নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কি খাদ্য সংকটের দিকে এগিয়ে যাচ্ছে? ~সাংসদাহন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৬

~পরিকল্পনামন্ত্রীর কথা সবাই হাসি ঠাট্টা করে উড়িয়ে দিচ্ছে আর উনাকে নিয়ে বিদ্রুপ রটাচ্ছে। কিন্তু পরিকল্পনামন্ত্রী যা বলেছে সবই বাস্তবিক ছিলো, শুধুমাত্র দেশের অর্থনৈতিক সংকটটাকে (অর্থনীতির ধ্বস) উনি খোলা গলায় প্রকাশ করতে পারে নি বলে ছলনার আশ্রয় নিছে।

~আমরা যদি আগে থেকেই কচুরিপানা খাওয়ার অভ্যাস না করি তাহলে আসন্ন দুর্ভিক্ষে মারা পরার বিকল্প নেই কারণ তখন হুট করেই এসব বিদঘুটে খাবারের সাথে এডজাস্ট হতে পারবো না।

~৭৪'র দুর্ভিক্ষ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯

রাশিয়া বলেছেন: এই কথা বললে এখন গুজব ছড়ানোর অপরাধে আপনাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে। কিন্তু সত্য হচ্ছে শেয়ারবাজার শেষ। ব্যাংকে টাকা নেই। টাকা আছে কেবল মানুষের পকেটে। ত্রিশ টাকার পেঁয়াজ ৫ মাস ধরে ১০০ টাকার উপরে বেঁচে এখন সেই পকেটের টাকারও হরিলুট শুরু হয়েছে। আরেকটা ৭৪ দেখতে বেশি দেরি নেই।

কচুরিপানা খাওয়ার অভ্যাস করুন। নয়তো মহাবিপদের জন্য প্রস্তুত থাকুন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: প্রথম লাইনের ভয়েই আমরা সবাই নিশ্চুপ।

আমরা দুর্বল, প্রত্যেকেই দুর্বল। কিন্তু দুর্বলরা একত্রিত হয়ে যে দল গঠন করতে পারে তার থেকে সবল আর কিছুই হয় না। বুকে সাহস রাখতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে।

~আমি শুধুমাত্র বক্তৃতা বিশ্লেষণ করেছি, এমনটা নাও হতে পারে। আবার হতেও পারে!

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: দূর্ভিক্ষ আর হবে না। সেই দিন আর নাই।দিন বদলাইছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: কি হবে আর কি হবে না সেটা সময়ই বলে দিবে। তবে এই আশা রাখি আল্লাহ সকল প্রকার দুর্যোগ থেকে আমদের রক্ষা করবে।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৭

নেওয়াজ আলি বলেছেন:

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: স্বাদ কেমন? রিভিউ দিয়েন :|

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

সাইন বোর্ড বলেছেন: প্রস্তাবটা মন্দ না, তবে শুরুটা মন্ত্রী মশাইকে দিয়েই হতে হবে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: সব আশা কখনো হয় না পূরণ......

গানটার কথা মনে পরে গেলো :|

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

ফাহীম দেওয়ান বলেছেন: লেখাটা একটু পড়েন,

কচুরিপানার মতো ভেসে বেড়ানো বাসন্তী হলুদ সাংবাদিকতার গল্প!


আমরা বাঙ্গালীরা সমালোচনায় ওস্তাদ, উদ্ভাবনী বলতে আছে শুধু কাকে কিভাবে নীচে নামানো যায় তার উপায় বের করা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১২

ইব্‌রাহীম আই কে বলেছেন: লেখাটা পুরোটা পড়লাম। যা বলার সব কিছু লেখাটাতেই ছিলো। তাই নতুন করে আর কিছু বলা হচ্ছেনা।

তারপরও যেটা বলতেই হয়, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে পোস্ট করার চেষ্টা করছি। সাংসদদের এমন অনেক বেফাঁস মন্তব্যের সমালোচনাও করছি। অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে বলার চেষ্টা করছি। এতো কিছুর ভীড়ে কখনো বা এটা সম্ভব হয় না লং টাইমের কনফারেন্স পুরোটা শুনে বিশ্লেষণ করা যেখানে কিনা দেশের প্রথম শ্রেণীর পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় নিউজটাকে এভাবে কাভার করা হয়!

~এখানে আমি উনার বক্তব্য বিশ্লেষণ করার চেষ্টা করেছি। সম্ভাবনার ক্ষেত্র গুলো আরেকবার স্বরণ করানোর চেষ্টা করেছি। এই সিরিজে সাংসদদের বক্তব্যের বহুবিধ দৃষ্টিভঙ্গি আলোচনার চেষ্টা করবো।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪

ফাহীম দেওয়ান বলেছেন: দুর্ভিক্ষ্য, ব্যাংকের টাকা সব শেষ ইত্যাদি ইত্যাদি বলে মানুষের মাঝে নেগেটিভিটি তৈরী করার মাঝে নিজের পায়ে কুড়াল মারার মতো কৃতিত্ব ছাড়া আর কিছু দেয়া যাচ্ছে না। পারলে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেন কিভাবে দেশ পিছিয়ে যাচ্ছে।

হ্যা একটা কিছুতে পিছিয়ে যাচ্ছে, তা হচ্ছে গুজব নির্ভর হয়ে যাচ্ছে অধিকাংশ মানুষ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: অসাধারণ মন্তব্যের জন্য আপনাকে গিনেজ বুক অব ওয়ার্ল্ড থেকে পুরষ্কার দেওয়া উচিৎ!

বিস্তারিত আলোচনা দিলে তখন আর কাউকে খুজে পাওয়া যায় না। কাঠের চশমা খুলে আশে পাশে একটু চোখ বুলান। তারপরও কোনো কিছু দৃষ্টিগোচর না হলে স্পেসিফিক প্রশ্ন করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৫

অভি চৌধুরী বলেছেন: @রাশিয়া - এই কথা বললে ওনাকে কেন পুলিশ ধরে নিয়ে বুঝিয়ে বলুন। আপনার কাছে কেন এমন মনে হলো যে পুলিশের খেয়ে ধেয়ে আর কোন কাজ নেই? তিন দিন হয়নি ব্লগে এসেছেন , এসেই উসকানি আর খোঁচা মারা ব্লগিং শুরু করে দিলেন?

শেয়ার বিজিনেস কাকে বলে আপনি জানেন? ব্যংকে টাকা নেই কার কাছে শুনেছেন? পৃথিবীর মধ্য একটাই দেশ ছিলো সে হলো বাংলাদেশ যেই দেশে সরকারের চেয়ে জনগনের কাছে টাকা বেশি ছিলো। সেটা যখন কেটে উঠে এই প্রথম সরকার অর্থবাণ হয়ে কাজ করছে আপনাদের গাত্রদাহ শুরু হলো?

ভালো হয়ে যান। এইটুকুই বল্লাম

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১১

রাশিয়া বলেছেন: ফাহিম দেওয়ান, অভি চৌধুরী নিচের লিংক আপনাদের জন্য।
ব্যাংক খাত নড়বড়ে

গুজব ছড়ানোর জন্য মনে হয় এই দেশে আগে কাউকে ধরে নিয়ে যাওয়া হয়নি!
কচুরিপানা খাওয়াকে খাদ্যসংকটের গুজবের সাথে লিংক করা এই সরকারের মোসাহেব বাহিনীর কাছে কি অসম্ভব কিছু?

৯| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪০

ফাহীম দেওয়ান বলেছেন: @ রাশিয়া - জনাব, ২০১৭ সালের প্রতিবেদন যদি আপনার কাছে সর্বশেষ তথ্য হয়ে থাকে, তাহলে আপনি একটু এগুলো পড়ে জা্নুন.।.।.।.।.।.।.।।

Sustaining Bangladesh's economic miracle

Here’s what you need to know about Bangladesh’s rocketing economy

গুগল করলে আরো অনেক আপডেট তথ্য জানতে পারবেন।
তবে হ্যা ব্যাংকিং খাতে অনেক গড়মিল ছিলো, এখনো আছে। তবে আশা করছি এখন আগের থেকে সরকার অনেক কঠোর মনিটরিং করছে। যেহেতু রাজনৈতিক এবং ব্যাবসায়িক সামর্থের দিক থেকে খেলাপীরা অনেক শক্তিশালী তাই সরকারকে ধীরে সুস্থে পরিকল্পনা করতে হচ্ছে। সাথে রয়েছে একসাথে অনেক গুলো চলমান মেগা প্রজেক্টের চাপ। কিন্তু এই প্রজেক্ট গুলো শেষ হতে থাকলে এখান অর্থনীতিতে বড় সাপোর্ট আসবে। তাই সমালোচনা করুন সঠিক তথ্য দিয়ে, দেশের সুনাগরিক
হলে সহযোগীতামুলক আচরন কাম্য।

১০| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:১৯

ফাহীম দেওয়ান বলেছেন: লেখক বলেছেনঃ কাঠের চশমা খুলে আশে পাশে একটু চোখ বুলান। তারপরও কোনো কিছু দৃষ্টিগোচর না হলে স্পেসিফিক প্রশ্ন করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো।

@ লেখক ঃ অনেক কিছুই দৃষ্টিগোচর হয়। কিন্তু মুর্খের মতো সব কিছুই বিশ্বাস করা ঠিক নয়। বুঝে শুনে ফিল্টার করে যৌক্তিক তথ্যটাকে গ্রহন করা আর প্রচার করাই শ্রেয়। আপনাকে প্রশ্ন করার কিছু নেই। আগে নিজে বুঝেন জানেন, তারপর অপরকে জানানোর চেষ্টা করেন। কোন কিছু সম্পর্কে সীমিত জ্ঞান নিয়ে অযথা মানুষকে মিসগাইড করা অত্যন্ত বাজে কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.