নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

৩০% কোটার জন্য ৩৫ জনের দূর্বার আন্দোলন। উত্তাল শাহবাগ !!!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪০


গতকাল প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছিলেন, "কোটা চাইলে আন্দোলন করতে হবে।" কথাটা বলার অল্প কিছু সময়ের মাথায় আজ সকাল আনুমানিক ৯ টা থেকে শাহবাগে ৩০% কোটা প্রথা বহাল রাখার জন্য দূর্বার আন্দোলন চালাচ্ছে ৩ ৫ জন আন্দোলনকারী। শাহবাগ এলাকায় অলরেডি জনদূর্ভোগ শুরু হয়ে গেছে। এখনো আন্দোলন প্রতিকারের কোন ব্যবস্থা দেখা যায়নি।

চলুন আন্দোলনের কিছু চিত্র দেখে আসি।


৩৫ জন আন্দোলনকারী হবে কিনা, আমি নিশ্চিত নই। গুণে দেখতে পারেন। একটু অপেক্ষা করেন আরো ক্লোজ ছবি দিচ্ছি।


গুনতে কষ্ট হচ্ছে? টেনশন নেওয়ার কিছু নেই, আরেকটা পিক দিচ্ছি।


~শাহবাগ মোড়ে এত সময় ধরে আন্দোলন হচ্ছে অথচ সেই আন্দোলনের স্থির চিত্র এত কম হবে তাতো মানা যায়না, না না মানা যায়না। আরো কিছু ছবি অ্যাড করা দরকার।

~আচ্ছা এরকমটা হলে কি ভালো হত না যে, আন্দোলনে যতজন অংশগ্রহণ করেছে তত% কোটার ব্যবস্থা করে দেওয়ার এবং তাদেরকে আজীবন আন্দোলন করে কোটা প্রথা ফিরিয়ে আনার জন্য ভাতার ব্যবস্থা করে দেওয়ার???

~এই কয়েকজন মানুষ এতটা সময় ধরে যে শাহবাগ মোড় আটকিয়ে রেখে জনদূর্ভোগ ঘটাচ্ছে, আমাদের সুশীলরা কোথায়? কারোর কোন প্রতিবাদ তো দেখলাম না। (অনেকে বলবেন, আন্দোলন এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে একটু সময় লাগে। আমি আপনাদেরকে বলি, শাহবাগ মোড়ে ২/৩ ঘণ্টা রাস্তা ব্লক করে রাখতে পারা মানেই এটা দেশের ইতিহাসের পাতায় অবশ্যই নাম লেখানো।)

~আমার একটি প্রশ্নের উত্তর খুব জানতে ইচ্ছে করতেছে, থাক আমি জেলে যেতে চাইনা।

~ছবিটা কি ঠিক গতকালের প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে মুক্তিযুদ্ধের পরিবারবর্গের আন্দোলনের, সেটা আমি সঠিক করে বলতে পারতেছিনা। তবে এটা হলফ করেই বলতে পারি উনারা যেটা করেছে সেটা আদৌ কখনো মুক্তিযুদ্ধের চেতনা, বাঙ্গালীদের স্বাধীনতা চেতনার অংশ হতে পারেনা। কোটার সংস্কার এর জন্য এবার একটানা ধাপে ধাপে কয়েকমাস আন্দোলন হলেও আমরা রাষ্ট্রীয় গর্হিত কাজ একটাও করিনি, আগেও অনেক বার কোটার সংস্কার এর জন্য বিচ্ছিন্নভাবে আন্দোলন হলেও এসব রাষ্ট্রীয় গর্হিত কাজ কখনো করিনি। কিন্তু উনারা কোন সাহস বলে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আগুন দেয়?

~আমি জানিনা এই আন্দোলনের সূত্রপাত কোথা থেকে। তবে গতকালকের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হল, যখন যারা যেভাবে আন্দোলন করবে সিদ্ধান্ত তাদের দিকেই যাবে, সঠিকতা, উপর্যুক্ততা কখনো যাচাই করা হবেনা।

~নোটঃ দুঃখিত। এমন একটা আন্দোলনের স্থির চিত্র বিভিন্ন যায়গা থেকে সংগ্রহ না করে একই স্থানের পিক বিভিন্ন এঙ্গেলে দিয়ে লেখাটা বড় করার জন্য। কি করব বলেন? উনারা অল্প কিছু মানুষ মিলে একযায়গায় বসে যেভাবে আন্দোলন করছে সেটার যদি আমি পিক একটাই দেই তাহলে যে আন্দোলন দূর্বার গতিতে হচ্ছে সেটা বুঝানো যাবেনা। কিন্তু জনদূর্ভোগ তো আর থেমে নেই!!!
~ফটোঃ সংগৃহীত
~তথ্যসূত্রঃ কোটা চাইলে আন্দোলন করতে হবে: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগ অবরোধ

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫২

কাওসার চৌধুরী বলেছেন:



মহান এই ৩৫ জন কোটা প্রেমিকের জন্য সরকারের থোক বরাদ্দ থেকে খানাপিনার ব্যবস্তা করলে ভাল হয়।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০

ইব্‌রাহীম আই কে বলেছেন: খানাপিনার ব্যবস্থা করা হয়ে গেছে। কিন্তু আড়ালে গিয়ে খেলে তো আন্দোলন স্পট খালি হয়ে যাবে আর ঐখানে বসে খেলে তো মিডিয়ার সামনে খাদ্যের উৎসের কথা বলে দিতে হবে। তারচেয়ে বরং না খেয়ে আন্দোলন করবে, দিনশেষে ১৬ কোটি মানুষের বাহবা পাবে আর কালকের মধ্যেই ৩০% কোটা ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হবে।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫

ঢাবিয়ান বলেছেন: বিরিয়ানি দেওয়া কখন স্টার্ট হবে? জানান দিয়েন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমিতো অপেক্ষায় ছিলাম আপনি কখন এসে লেখাটায় এই মন্তব্য করবেন যে, "আপনারা সবাই এখন শাহবাগে চলে আসুন, বিরিয়ানি বিলি করা হচ্ছে।" :(

যেহেতু আন্দোলনটা আপনার ক্যাম্পাস এর কাছে হচ্ছে।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: আজ সকালে অফিসে আসার সময় তুললাম বিশাল আন্দোলনের ছবি।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: অফিস থেকে বাসায় ফিরার পথে আরেকটা ছবি তুলে আপডেট জানাইয়েন।

আপনার জন্যও বিরিয়ানি প্রস্তুত করে রাখা হয়েছে, আন্দোলনের ছবি তুলে সমগ্র বাঙলার মানুষকে আন্দোলনের জন্য একিভূত করার অভিপ্রায়ে। অফিস থেকে ফেরার পথে সেটা অবশ্যই মনে করে সংগ্রহ করে নিবেন। ;)

বিঃদ্রঃ ফেরার পথে রাস্তার আপডেট নিয়ে বাসে উঠবেন, কোন বাসে গেলে শাহবাগ এড়িয়ে যাওয়া যাবে। না হয় বাসায় ফিরে রাতের ডিনার ও করতে পারবেন না।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩

হাবিব বলেছেন: বিরিযানি লাগবে বিরিযানি...............?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০

ইব্‌রাহীম আই কে বলেছেন: বিরিয়ানি দেওয়ার সময় সূচিটা জানতে চাচ্ছি, কিন্তু কেউ বলছেনা। এমন পোড়া কপাল ক্যান আমার :(

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৭

Monthu বলেছেন: কথা হল।তাদের মানুষের চাইতে ব্যারিকেড বেশি। তাদের নিরাপত্তা দিতে এতো ব্যারিকেড দিয়েছে?? ভালো।এতো বেরিকেড দিয়া ঘিরে রাখছে। রাস্তা তো তারা বন্ধ করে নাই। মনে হইতাছে তাদের লোক কম।
তাই পুলিশ তাদের সরক অবরোধ করতে সাহায্য করতেছে।।।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: রাষ্ট্রের নাগরিক হিসবে প্রত্যেকের অধিকার সমান। কখনো অধিকার বিবেচনায় নাগরিকতার দিকে দৃষ্টিপাত না করে বিষয়বস্তুর দিকে দৃষ্টিপাত করা হয়। আর তাই স্বল্প সংখ্যক কিছু মানুষের আন্দোলনকে জাতীর সামনে তুলে ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই প্রচেষ্টা!!!

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০

Monthu বলেছেন: রাস্তাটা এতোই বড় যে তাদের ওই কয়টা লোক।দিয়া রাস্তা অবরোধ সম্ভব না ।
।তাই পুলিশ হেল্প করতেছে।।। ব্যারিকেড দিয়া।।

ভাই আগে দেখেছি আন্দোলন হলে পুলিশ তদের সরায়। এখানে উল্টা। তাদের জন্য বিশেষ ব্যবস্থা

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

ইব্‌রাহীম আই কে বলেছেন: যে কয়জন আন্দোলনে অংশগ্রহণ করেছিলো তার থেকেও বেশি মানুষ শাহবাগে মোড়ের যে কোন একটা সিগন্যাল পরলে ঐদিক দিয়ে রাস্তা পার হয়।

ভাই আগে দেখেছি আন্দোলন হলে পুলিশ তদের সরায়। এখানে উল্টা। তাদের জন্য বিশেষ ব্যবস্থা বিশেষ ব্যবস্থা কেন সেই উত্তর আমরা কখনোই পাবনা!

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: লাগ ভেল।কি লাগ চক্ষে মুখে লাগ ;)

সরকারী পৃষ্ঠপোষকতায় আন্দোলন একি চাট্টি খানি কথা!

মৎস ভবন মোড় থেকে গাড়ী ডাইভার্ট করে দিচ্ছে !
হিপোক্রেট সরকার! হিপোক্রেট সব কাজ কারবার!

চাইলো সংষ্কার করলো বাতি! এখন আবার নটঙ্গি শুরু করাইছে পুলিশ পাহারায়!!!!!!!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: হিপোক্রেট সরকার! হিপোক্রেট সব কাজ কারবার!

সব কিছু এভাবে মুখের উপর বলতে নেই। :|

চাইলো সংষ্কার করলো বাতিল! আচ্ছা সরকার কি কোন কারণে দোটানায় ভুগছে?

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯

কে ত ন বলেছেন: কি সর্বনাশা আন্দোলন! পুলিশ ঊঠিয়ে দিতে গেলে বলবে 'তুই রাজাকার' কোটা বিরোধী আন্দোলনকারীরা হস্তক্ষেপ করতে গেলে পুলিশের মাইর একটাও মাটিতে পড়বেনা, তবে দূর্বার আন্দোলনে সরকার যে কোটা পদ্ধতি পূনরবহাল করতে বাধ্য হবে - সে কথা নিশ্চিত বলা যায়।

গণজাগরণ মঞ্চের আন্দোলনের পরে আদালত যখন রায় দিল যে আপিলে শাস্তি বাড়ানোও যাবে অর্থাৎ কাদের মোল্লাকে মৃত্যুদন্ডও দেয়া যাবে, তখন সরকারের দালাল শ্রেণীর কিছু পত্রিকা বড় বড় অক্ষরে হেডিং করেছিলঃ
'বাধ্য হল সরকার', অথবা 'আন্দোলনের মুখে সরকারের নতি স্বীকার'
দেখে আমি বলতে বাধ্য হয়েছিঃ যা বাবা, আওয়ামী সরকার আবার নতি স্বীকারও করে!!!

এবারও মনে হয় সেরকম কিছুই হবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: তবে দূর্বার আন্দোলনে সরকার যে কোটা পদ্ধতি পূনরবহাল করতে বাধ্য হবে - সে কথা নিশ্চিত বলা যায়। আমার ও কেন যেন সেটাই মনে হচ্ছে।

~সেরকম কিছু হয় কিনা সেটা এখন সময় আমাদেরকে বলে দিবে।

~আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর একটা বিশ্লেষণী মন্তব্য করার জন্য।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: একই সময়ের ছবি না দিয়ে কয়েক ঘন্টা ব্যবধানে ছবি দিতে পারলে আন্দোলনের সার্বিক পরিস্থিতি বোঝা যেত।

@ ব্লগার সমাজ
আপনারা যারা শাহবাগ যাবেন। পারলে একটা ছবি তুলে, মন্তব্য দিবেন। @তারেক_মাহমুদের মত।



প্রধান মন্ত্রী কোটা নিয়ে অযোক্তিক মন্তব্য করেছেন। উনাকে কি এখনো আবেগ নিয়ে চলবেন??

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আগুন দেয়ার জন্য এই ব্যাটাদের থাপড়ানো দরকার। X(

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

ইব্‌রাহীম আই কে বলেছেন: ~আমি সেখানে উপস্থিত ছিলাম না, সবগুলো ছবি সংগ্রহ করা। তাই সময় ব্যবধানে ছবি দিতে পারিনি।
~
~হয়ত নির্বাচন এর আগ পর্যন্ত আবেগ নিয়েই চলবেন। দেখা যাক নির্বাচনের পরের অভিব্যক্তি কেমন হয়।
~এই নিউজটা দেখে আমারো প্রচণ্ড মেজাজ গরম হইছে। রাজনীতি, দল, মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু রাষ্ট্র নায়কদেরকে অপমান করার অধিকারও কারোর নেই।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @কোটা চাইলে আন্দোলন করতে হবে
উনাকে ভীমরতিতে ধরেছে।


আপডেট খবরের পোস্টে নেট থেকে ছবি দিলে লিংক দেবেন। গুজব বলে তো একটা ব্যাপার আছে...:D

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

ইব্‌রাহীম আই কে বলেছেন: উনাকে আসলেই মনে হচ্ছে ভীমরতিতে ধরেছে।

আপনি এই বিষয়টা উল্লেখ করে দেওয়াতে অনেক ভালো হয়েছে। আমি কালকে পোস্টটা পাওয়ার পর লিংকটা রাখিনি, এখন খুঁজে দুইটা নিউজেরি লিঙ্ক দিলাম।
কোটা চাইলে আন্দোলন করতে হবে: প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগ অবরোধ
দুইদিন পর যদি কেউ আমার কাছ থেকে তথ্যগুলোর সোর্স চাইত তখন যদি দিতে না পারতাম, আমাকে তখনতো মিথ্যা সংবাদ রটানোর জন্য ............

ধন্যবাদ মন্তব্যে দায়ীত্ববোধের ব্যপারটা উল্লেখ করে দেওয়ার জন্য।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: এত বড় আন্দোলন? বাবাহ!!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: আরো অনেক সারকাজম দেখতে পারব, আল্লাহ বাঁচিয়ে রাখলে। :P

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ আজ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ। এখানে কোনো বৈষম্য নেই। দেশের সব অঞ্চলের, সব লিঙ্গের, সব গোষ্ঠির মানুষ শিক্ষায় সমান সুযোগ পাচ্ছে; এই দেশে কোনো অনগ্রসর জনগোষ্ঠি নেই। তাই এখানে কোনো কোটাও নেই। ভাবতেই ভালো লাগছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

ইব্‌রাহীম আই কে বলেছেন: কর্তার ইচ্ছা, আমাদের কিই বা করার আছে।

তবে যাকগে সেটা ব্যপার না। ছোট বেলা থেকেই জেনে এসেছিলাম বাংলাদেশ উন্নয়নশীল দেশ, অথচ সেটার স্বীকৃতি পেয়েছেন কিছুদিন আগে। এখন থেকে মেনে নিব বাংলাদেশ উন্নত দেশ তাহলে সেটার স্বীকৃতি যদি আমাদের নাতি-পুতিরা পায় :P

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫০

উদাসী স্বপ্ন বলেছেন: শ্যালকদের কে ঠোলারা কিছু বলছে না এখন?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: সাধারণ মানুষের ন্যায় এর আন্দোলন ঠেকাতে ঠেকাতে উনারা এখন ক্লান্ত, তাই কিছু বলার শক্তি বা ক্ষমতা নেই।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১

নীল আকাশ বলেছেন: না খাওয়া ভাত ছিটালে কাকের অভাব হয় না। এই উচ্ছিষ্ট ভোগী দের সংখ্যা এত বিশাল হলো কিভাবে? রাতে বিরিয়ানীর প্যাকেট আছে নাকি?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: কালকে রাতে বিরিয়ানি ছিল, আজকে ছিলোনা বলেই উনারা দুপুরের পরেই উধাও :D

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

শেখ মফিজ বলেছেন: কোটা চাইলে আন্দোলন করতে হবে ।
না চাইলে দেবে কিভাবে ?
তা সে একজন ও হলে চাইতে হবে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: চাইতে হবে এটাই মোদ্দাকথা, কয়জন চাইছে সেটা বিষয়টা। এটা আমাদের রাজনৈতিক ধারণা #:-S

ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪

প্রামানিক বলেছেন: এই আন্দোলনে জিততে হবে জিততে হবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: দেখা যাক শেষ পর্যন্ত কি ফলাফল আসে।

পুনরায় মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.