নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

ইব্‌রাহীম আই কে

লিখতে পারিনা। মাঝে মাঝে একটু চেষ্টা করি। বন্ধুবান্ধব সবার অভিযোগ আমি গল্প লিখতে পারিনা আমার লেখা গুলো প্রবন্ধ টাইপের হয় আর খুব বড় হয় তাই কারোর পড়ার ইচ্ছে হয়না।

ইব্‌রাহীম আই কে › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু কত দূর!

২৬ শে মে, ২০২০ রাত ৯:৪৯

~মৃত্যু নির্ধারিত সময়ের এই সেকেন্ড আগেও হবে না কিংবা পরে, কিন্তু তাই বলে তো আমি নিশ্চয়ই চলন্ত ট্রেনের সামনে দাড়িয়ে যাবো না অথবা উঁচু ভবনের ছাদ থেকে লাফ দিবোনা এটা পরীক্ষা করার জন্য যে আসলেই আমার মৃত্যুটা কখনের জন্য নির্ধারিত সেটা উপলব্ধি করার জন্য, সেই উপলব্ধি করার সামর্থ্য তখন আর আমার থাকবে না যদি আমি সত্যি সত্যি মৃত্যুতে পতিত হই।

তারমানে কিন্তু এটাও না যে, অসুস্থ হলে ডাক্তারের স্বরনাপন্ন হবো না। কথা হচ্ছে স্বাস্থ ব্যবস্থার ভঙ্গুর দশা নিয়ে-

~আমলাতান্ত্রিক দেশে সমস্ত ক্ষমতা এমপি-মন্ত্রী, আমলা, ব্যবসায়িদের হাতে কেন্দ্রীভূত থাকে। পান থেকে চুন খসলে যারা টাকার পাহারে ভর করে বিদেশে পারি জমিয়ে যুগের শ্রেষ্ঠ হাত দ্বারা চিকিৎসা নিতো তারা কিন্তু কখনো এটা ভাবে নি যে একসময় নিজেদের তৈরিকৃত চেতনাদণ্ডের (স্বাস্থ ব্যবস্থায়) উপর নির্ভরশীল হতে হবে। তারপর ও কি মনে হয় যে উনারা যেন তেন চিকিৎসা নিয়েছে? কিন্তু শেষ রক্ষাটুকু হয় নি!

~ঢাকার সাবেক সংসদ সদস্য আওয়ামিলীগের নেতা এমপি হাজী মকবুল হোসেনের কফিনে আরেকটি পেরেক আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে প্রকৃতির খেলায় আমরা নিতান্তই এক অসহায়! ইন্তেকাল করেছেন সাবেক এমপি পুতুল। উনার পরিবারের চার সদস্য ও করোনায় আক্রান্ত। মারা গেছেন এমপি নিজাম হাজারীর বড় ভাই। আক্রান্ত হয়েছিলেন নওগাঁর বর্তমান এমপি শহীদুজ্জামান। আজকে আক্রান্ত হলেনবিকন ফার্মার মালিক এমপি এবাদুল করিম

~পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজু আহম্মদের ইন্তেকাল আমাদেরকে আরো একবার সাবধানের বাণী শোনাচ্ছে। এখনো যদি আমরা পর্যাপ্ত পদক্ষেপ না নেই কি হতে পারে! মারা গেছেন সিনিওর জুনিয়র পোস্টে কর্মরত পুলিশের আরো অনেক সদস্যবৃন্দ।

~এস আলম গ্রুপের পরিচালকের করোনায় মৃত্যু এবং উনার ছেলে, মা সহ আরো চার ভাই এবং একজনের স্ত্রী সহ এতো বড় একটা প্রভাবশালী পরিবারের ৮ জন সদস্যের আক্রান্ত হওয়ার খবর এটাই জানান দেয় যে সময় মতো কার্যকরী পদক্ষেপ না নিলে টাকার বাঁধে মৃত্যু থেকে রেহাই পাওয়া সম্ভব না। কি ছিলো না উনাদের! উনারা চাইলেই দেশের মাটিতে মাউন্ট এলিজাবেথের মতো হাসপাতাল তৈরি করতে পারতো। জীবনপ্রদীপ নিভে গেলেও অন্তত একটা ভালো কাজের বিনিময়ে মানুষের প্রশংসা কুড়াতে পারতো। উনাদের কমিউনিটির একটুকরো সদিচ্ছায় বাংলাদেশের চেহেরা বদলে যেতো-

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী এবং তার স্ত্রী অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনায় আক্রান্ত হয়ে আজ মারা যান। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্রান্ত হয়েছিলেন করোনায়-

~এই যে আচমকা মৃত্যু চলে আসছে টাকার পাহাড় কিংবা ক্ষমতার দাপট দেখিয়ে কি তার থেকে রেহাই পাওয়া যাচ্ছে! তারপরও কেন আমরা মিথ্যে মরীচিকার মায়ায় পরে থাকি। টাকা কিংবা ক্ষমতা উপারে নিয়ে যাওয়া যাচ্ছে? অর্জিত সকল অর্থ কি আমরা ভোগ করতে পারছি? তারপরও কেন আমরা বিবেকের বিসর্জন দিয়ে জাত ভাইয়ের রক্ত চুষছি!

~করোনায় দুদকের পরিচালকের মৃত্যু আমাদের আরো একবার দুর্নীতির বার্তা দেয়। জীবন ভর যারা অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন শেষ সময়ে হয়তো সেই অন্যায়ের ফসল স্বাস্থ্য ব্যবস্থার কাছেই হার মানতে হয়েছে। চারিপাশ তোয়াক্কা না করে যদি আরেকটু শক্ত পদক্ষেপ গ্রহণ করতো তাহলে হয়তো এই যাত্রায় রক্ষা পেতো!

~ইবনে সিনার রেডিওলোজী বিভাগের প্রধানের পরলোকগমন স্বাস্থ্য ব্যবস্থার নড়বড়ে পিলারের বার্তা শোনায়। কিন্তু আমরা কি শুনছি মহাজাগতিক সেই তরঙ্গ? কান বিদীর্ণ করে সেই শব্দ কি আমাদের বিবেক পর্যন্ত পৌঁছে তাকে নাড়া দিতে সক্ষম হচ্ছে? নাকি এই পূর্বাভাস গুলোকে দেখেও না দেখার ভান করছি!

আমলাতান্ত্রিক দেশ এই মাতৃভূমি করোনার প্রথম প্রহরেই দেখেছে মানুষের মাঝে পার্থক্য করা সমাজ ব্যবস্থা। দেশের অন্যতম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হয়েও যিনি চিকিৎসা সেবা নেওয়ার জন্য একটা এম্বুলেন্সের আশায় বসে থেকে যার জীবন প্রদীপ নিভে গিয়েছিলো অথচ একজন আমলা হয়ে যিনি সেই চিকিৎসক সমাজেরই অন্য কারোর হাতে চিকিৎসা নিতে পেরেছিলো হেলিকপ্টারে চড়ে হাসপাতালে যেয়ে!

~কে নেই এই কাতারে? এমপি, মন্ত্রী, বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, ব্যাংকার সহ মানুষের প্রতিটি রূপই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে এই করোনায়।

তারপরও কি আমরা শোধরাচ্ছি?-

করোনা একসময় চলে যাবে। যারা জীবিত থাকবে তারা সব ভুলে যাবে। অজ্ঞতাবশত পূর্ববর্তীদের অনুসরণ করে নিজেরা নিজেদের কফিন প্রস্তুত করে রাখবে। সম্পদের মোহে আর ক্ষমতার দাম্ভিকতায় মনুষ্যত্ব হারিয়ে ফেলবে। ভাইয়ের রক্ত চুষার জন্য ভিন্ন ভিন্ন ফাঁদ আঁটবে। প্রকৃতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। প্রকৃতিও আবার নিজের অস্তিত্বের জানান দিবে.....হয়তো নতুন রূপে!

~বিশ্বাস হয় না? উনাদের মতোই কর্তৃত্বশ্রেণির মহামতিরাই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কফিনে ধিরে ধিরে পেরেক মেরেছিলো? এটাতো ট্রেইলার, শো তো এখনো শুরু হয় নি!

যারা মারা যাচ্ছে তারা হেরে যাচ্ছে, আমাদেরকে জয়ী হওয়ার পথ দেখিয়ে। কিন্তু হায়, আমরা যদি এসব উপলব্ধি করতাম!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২০ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: করোনাকে আমার খুব ভয়।
আমি করোনায় মরতে চাই না।

২৬ শে মে, ২০২০ রাত ১১:০১

ইব্‌রাহীম আই কে বলেছেন: মানুষ মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায়, কিন্তু এটাই একমাত্র ধ্রুব সত্য!

২| ২৭ শে মে, ২০২০ রাত ১২:২০

ওমেরা বলেছেন: ধ্রুব সত্য মৃত্যু চিন্তা মাথায় থাকলে আমরা কোন খারাপ কাজই করতে পারতাম না । দুনিয়াটা খুব সুন্দর হতো ।

২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: সুন্দর বলেছেন।

৩| ২৭ শে মে, ২০২০ রাত ১২:২২

শূন্য সারমর্ম বলেছেন: দেশের অবস্থা বোধহয় খারাপের দিকেই যাচ্ছে

০২ রা জুন, ২০২০ বিকাল ৪:৫১

ইব্‌রাহীম আই কে বলেছেন: আজকেও রেকর্ড সংখ্যক আক্রান্ত। টেস্টের পরিমাণ বাড়ালে এই সংখ্যাটা আরো অনেক বেশি হতে পারতো...

খারাপটা সবেমাত্র শুরু হয়েছে, বাকিটা আল্লাহ ভালো জানে!

৪| ২৭ শে মে, ২০২০ ভোর ৪:০১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মৃত্যু চিন্তা যত বেশী করবেন তত বেশী ভয় পাবেন ,ভয় পাওয়া মানুষ কিছুই করতে পারে না।মরন একদিন হবেই, এটা নিয়ে ভয়পাওয়ার কিআছে।বেঁচে থাকার চেষ্টার নামই জীবন।

৫| ২৭ শে মে, ২০২০ ভোর ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কথায় যুক্তি আছে। তবু চাই পরিবর্তন আসুক। দেশপ্রেম আর সততা দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.