নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

১টার নোটিশ, ৫টার মধ্যে হল ত্যাগ করতে হবে। হল ত্যাগ করানোর জন্য পুলিশের অবস্থান। খবরঃআনদোলনে চুয়েট ও চুয়েটের হল ভ্যাকেন্ট।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৫



~আজকে দুপুর ১ টার দিকে চুয়েটে (Chittagong University of Engineering and Technology, চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় সংক্ষেপে চুয়েট বা CUET) এক জরুরী নির্দেশে বলা হয় পবিত্র "ঈদ-উল- আযহা" উপলক্ষে ০৭/০৮/১৮ থেকে ২৭/০৮/১৮ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কর্মকাণ্ড (ক্লাস ও পরীক্ষা) বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ও হল থেকে ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হল। এই মর্মে বিকেল ৫ টার মধ্যে ছাত্রদের ও আগামিকাল সকাল ১০ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে।


~ঘোষণা দেওয়ার সাথে সাথে ক্যাম্পাসে প্রায় শতাধিক পুলিশকে প্রশাসন ভবন সহ বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা গেছে। ছাত্ররা যাতে বিকাল ৫ টার মধ্যে হল ত্যাগ করতে বাধ্য হয় এই জন্য ক্যাম্পাসে হঠাৎ পুলিশের এমন সমাগম চক্ষুগোচর হয়েছে।

~পুনশ্চঃ ছাত্রছাত্রীদের "নিরাপদ সড়ক চাই" আন্দোলন প্রথমত স্কুল কলেজ লেভেলের ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সর্বপ্রথম চুয়েটের স্টুডেন্টসরা কোমলমতি ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা পোষণ করে ক্যাম্পাসে মানববন্ধন করে থাকে। কিন্তু গত শনিবারে ঝিগাতলায় ছাত্রছাত্রীদের উপর পুলিশ সহ কিছু দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে চুয়েটের ছাত্রছাত্রীরা সর্বপ্রথম অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করে দুষ্কৃতিকারীদের বিচার দাবীতে ক্যাম্পাসে বিক্ষোভমিছিল করে।

~রবিবারের বিক্ষোভ মিছিলের জন্য তৈরিকৃত প্ল্যাকার্ড।

রবিবার তাদের বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাউজান ও রাংগুনিয়ার স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। ~পিস্তল নিয়ে এক আক্রমণকারীর অবস্থান।

~গতকালকে দ্বিতীয় দিনের মত চুয়েটের স্টুডেন্টসদের অবস্থান ছিল ক্যাম্পাসে "নিরাপদ সড়ক চাই ও ছাত্রছাত্রীদের উপর দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা" এর প্রতিবাদে। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও করে।

~গতকাল রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর হামলার প্রতিবাদে (তাদের উপর ও হামলা হয়েছিলো সেদিন দ্বিতীয়বারের মত) রাতে চুয়েটে মশাল প্রজ্বলন করা হয় (প্রতিবাদে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে)

~দ্বিতীয়দিনের (গতকাল সোমবার) মতো চুয়েট এ শান্তিপূর্ণ মানববন্ধন এর উপর ছাত্রলীগ এর হামলা। ক্যাম্পাস রক্তাক্ত। -ইঞ্জিনিয়ার'স ডায়েরি।

~ফটোসোর্সঃ ইঞ্জিনিয়ার'স ডায়েরি - Engineer's Diary

~সহজেই সব কিছু বুঝা যায় কেন হঠাৎ ক্যাম্পাস বন্ধের এমন পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিলেন। এবারের ছাত্র আন্দোলনে চুয়েটের অবস্থান ছিল উল্লেখযোগ্য।

~আজকে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর ভিসিদের কে আহ্বান করা হয়েছে মতবিনিময় সভার আয়োজন করে, হয়ত কিছুক্ষণ পরে আমরা এর আপডেট পাব।

~একটা প্রশ্নঃ ছাত্রছাত্রীদেরকে ক্যাম্পাস ত্যাগ করানোর জন্য পুলিশের অবস্থান, কেন কেন কেন???

~তথ্যসূত্রঃচুয়েটের ফ্রেন্ড ও ইঞ্জিনিয়ার'স ডায়েরি।

~আপডেটঃবেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তার ২২ ছাত্র দুই দিনের রিমান্ডে। দয়া করে সবাই এই নিউজটা পড়বেন।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

শেয়াল বলেছেন: ওরা তাহলে ফিরেই গেলেই তু ল্যাটা চুকে যায় । লীগের সরকার মুসলীম লীগের পুরান সিস্টেম ফ্লু করতাছে ।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩২

ইব্‌রাহীম আই কে বলেছেন: হুম সবাই ফিরে যাচ্ছে। ফিরে না যেয়েও তো কোন উপায় নেই।

আপডেট করা প্রথম আলোর নিউজটা দয়া করে পড়ার অনুরোধ করলাম।

২| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ছাত্রছাত্রীদেরকে ক্যাম্পাস ত্যাগ করানোর জন্য পুলিশের অবস্থান, কেন কেন কেন???
ছাত্ররা যেন কোন প্রতিবাদ/বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সেই জন্য।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: হুম, বুঝলাম।

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৬

সাইন বোর্ড বলেছেন: অাতংক এখনো কাটেনি মনে হচ্ছে ।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: অতিসত্বর কেটে যাবে।

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৫

রাকু হাসান বলেছেন: ধিক্কার প্রসাশন কে , X((

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমাদের ধিক্কার এ উনাদের কি বা আসে যায়!

৫| ০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫২

উদাসী স্বপ্ন বলেছেন: তাও তো তিন ঘন্টা, আমাদের সময় দিয়েছিলো দু ঘন্টা। স্যাররে জিগাইলাম, তালা নাই স্যার। কইলো বাস ধরো, তালা আমরা মারতেছি। আর হুনো তোমার ওপর নজর পড়ছে, রেডি থাইকো। অটো যখন শেষ হইলো হলে এসে দেখি নোটিশে আমার ৬ নম্বরে। আমার দুই রুম মেটের নামও ছিলো।

আহ কি দিন ছিলো।

অনেকদিন পর প্রিয় ক্যাম্পাসটা দেখলাম! নস্টালজিক ফিল হইতেছে

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: সেটা তো আরো মর্মান্তিক ছিল।

সেই সময়ে কি নিয়ে আন্দোলন করছিলেন?

৬| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: হুট করে হল ত্যাগ করা খুব ঝামেলার বিষয়।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: তাও আবার এতোদিনের জন্য এবং ঈদের ছুটি উপলক্ষে। ঝামেলা না হয়ে উপায় আছে কি!

৭| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হয়? হয়না।

তবু অন্ধরা আরো অন্ধত্বের মাঝেই মুক্তি খোঁজে!
জোর জুরুম আর অত্যাচারে দমন করতে চায় সব।
একসময় সব অর্থহীন হয়ে যায়।

ইতিহাস চলে আপন গতিতে। স্থান নিরুপিত হয় কর্মানুপাতে।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: ইতিহাস চলে আপন গতিতে। স্থান নিরুপিত হয় কর্মানুপাতে।

আপনার প্রতিটা কথাই খুব ভাবার্থপূর্ন, এর মধ্যে এই এই কথাটা অবইশ্যই নোট করে রাখার মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.