নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালীত্বে পচন ধরেছে!

২৭ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৭

বিবেকের তৃষ্ণা পেয়েছে,
ওকে কিছু গালি দাও।
কিছু কন্টেন্ট দিতে পারো,
সুস্বাদু ভাইরাল উগ্রে আসা বমির মতো।

মনুষ্যত্বে গাঁ হয়েছে,
ওতে একটু মরিচ মেখে দাও।
চাটুকারিতা ও করতে পারো,
লেজুড়বৃত্তি, পূর্ব পুরুষের বৈশিষ্ট ধারণ করে।

নৈতিকতার স্খলন হয়েছে,
মলেস্টিং করতে দাও,
সদ্য ফুটে উঠা কলির মতো বাচ্চাটিকে
এক দণ্ড গোস্ত ছাড়া ফুল ভাবে নি যাকে!

ভাতৃত্বের বিনাশ ঘটেছে
কুঠার দাও হাতে,
হায়েনার মতো হিংস্রতা
ঝেঁকে পেয়েছে যাতে।

আরো একটি পতাকা রচনা করতে দাও,
সবুজ শ্যামল মাতৃভূমিতে আমার ভাইয়ের রক্ত দিয়ে!

ক্ষুরধারে আঁচড় লাগেনি,
মস্তিষ্কে পচন ধরেছে!

ইব্রাহীম আইকে
২৭/০৬/১৯ ইং।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৯ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালী জাতির নাম বদলায়ে রাখার কথা ভাবছি; আরেকবার নতুন করে যাত্রা শুরু হোক; নতুন নাম হোক "বি-ম্যান" জাতি

২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২১

ইব্‌রাহীম আই কে বলেছেন: নতুন করে জাতি গঠনে কাজ করা শুরু করে দিন, আমরা সাপোর্ট দিবো। আমাদের জন্য যে কাজটা করা অনেক কষ্টকর সেটা আপনাদের জন্য খুবই সহজ।

রাজনীতির মারপ্যাঁচ বাদ দিয়ে ওদের নিয়ে, আমাদের নিয়ে ভাবুন। স্বর্ণাক্ষরে নাম লিখা থাকবে।

২| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

আরোগ্য বলেছেন: মৃতপ্রায় গাছটিতে হঠাৎ একদিন ফুল ফুটে উঠবে ইনশাআল্লাহ।

কবিতায় ভাবধারা সুন্দরভাবে ফুটে উঠেছে।

২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: ফুল ফোটানোর জন্য সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, তবেই তো সবাই রোগ থেকে মুক্তি পাবে, সবাই আরোগ্যতা লাভ করবে।

আমাদের সকলের আশা যাতে পূরণ হয়, একফিন যাতে এই মৃতপ্রায় ভূখণ্ডে আশার প্রদীপ জ্বলে উঠে।

৩| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো ভায়া ভুপেনের গানেই খুঁজি আশা

ও গঙ্গা তুমি বইছো কেন
বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও
. ও গঙ্গা তুমি বইছো কেন ?
নৈতিকতার স্খলন দেখেও
মানবতার পতন দেখেও
. নিঃশব্দ অলসভাবে বইছো কেন ?

জ্ঞান-বিহীন নিরক্ষরের, খাদ্যবিহীন নাগরিকের
নেতৃত্বহীনতায় নীরব কেন ?
সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষজনেরে
সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলোনা কেন ?

ব্যক্তি যদি ব্যক্তিকেন্দ্রিক
সমষ্টি যদি ব্যক্তিত্বরহিত
তবে, শিথিল সমাজকে ভাঙো না কেন ?

স্রোতস্বতী কেন নাহি ও
তুমি নিশ্চয় জাহ্নবী নও
তা হলে প্রেরণা দাও না কেন ?

উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের শরশয্যাকে আলিঙ্গন করা
লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন ?

২৭ শে জুন, ২০১৯ রাত ৮:০৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমাদেরকে ঘুম থেকে জাগানোর মতো নজরুল, শেরে বাংলা, হোসেন শহীদ কিংবা শেখ মুজিব আরেকটি আসবে কিনা জানিনা।

এখন ভাবার বিষয় এটাই, আমরা তাদের মতো আরেকজন বীরপুরুষের অপেক্ষায় থাকবো, না হীম হয়ে আসা ঠান্ডায় আলোস্য ছেড়ে কম্বল মোড়া থেকে বের হবো!

৪| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: পচন রোধ হবে কবে?

২৭ শে জুন, ২০১৯ রাত ৮:৫৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: যেদিন আমরা আমাদের নিজেদের মস্তিষ্কের চিকিৎসা নিজেরাই করাতে পারবো, সংকোচ ছাড়া।

৫| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: এক হিসেবে ঠিকই বলেছেন মস্তিষ্কে পচন ঘটেছে।
তবুও আমরা আসার স্বপ্ন দেখি।
"আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।"

শুভকামনা জানবেন।

২৭ শে জুন, ২০১৯ রাত ৯:০৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: স্বপ্ন দেখি বলেই তো এখনো বেচে আছি। না হয় এই দূষিত সমাজে দম আটকে কবে মৃত লাশ হয়ে যেতাম!

৬| ২৭ শে জুন, ২০১৯ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: যেদিন আমরা আমাদের নিজেদের মস্তিষ্কের চিকিৎসা নিজেরাই করাতে পারবো, সংকোচ ছাড়া।

ঠিক।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১২

খায়রুল আহসান বলেছেন: সব পচনের চিকিৎসা আছে। মস্তিষ্কে পচনের নেই।

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩০

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমরা সবাই মিলে চেষ্টা করলে হয়তো মস্তিষ্কের পচন ঠেকানোর উপায় খুজে পাবো।
তবে সবার লজ্জাহীন অংশগ্রহণ থাকা চাই।

ধন্যবাদ আপনাকে।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার !!

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩১

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.