নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

কুঁড়িয়ে পাওয়া বিবেকবোধ!

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১

সেদিন রবিবার ছিলো। বছরের প্রথম সপ্তাহ। ঘণ্টার কাঁটা ৯টায় পৌঁছাইতে মিনিটের কাঁটাকে তখনো ১৫ বার ঘুরতে হবে। গুলশান-১ হতে মহাখালী হয়ে নাবিস্কোর দিকে যাচ্ছিলাম। ৬-নম্বর বাসের গিঞ্জি পরিবেশ থেকে মন ফিরানোর জন্য বাহিরে তাকিয়েছিলাম। শহীদ তাজউদ্দীন আহমেদ এভিনিউ দিয়ে বাস খুব ধীর গতিতে এগুচ্ছিলো। তখন জনস্বাস্থ্য ইনস্টিটিউট এর সামনে দিয়ে এক মহিলাকে মহাখালী বাস টার্মিনাল এর দিকে হেঁটে যেতে দেখলাম। বয়স ত্রিশের কোঠায় হবে হবে। ভদ্র মহিলার বাম হাতে খাড়া কোলে বছরখানেক বয়সের একটি শিশু ছিল, আর ডান হাতে উনি সিগারেট টানছিলেন। একটি বছর তিনেকের বাচ্চা ছেলে উনার জামার ডান অংশ ধরে সিএনজি, বাইক এর মধ্য দিয়ে দৌড়ের মত করে হেঁটে যাচ্ছিলো। এক দুইবার হোঁচট খেতেও দেখলাম, মহিলার সাথে হেঁটে না পাড়ার কারণে আর তার হাতটাও ধরা ছিলোনা বলে!!!

~০৬/০১/১৯ ইং ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


সবাই আপনার মতো ব্লগার হয়নি আজো

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: স্রোতের তালে গাঁ ভাসানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি :(( বলে এখনো আমি কিঞ্চিৎ ব্যতিক্রমী।

মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

আখেনাটেন বলেছেন: ঢাকার পরতে পরতে সিনেমার জীবন্ত সিকোয়েন্স।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: মানুষ কি জীবনটাকে একটা এক্সপেরিমেন্ট করার বস্তু বানিয়ে ফেলেছে, না ওরা বিশ্বাস করে যে সিনেমার মতো জীবনটাও কোন এক নাট্যকারের সাজানো রূপরেখা, নাকি প্রগতির পিছনে আমরা এমনভাবে ছুটছি যে নিজেরা যে মানুষ সেটা ভাবার ও সময় পাইনা? না অন্য কিছু!!!

ঢাকার পরতে পরতে সিনেমার জীবন্ত সিকোয়েন্স। যথার্থই বলেছেন। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: াসুন্দর বিকেল।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: সময়গুলো সুন্দরই থাকে, কিন্তু এসব দেখার পর প্রকৃতির সেই সৌন্দর্যটা আর বজায় থাকেনা। প্রকৃতি এখানে চরমভাবে ব্যর্থ।

নতুন বছরের শুভেচ্ছা নিবেন "রাজীব নুর" ভাই।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩

খায়রুল আহসান বলেছেন: আখেনাটেন এর মন্তব্যটা বেশ ভাল হয়েছে।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ, খায়রুল আহসান।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বেশীরভাগ মা'য়েদের দেখি বাচ্চাকে রাস্তার দিকে রেখে হেঁটে যেতে, গাড়ি গায়ে উঠলে আগে বাচ্চার উপর উঠবে। কয়েকজন'কে সাবধান করে বলার পর উত্তর মিলিল, "বাচ্চা যদি ড্রেনে পড়ে যায়..."

তবে আপনার দেখা মায়েদের সংখ্যা দিন দিন বাড়ছে এই সমাজে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.