নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

আজ আমার জন্মদিনঃ ৮\'ই সেপ্টেম্বর।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

~বর্তমানে কালে থেকেও কখনো কখনো আদিকালের রীতিনীতি চর্চা করতে হয়।আদি কালের রীতি চর্চায় মানুষ কখনো সম্পূর্ণ সঠিকভাবে সময়ের হিসাব রাখতে পারত না। সূর্যের অবস্থান দেখে সময়ের আপাত হিসাব ও চাঁদের আকার-আকৃতি দেখে তারিখের একটা হিসাব রাখত আর প্রকৃতির আচরণ দেখে হিসাব রাখত মাসের।

~কিন্তু আমরা এখন খুব আধুনিক হয়েছি। সর্বোন্নত প্রযুক্তির যুগে বসবাস করছি। মাস, তারিখ, সময় কিংবা ঘণ্টা নয় আমরা এখন সেকেন্ডেরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশের হিসাব রাখতে পারছি এবং সেটা নির্ভুল ভাবেই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, এই সর্বাধুনিক যুগে বসবাস করেও আমরা মাঝে মাঝে অতিতের কালচার লালন করি। অথচ যেটা আদৌ অতিতের কোন কালচার ছিলোনা। ছিল তাদের অজ্ঞতার, জ্ঞানের সীমাবদ্ধতার বহিঃপ্রকাশ !

~আজ আমার জন্মদিন।
~বাণীতে উদ্ভাস ফ্যামিলি (উদ্ভাসের করা উইশ থেকেই প্রথম জানতে পারি যে আজ আমার জন্মদিন ছিল, তারপর ক্ষণিক পর পর বিভিন্ন বন্ধুবান্ধবের উইশ থেকেও। মানে আর একটু কনফার্ম হওয়া যাকে বলে।) আমার জন্মদিন ছিল অথচ সেটা আমি ই জানতাম না, জানি না বা মনে ছিলনা অথবা স্মৃতিতে রাখতে চাইতাম না। কেনইবা মনে রাখব? আজ যেদিন আমার জন্মদিন বলে প্রচার করা হচ্ছে আমি কি আসলেই সেদিন জন্মগ্রহণ করেছিলা হয়ত হ্যাঁ, অথবা না। কিন্তু এটা চিরন্তন সত্য যে সামনের দিনগুলোতে আমাকে এদিনই জন্মদিন হিসেবে পালন করতে হবে, হয়ত কখনো সেটা আনুষ্ঠানিকভাবেও!

~অতিতকালের মানুষ অজ্ঞতা বশতঃ সময়ের হিসাব রাখতে পারত না, আজ বর্তমানে আমরা শিক্ষিত সমাজের হয়েও জীবনের চাহিদা পূরণের জন্য, আর একটু ভালো জীবন পাওয়ার প্রত্যাশায়, মাঝে মাঝে নিজেকে একটু আপডেটেড ভাবে প্রকাশ করার অভিপ্রায়ে বা কখনো অখেয়াল বশতঃ নিজের জন্মদিনটাকেই পরিবর্তন করে ফেলি

~একটু ভাবুন তোঃ ভালো জীবন পাওয়ার প্রত্যাশায় যদি আমরা আমাদের পৃথিবীতে আগমনের সময়টাকেই অস্বীকার করি, নিজের অস্তিত্বটাকেই অমূল্যায়ন করি তবে সেই ভালোর সংজ্ঞাটা কি হতে পারে??!!

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

কাওসার চৌধুরী বলেছেন:
শুভ জন্মদিন; প্রিয় @ ইব্‌রাহীম আই কে ভাই ৷

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই।

শুভেচ্ছা নিবেন।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

অচেনা হৃদি বলেছেন: শুভ জন্মদিন! :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্লগের পথে এই প্রথম মনে হয় দেখা হয়েছে।

শুভেচ্ছা গ্রহণ করবেন।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১

সনেট কবি বলেছেন: শুভ জন্মদিন

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ দাদা।

স্বাগতম গ্রহণ করবেন।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভ জন্মদিন! !!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৬

চাঙ্কু বলেছেন: শুভ জন্মদিন! ভালা করে কেক্কুক খান

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: উইশ করার সাথে তো কেউ কেক পাঠালেন না, খাব কোথা থেকে? :(

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


জন্মদিনের শুভেচ্ছা

নিজের জন্মদিন নিয়ে লিখতে গিয়ে বিরক্তিকর পান্ডিত্যের অবতারণা করেছেন

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ দাদা।

নিজের জন্মদিন নিয়ে লিখতে গিয়ে বিরক্তিকর পান্ডিত্যের অবতারণা করেছেন। কখন কোনটা লেখা উচিৎ বা কিভাবেইবা লেখা উচিৎ তা জানি না। এখন তো সবেমাত্র শিখা ও চর্চার সময়। আশা করি আপনাদের পাশে থাকতে পারলে এসব বিষয়গুলো আয়ত্ব করতে পারব।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন:

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ দাদা।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন । নিরন্তর শুভকামনা ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ, সেলিম আনোয়ার দাদা।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

আরোগ্য বলেছেন: wish you good luck and easy smooth life journey.

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

ইব্‌রাহীম আই কে বলেছেন: উইশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.