নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

একটি সার্কাজম পোস্ট। না পড়লেও ক্ষতি নেই :-B

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

~তুলনামূলক ভালো কাউকে পাইলে ভালোবেসে শরীর বিলিয়ে দেওয়ার মতো পারসনকেও মেয়েরা যে খুব সহজে ছেড়ে দিতে পারে সেটা প্রভা আরেক দফা দেখিয়ে দিয়েছিলো। রাজীবের মন যেহেতু ভেঙ্গে দেওয়া হয়েছিলো তাহলে সে অন্যের ঘর কেন ভাঙ্গবে না?

~এদিকে দু'বার বিয়ে করেও মা হতে ব্যর্থ হওয়া জয়া আহসান টেলিফিল্মের মাধ্যমে তার যৌ*ঙ্গের প্রদর্শন করায় ষাটোর্ধ মন্ত্রী সাহেব উদ্বেলিত হয়ে বিয়ে করে একটি শিশুর জন্ম দেন।

~এদিকে তাহসানকে মেয়েলি স্বভাবের আখ্যা দিয়ে মিথিলা ডিভোর্স নিয়ে জন কবিরের পুরুষত্ব টেস্ট করার দায়িত্বভার কাধে নেয়। কিন্তু ইতোপূর্বে যে, নাটকের মাধ্যমে জন কবির তার সমকামীতার পরিচয় প্রকাশ করেছিলো সেটা জানতো না মিথিলা।


অপরদিকে-

সামছুল কাক্কু জানিয়ে দিয়েছিলো এবারে নাকি অনেক শীত পরবে। শীতের সোদনে যাতে পোলাপান দাড়িয়ে থাকতে পারে তাই মিথিলা নিজ দায়িত্বে নিজেদের ছবি তুলেছে, এদিকে বিএনপি জামায়াত সেগুলো ছড়িয়ে দিয়ে মিথিলাকে মা* প্রমানের চেষ্টা করে যাচ্ছে। এসব দেখে সাধারণ জনগনের মনে একটা প্রশ্ন জাগলো, কে হবে মাসুদ রানা রিয়েলিটি শো এর আবাল বিচারক ফাহমি যদি সুযোগ পায়, তাহলে মিথিলাকে প্রানের চেয়েও বেশি ভালোবাসা খান হেলাল কেন সুযোগ পাবেনা?

এতো কিছু করার পর ও শুধুমাত্র ঝু* যাওয়ার কারণে মন রাঙ্গাতে পারেনি বলে পোলাপান তাকে নিয়ে সমালোচনা করা শুরু করে, এমন বদমাইশ পোলাপান ও দেখেছি


মেয়েরা কারোর কাছে আশ্রয় খুজে পাচ্ছেনা বলে, শেষমেশ রিপন ভিডিওর সহজ সরল রিপনের কাছে ধরনা দিচ্ছে। রিপন এতে খুশি হয়ে সবার জন্য কবিতা লিখছে। এতে করে বাঙালির কবি সমাজের শূন্যতা কিছুটা হলেও পূরণ হচ্ছে।

~পারসোনার বিজ্ঞাপনে মেয়েদের সৌন্দর্যের মাপকাঠি হলো তার রূপ এটা প্রকাশ করাতে কিছু আয়োজক বিরক্ত হয়ে রিয়েলিটি শো এর নামে মেয়েদের ভার্জিনিটি টেস্ট করিয়ে আমাদের জানিয়ে দিয়েছিলো ভার্জিনিটি না থাকলে মেয়েদের কোনো সৌন্দর্যই থাকেনা।

স্কুলের গন্ডি পেরোনোর পূর্বে অর্ধেকের ও বেশি সংখ্যক মেয়ে ভার্জিনিটি হারিয়ে ফেলায় তারা ডিফেন্ড করা শুরু করে ভার্জিনিটি ই সব না। মনই হলো সব, শরীর নয় মনকে ভালোবাসতে জানতে হবে। ছেলেদের মনমানসিকতার পরিবর্তন করতে হবে। দশ ঘাটের জল খেলেও তাকে খারাপ বলা যাবেনা, যদি তার মন পবিত্র থাকে।


~ চারদিকের এতো পাপাচার থেকে মুক্তি পেতে ও পবিত্র মনের ব্যপারে জানতে পোলাপান যখন ওয়াজ মাহফিলে গেলো, গিয়ে দেখে জিহাদি সাহেব সেখানে পোলাপানকে বিড়ি খাওয়া শিখাইতেছে।

এসবের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যখন সবাই মাঠে নামবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো, তখন তাহেরি সবাইকে বসেন বসেন বলে একটু শান্ত থাকার আহবান জানালো।


~জানেন, রাসেল ভাই, কোনো সেলিব্রিটি তাদের বিয়ে টিকানোর ১০ বছর চ্যালেঞ্জ নিতেও অক্ষম। তারা নাকি আবার সমাজের আইডল। হাইস্যকর, এটা হাইস্যকর।

ঐদিকে আবার পর্ণ সাইট বন্ধ করে দেওয়ায়, জাতির ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে ডিসি সাহেব নিজেই তাদের বিনোদনের ব্যবস্থা করে দিলেন। সরকারি চাকরিজিবীরা এদিক ওদিক থেকে হাত মারে, কিন্তু উনি মানুষকে কষ্ট না দিয়ে ইনোভেটিভ কিছু করার চেষ্টা করেন। এতে তো দোষের কিছুই দেখিনা।


~পাপন নিজের বাড়িতে ৩৭ লক্ষ টাকা দিয়ে একটি পর্দা, ৭ হাজার টাকা দিয়ে একটি বালিশ কিনবে বলে আশা করে, কিন্তু পকেটে টাকা না থাকায় ক্যাসিনোতে যাইয়া একদিনে ১.৫ লক্ষ টাকা আয় করে, কিন্তু পরের দিন ১৩ লক্ষ টাকা হেরে গিয়ে প্রায় দেড় মাসের জন্য পাগল হয়ে যায়।

এদিকে সাকিব আল হাসান পেয়াজের বাড়তি দামের ব্যবস্থা করতে না পেরে না খেয়ে থাকায়, উনার একজন ভক্ত উনাকে কিছু টাকা দান করবে বলে প্রস্তাব দেয়, এতে পাপন সাহেব ক্ষিপ্ত হয়ে সাকিবকে একবছরের জন্য নিষিদ্ধ করে দেয়। এতে কিছু মানুষ এক বছরের জন্য বাংলাদেশের খেলা দেখবেনা বলে মনস্থির করলেও ভারতের মাটিতে বাংলাদেশ প্রথম টি২০ তে জয় পাওয়ার পর সবার আসল চেহারা বেরিয়ে আসে।


ক্রিকেটের প্রতি ট্রেন্ডটা সবচেয়ে বেশি লাস্টিং করতেছে, এতো কিছুর পর ও বাংলাদেশ ক্রিকেট ভালো একজন ধারাভাষ্যকার পায়নি, বিসিবির উচিৎ বিইউপির আপুটার সাথে যোগাযোগ করা। তাহলে নাসিরের মতো ছেলেরা পাপনের মেয়ের প্রতি নজর দিবেনা। এক ফেডারেশনে দুই খেলা প্রেকটিস করার সুযোগ পাবে।

~ ১ওভারে ২২ রান দিয়ে ভারতের কাছে হারার পর পাবলিকের গালি সহ্য করতে না পেরে ডজন খানেক নৌকা ভাসানো হ্যাপির দরীয়ায় নিজের পাল তুলে দিয়েছিলো রুবেল। নাসির অভাগা জুটিদের সাহায্য করেছিলো, যেসব নিব্বা নিব্বিরা সহসা দেখা করতে পারতো না, যাদের স্বামী বিদেশে থাকে তারা যাতে দূরে থেকেই কাছে থাকার আনন্দে ভেসে যেতে পারে তার জন্য কিভাবে ফোন সে* করতে হয় সেটা শিখিয়েছিলো।

কিন্তু ওরা তো জানেনা-

২৯ মিনিট বাংলার পোলাগো মনে যেই জোয়ার বইয়ে দিয়েছে, সেই জোয়ারের ঢেউ কমানোর জন্য কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র চালাচ্ছে, যদিও তারা সফল হতে পারবেনা।

~মেডিকেলের পোলা মাইয়ার গ্রুপ স্টাডি দেখার পর, ক্লাস এইট এর নিব্বি জেএসসি পরীক্ষা দেওয়া থেকেও বেশি টেনশন করতেছে তার রিলেশন নিয়ে। সে তার মাস্টার্স পড়ুয়া নিব্বাকে বলতেছে সে এই রিলেশন আর রাখবেনা, কেন অন্যান্য নিব্বাদের মতো তার নিব্বা তার কাছে এখনো নূড চায়নি, এতেই তার যত অভিমান। এতো কিছুর পর ও কিছু মানুষ বলবে খালি তাহেরি ভালা না।

এতো কিছু ঘটে যাচ্ছে, দুইদিন পরপর এক একটা ট্রেন্ড আসছে। ট্রেন্ডে ভেসে কি লাভ! একদিন তো মরেই যাবো।

~তারপর ও মরার আগে মাহির মতো বলতে হবে, "খা*কির পোলা জোরে দে।" এইতো (জীবনের) সবার চাওয়া!

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯

নীল আকাশ বলেছেন: স্বীকার করে গেলাম আপনার লেখার হায় দুর্দান্ত। চালিয়ে যান। এই সিরিজের আরও লেখা চাই।
আসুন সবাই দল বেধে এই সব বেহেল্লাপণাকে প্রশয় দিয়ে যাই। যেন সেটা দেখে আরও মেয়েরা নারী স্বাধীনতার নামে আমাদের এত সুন্দর সমাজটাকে পাশ্চাত্যের মতো বেশ্যা পল্লীতে পরিনত করতে পারে।
আর এটা হলে তো সবারই বিশাল লাভ। তাই না?
তাই তো, ফ্রী ফ্রী বিয়ে ছাড়াই ফুর্তি করে বেড়ানো যাবে।
ঠিক কিইছি না, একটু বসে ফুর্তি করে যান।

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১২

ইব্‌রাহীম আই কে বলেছেন: যেভাবে বলেছেন, মনে হয়না তেমন প্রশংসা পাওয়ার যোগ্য :||

যাক গে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা আমাকে উৎসাহ যোগাবে।

~আসুন সবাই দল বেধে এই সব বেহেল্লাপণাকে প্রশয় দিয়ে যাই। যেন সেটা দেখে আরও মেয়েরা নারী স্বাধীনতার নামে আমাদের এত সুন্দর সমাজটাকে পাশ্চাত্যের মতো বেশ্যা পল্লীতে পরিনত করতে পারে।
আর এটা হলে তো সবারই বিশাল লাভ। তাই না?
তাই তো, ফ্রী ফ্রী বিয়ে ছাড়াই ফুর্তি করে বেড়ানো যাবে।
ঠিক কিইছি না, একটু বসে ফুর্তি করে যান।

একদম ঠিক বলেছেন।

যার মন যেটা চায়, সে সেটাই বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালায়। শুধুমাত্র কিছু মানুষ না বুঝে তাদেরকে নিজেদের জীবনে অনুসরণ অনুকরণ করে, তবে যতদিনে বাস্তবতা উপলব্ধি করতে পারে ততদিনে ঢের দেরি হয়ে যায়।

~এই সিরিজের আরো লেখা চায়।

বরাবরের মতো আমি সিরিয়াস টাইপের কিছু লেখি, সার্কাজম আমার দ্বারা হয়না। কিন্তু কিভাবে যেন এটাকে পরিণতি দিলাম নিজেও জানিনা :(

২| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পড়তে পড়তে শেষ হয়ে গেলো। আপনার লেখার হাত দারুন। পাঠককে নিঃশ্বাস ফেলতে দেয়না।

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২১

ইব্‌রাহীম আই কে বলেছেন: ভালো লেখার চেষ্টা করি। কিন্তু পারিনা!

সবসময় সিরিয়াস টাইপের লেখতে লেখতে ক্লান্ত হয়ে গেছি, কেউ পড়েনা তাই পাবলিশ ও করিনা :|

কালকে কেমনে কেমনে যেন এটাকে পরিণতি দিলাম, নিজেও জানিনা :(

~পাঠককে নিঃশ্বাস ফেলতে দেয়না।

দাদা, নিঃশ্বাস নিতে পেরেছিলেন তো? না হলে আবার আমার ফাঁসি হয়ে যাবে। আমি আরো বেশিদিন বাঁচতে চাই।

~পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

বলেছেন: সবার আসল চেহারা বেড়িয়ে আসুক।।।।।।
চমৎকার লেখা +++

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: ~সবার আসল চেহারা বেড়িয়ে আসুক।।।।।

সেটাই প্রত্যাশা। কেউ যাতে কাউকে অন্ধ ভক্তি না করে।

মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে বাপ কইত্থন কই লইয়া গেলে। কিছু অশ্লীল শব্দ না থাকলে আারো ভালো হইতো

তবে +

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: টাইম মেশিন দিয়া কয়েকবছর অতীত থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম :-B

~প্রথম কোনো সার্কাজম পোস্ট লেখছিলাম, লেখার কোনো অভিজ্ঞতা ছিলোনা। সামনে লেখতে পারবো কিনা সেটাও জানিনা!

দোয়া রাখবেন। আশা করি সামনে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবো। পরামর্শগুলো মাথায় রাখবো।

মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনাদের উৎসাহ এগিয়ে যেতে উদ্দীপনা যোগাচ্ছে। ভালোবাসা রইলো।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

পদ্মপুকুর বলেছেন: সেরম পরিষ্কার!!

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: একদম পরিষ্কার। শুধু শরীরের দাগ গুলো নেই, কিন্তু মনের আঁচড় গুলো বেড়াতে হচ্ছে!!!

ধন্যবাদ, পদ্ম পুকুর।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

নুরহোসেন নুর বলেছেন: আমাদের তরকাগুলা অভিনয় পরিবর্তনের সাথে সাথে নিজেদের আচারন পরিবর্তন করছে,
লজ্জাজনক এখন আমরা প্রিয় তারকাদের অশ্লীল কাজ কারবার শোনার পাশাপাশি তাদের নগ্নতাও দেখতে পাচ্ছি!

যা আমাদের সমাজ ব্যবস্হার জন্য হুমকি স্বরুপ।

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: পাশ্চাত্যের আগ্রাসনে আমাদের সামাজিক মূল্যবোধ অনেক আগেই প্রশ্নবিদ্ধ হয়েছিলো। এখন বিনষ্ট হতে আর যা কিছু বাকি আছে!

মন্তব্যে ধন্যবাদ।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

সাইন বোর্ড বলেছেন: আপনার লেখা পড়ে রীতিমত হিংসে হচ্ছে, এত চমৎকার লিখেন আপনি ?

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫০

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমি জানিনা কেমন লিখি। তবে আপনাদের অনুপ্রেরণায় লেখতে উৎসাহী হই।

~এটা আমার লেখা প্রথম কোনো সার্কাজম পোস্ট, কেমন হয়েছে জানিনা। কিভাবে এটা লেখলাম সেটাও জানিনা, সামনে লেখতে পারবো কিনা তাও জানিনা!

~আমার লেখাগুলো সাধারণত সিরিয়াস টাইপ হয়। এর থেকে বের হতে পারছিনা :||

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার লেখা প্রায়শই পড়া হয়, আপনিও ভালো লেখেন। আশা করি সামনেও আরো ভালো লেখবেন।

ভালোবাসা অবিরাম।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনাদের উৎসাহ এগিয়ে যেতে উদ্দীপনা যোগাচ্ছে। ভালোবাসা রইলো।

ভালো থাকুন।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রচলিত ঘটনাকে ভাঁড়ামি করে লিখেছেন। এতে তেমন আহামরি কিছু নেই, তবে ‍উপস্থাপনায় রং ঢং ছিলো, যেগুলো পাঠক লুফে নিয়েছে।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

টারজান০০০০৭ বলেছেন: ওরে ! সেইরাম পোস্ট !! বেঁচে থাকো বাবা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.