতি।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: ওরা কি এমন কিছু চেয়েছে যা আমরা চাইনি?ওদের পেটাতে হবে কেন? মাথায় একটু হাত বুলানো যায় না?

০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

ইব্‌রাহীম আই কে বলেছেন: মাথায় হাত বুলাইছে তো আপনি দেখেন নাই।



দেখে নেন!

১৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

গেম চেঞ্জার বলেছেন: ১৩ নম্বরের এই মোটা লোকটির পরিচয় কি?

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫২

ইব্‌রাহীম আই কে বলেছেন: কাদের স্যার ভালো বলতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.