নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

মায়া!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯

এটা এমন একটা জিনিস যেটা ছাড়া জীবন চালানো সম্ভব নয়, এটাকে আগলে রেখে এগিয়ে যাওয়াও কষ্টকর, এড়িয়ে যাওয়া মানে তো মনুষ্যত্বের অস্তিত্বকে অস্বীকার করার সামিল!

মায়া!
মায়া...

মায়ার কারণেই মানুষ কাপুরষ হয়, ঐ একই মায়ার বদৌলতে কেউবা বীরপুরুষের তকমা পায়!

মায়া কাউকে সুইসাইডের দিকে ঠেলে দেয়, একই সত্তা অন্য কাউকে হাসি মুখে জীবন যাপন করতে উদ্দীপনা যোগায়, আবার কাউকে ঠুকরে ঠুকরে জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করতে বাধ্য করে!

মায়ার প্রেমে পরে কেউ তিলে তিলে জীবন পাথেয় সংগ্রহ করে, সেই একই মায়ার আহবানে সাড়া দিতে কেউ অপরাধের আশ্রয়স্থলে মাথা গোজাবার ঠাই খুজে!

মায়া....
মায়া!

মায়ার প্রণয়ে কেউ সভ্যতা গড়ে তোলে, অনুরূপ মায়ার মোহে কেউবা সেটা ধ্বংস করে!

মায়ার গাত্রে আরোহন করে কেউ খ্যাতির চূড়ায় অবস্থান নেয়, একই সত্তার অবহেলায় কেউ ধুলাবালির ন্যয় জুতার তলায় আশ্রয় পায়!

মায়ার ভালোবাসায় মানুষ যেমন হাসে, প্রত্যাখ্যানে অনুরূপ কাঁদে, প্রণয় লীলায় মানুষ পাগল হয়!

মায়া!
মায়া.....

এটা যেমন জীবনের প্রতিনিধিত্ব করে, তেমনি ভালোবাসার ও নামান্তর। এটা মোহ! এটা প্রেম! এটাই প্রণয়! এটা যেমন ধ্বংসাত্মক অনুরূপ প্রস্তুতকারক।

এটাই জীবন, এটাই মায়া!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: বনের পাখি বলে উঠে যায়। পরে থাকে মায়া।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন, সঠিক লিখেছেন।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

করুণাধারা বলেছেন: মায়া জীবনকে আঁকড়ে ধরতে শেখায়। সুইসাইডের দিকে ঠেলে দেবে বললেন কেন?

৪| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। ঠিক বলেছেন।

মায়া ধ্বংসাত্মক অনুরূপ প্রস্তুতকারক।

এটাই জীবন এটাই মায়া। ময়া হতেই প্রেম আর তারপর ধাপেধাপে অনেক কিছু। নেপালী ভাষায়তো মায়া মানে সরাসরি ভালোবাসা (love)Lobe

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.