নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

এগুলা কোন ধরণের রচনা (সাহিত্য)? জানতে চাওয়া পোস্ট।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

১/ কি মিয়া,নিচতলায় অর্ধেক জায়গা রাইখা তুমি মসজিদের দোতালায় যাইতেছ কেন?
~হুজুর কইছে প্রথম কাতারে নামাজ পড়লে নাকি সোয়াব বেশি হয়!

২/ ব্যবসায়ীঃ হুজুর, আমি একটা বার খুলছি। কাজ শুরু করার আগে যদি এসে একটু দোয়া করে যেতেন.... যাতে ব্যবসায় বরকত আসে!

[কখনো রম্যরচনা লেখা হয়নি। পড়ি অনেক, লেখার চেষ্টাও মাঝে মাঝে করি। এগুলা কি রম্যরচনার কাতারে পৌছায়? জানতে ইচ্ছে হচ্ছে খুব :| #:-S ]

~ব্লগার আরোগ্যের সৌজন্যে একটি রম্যরচনাঃ একবার মোয়াজ্জিন আযান দিতে শুরু করে দেখলো কে যেন তার গাছ থেকে ডাব পারতেছে। এখন তার আযান ছাড়ার কোন ব্যাবস্থা নাই তাই বললো " হাইয়া আলাস সালাহ, ডাব পারে কোন হালা".

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: আমি জানি না।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: জাইন্যা জানান :P

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

কাউছার চৌধুরী বলেছেন: আমিও জানি না।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমি তাহলে শিখব কাদের কাছ থেকে!

কেমন আছেন কাউছার ভাই? ব্লগে অনিয়মিত বলে আপনার সাথে আর সরাসরি সাক্ষাত হচ্ছেনা :(

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

ইমু সাহেব বলেছেন: রম্য রচনা দেখে ছুটে এসে ছিলাম, তবে কোন হাসির উদ্বেগ ঘটেনি ।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

ইব্‌রাহীম আই কে বলেছেন: রম্যরচনা মানে হাসির প্লট থাকতে হবে। সুন্দর একটা বিষয় জানানোর জন্য ধন্যবাদ।
আসলে সবসময় লেখা পড়েই সবকিছু জানা যায়না (আমি হয়ত বুঝতে পারিনা), তাই পোস্টটা দেওয়া।

কিন্তু এগুলো কি ধরণের রচনা, জানালে খুব উপকৃত হতাম।

আমি শিরোনাম পরিবর্তন করে দিচ্ছি।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

আরোগ্য বলেছেন: একবার মোয়াজ্জিন আযান দিতে শুরু করে দেখলো কে যেন তার গাছ থেকে ডাব পারতেছে। এখন তার আযান ছাড়ার কোন ব্যাবস্থা নাই তাই বললো " হাইয়া আলাস সালাহ, ডাব পারে কোন হালা".
ইচ্ছা করলে পোস্টে এড করতে পারেন।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: হাহাহাহাহা, সুন্দর একটা রচনা উপহার দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমি এড করে নিচ্ছি।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নাহ্...:(

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: এগুলা কোন ধরণের সাহিত্যের আওতায় পরে?

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: ইব্‌রাহীম আই কে,



এ ধরনের লেখাকে রম্য বলা যেতেই পারে তবে আপনার রম্য দু'টোই পানসে। আরো জবরদস্ত ,যেমন আরোগ্যর মন্তব্যের মতো হলে পাবলিক হা..হা..প..গে... বলতে পারে যেন! ;)

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

ইব্‌রাহীম আই কে বলেছেন: আরো খসড়া তৈরি করে, আপনাদের জন্য বাছাই করে কিছু পোস্ট করব।
মতামত জানাবেন আশা করি।

আমার ব্লগে স্বাগতম, শুভেচ্ছা নিবেন।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১২

শায়মা বলেছেন: হা হা হা ডাব পাড়ার গল্পটাকে অবশই রম্য বলে!!!!!!!!!!!! হা হা হা হা হা আমি মরেই গেলাম হাসতে হাসতে !!!!!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: জনলাম বুঝলাম শিখলাম।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

ঢাবিয়ান বলেছেন: এইগুলা হইল গিয়া হিন্দি কমেডি শো দেইখাা অন্যপ্রানিত রম্য =p~

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমি হিন্দি কমেডি শো, মুভি, সিরিয়াল কিছুই দেখিনা যে... :|

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

জাহিদ হাসান বলেছেন: বহু বছর ধরে পত্রিকার ম্যাগাজিনে রম্য লিখি ও পড়ি।
এগুলা রম্য হয়েছে কিনা তা বলার আগে বলতে চাই ধর্ম নিয়ে মশকারি করা কোন সাহিত্যকর্মের মধ্যে পড়ে না। সম্মানিত ঈমাম ও মুয়াজ্জিনকে নিয়ে এবং আজানকে নিয়ে কোন কটু কথা লিখা উচিত নয়।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১

আখ্যাত বলেছেন: জাহিদ হাসান জানেন না
ফেমাস হওয়ার শর্টকাট পথ এটা

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমিও আসলে জানতামনা যে, ফেমাস হওয়ার শর্টকাট রাস্তা এটা। জানিয়ে খুব উপকৃত করলেন ভাই, দেখি এই পথে আগানো যায় কিনা :P

ফেমাস হওয়ার অনেক উপায় জানা আছে, কিন্তু ব্লগে ফেমাস হতে আসিনি। এসেছি কিছু দেওয়ার নাম করে অনেক কিছু নিয়ে যেতে!

জাহিদ হাসান ভাইয়ের মন্তব্যের প্রতিউত্তরে একটা পোস্ট করব, যদি সময় পাই ইনশাআল্লাহ আগামিকালকেই।

অগ্রিম আমন্ত্রণ, গ্রহণ করবেন আশা করি।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩০

আরোগ্য বলেছেন: পোলাপানের মাথায় কি সমস্যা? আযান আর মুয়াজ্জিনকে নিয়ে কোথায় কটুক্তি করা হল? অতিভক্তি চোরের লক্ষণ।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: থাক ভাই, বাদ দেন।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩০

নীল আকাশ বলেছেন: সম্মানিত ঈমাম ও মুয়াজ্জিনকে নিয়ে এবং আজানকে নিয়ে কোন কটু কথা লিখা উচিত নয়। আপনি কি মুসলিম? যদি হন তাহলে এত সাহস পেলেন কোথা থেকে? এই দুই জনের মর্যাদা ইসলামে কোথায় সেটা আপনি জানেন? কারন আপনি একজন মাত্র লোককে নিয়ে বলছেন না, বলছেন ঐ সম্মানিত পেশাকে নিয়ে। এই দুইটার মধ্যে পার্থক্য আগে বুঝুন? এটা কোন রম্য নয়, ধর্ম তামাশা করার বিষয় নয়!
আল্লাহ আপনার হেদায়াত দান করুন।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: মোটামুটি.....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮

প্রামানিক বলেছেন: যদিও কিছু ঘটনা বাস্তবেই ঘটে থাকে তারপরেও রম্য রচনা লিখতে গিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত করা ঠিক নয়। ধন্যবাদ এমন একটি সচেতনতামূলক পোষ্ট দেয়ার জন্য।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রমানিক।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: নীল আকাশ বলেছেন: সম্মানিত ঈমাম ও মুয়াজ্জিনকে নিয়ে এবং আজানকে নিয়ে কোন কটু কথা লিখা উচিত নয়। আপনি কি মুসলিম? যদি হন তাহলে এত সাহস পেলেন কোথা থেকে? এই দুই জনের মর্যাদা ইসলামে কোথায় সেটা আপনি জানেন? কারন আপনি একজন মাত্র লোককে নিয়ে বলছেন না, বলছেন ঐ সম্মানিত পেশাকে নিয়ে। এই দুইটার মধ্যে পার্থক্য আগে বুঝুন? এটা কোন রম্য নয়, ধর্ম তামাশা করার বিষয় নয়!

আল্লাহ আপনার হেদায়াত দান করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.