নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

নতুন ম্যালওয়ার ভাইরাস PUMA এর আক্রমণ। যা জেনে রাখা জরুরী।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৭

~Ransomware এর আক্রমণে পর উৎপত্তি ঘটলো নতুন একটি ভাইরাস Puma.

~Puma Ransomware এর মতই একটি ভাইরাস , যা আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে আক্রমন করে আপনার সকল ডেটা গুলো encrypt করে দিবে। সম্প্রতি Malware Security Researcher Marcelo Rivero এর দারা এটির খোজ পাওয়া যায়।

~Puma কম্পিউটারের Task Manager কে Disable করে দেয় যেন Pama প্রতিরোধ করা সম্ভব হয় না। এটি Windows Update এর নকল উইন্ডো তৈরি করে, এতে ব্যবহারকারী মনে করেন উইন্ডোস আপডেট হচ্ছে। এবং এই নকল উইন্ডোজ আপডেট এর সময় ব্যবহার কারীর সকল ডেটা encrypt করে দেয় এবং ফাইলের নাম এর সাথে .puma / .pumas অথবা .pumax যুক্ত করে দেয়।

~অর্থাৎ-
Photo.jpg কে Photo.puma তে encrypt করে
এর পরেই Ransomware এর মত মুক্তিপণ দাবি করে।
Puma ডেভেলোপারদের বানানো Decrypt Tool ব্যবহার করেই ভিক্টিম তাদের ডেটা গুলো ফিরে পেতে পারে। এজন্যে ভিক্টিমদের তাদের ডেভেলোপারদের নিকট থেকে টুলটি কিনে নিতে হবে। এর পরেই তারা তাদের ডেটা Decrypt করতে পারবে।

~কিভাবে ভাইরাসটি ছড়াচ্ছেঃ
মূলত Email, Third Party Software, Fake Software Updating Tools, Torrent এবং Trojans এর মাধ্যমে ভাইরাসটি ছড়াচ্ছে । এছাড়াও Microsoft Office Documents, RAR, PDF, এবং exe এর মাধ্যমেও এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে।

~প্রতিকারঃ
Windows 10 এর Latest Version ব্যবহার করা আর সব সময় System Update রাখা।

লেখা ক্রেডিটঃ আব্দুল্লাহ আল জাবের হৃদয়।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: Ransomware B-))

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪১

ইব্‌রাহীম আই কে বলেছেন: মারাত্নক বিষয়!

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: মারাত্নক বিষয়!
=p~ =p~ =p~

কি যে কন না ;)

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: আপনার বিষয়টা আলাদা, যেহেতু এসবে আপনার পাকা হাত আছে। কখন কোন সমস্যাটাকে কিভাবে সামলাতে হবে সে ব্যপারে।

কিন্তু আমরা আমজনতা কি করব? আমাদেরতো নিস্তার নেই!!! :((

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ২:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই তো B:-)

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: হয়তো ;)

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মত এলাকায় আক্রমণ করার পর, তারা কি টাকা আদায় করতে পারে?

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: বাংলাদেশ থেকে টাকা ইনকাম করার সহজ উপায় হল বিভিন্ন সরকারি সাইটগুলো হ্যাক করা আর প্রাতিষ্ঠানিক সাইটগুলো। প্রতিষ্ঠান থেকে না পারলেও সরকার থেকে টাকা হাতিয়ে নিতে ঠিক ই পারবে।

আমাদের মত আম জনতা থেকে কিছু আদায় করতে না পারলেও ফাইলগুলো তো আর ডিক্রিপ্ট করতে পারবোনা, তাই অনেক ডকুমেন্টস হারিয়ে ফেলবার সম্ভাবনা থাকবে।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: উনারা তো এলাকা ধরে ধরে আক্রমণ করেনা, ম্যালওয়ার ছড়িয়ে দেয়। এর মাধ্যমে যারা যারা সমস্যায় পরে সমাধানের পথ খুঁজে বেড়ায় তাদের থেকে টাকা দাবী করে এই মর্মে যে, "সব কিছু তারা ঠিক করে দিবে।"

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

রাজীব নুর বলেছেন: জানলাম।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

ইব্‌রাহীম আই কে বলেছেন: জানাইতে পেরে খুশি হলাম।

শুভ সকাল, রাজীব নুর।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৭

সুমন কর বলেছেন: চিন্তার বিষয় !!

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনেক !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.