নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় দিবসে বিজয়ের অপেক্ষায়.........

আসাদুজ্জামান ইব্রাহি২২১১

হৃদয় নিংড়ানো ভালোবাসার ও যেখানে মূল্যায়ন হয়না, সেখানে কাউকে ভালোবেসে প্রতিদান তো দূরের কথা , কষ্ট পাওয়া ও পাপ.........................................................

আসাদুজ্জামান ইব্রাহি২২১১ › বিস্তারিত পোস্টঃ

রহস্যময়ী মানব জাতি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

হাজারো কষ্ট লুকিয়ে রাখার নাম কি ভালো থাকা??
কাছের মানুষকে দূরে ছড়িয়ে দেয়ার অর্থ কি ভালোলাগা???
নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে চাওয়ার না কি ভালোবাসা???
নিজের সমস্ত কাজকে বৈধতা দেয়ার ইচ্ছা কি মানবিকতা??
অন্যের ত্রুটিগুলো খুঁজে বের করার মেনেই কি ভালবাসতে চাওয়া???
রহস্যময়ী মানব জাতি
শত বছরের ভালোলাগার মানুষকে চোখের আড়াল করার সিদ্ধান্তই কি ভালো থাকার যৌক্তিকতা? ??
একা একা চলার নামই কি সুখে থাকা???
নিত্য নতুন কাউকে খুঁজে নেয়ার সাহস কি বীরত্ব? ??
কারো ইচ্ছার মূল্যায়ন করাই কি তার কাছে ছোট হয়ে যাওয়া???
কারো মনের আবেগ শুনতে চাওয়া কি নির্মমতা???
সবাইকে ছেড়ে,নতুনকে ধরে আলিঙ্গন করাই কি সার্থকতা? ??
কারো পথ ছেড়ে দেয়াই কি দুর্বলতা?
চাদের গল্প শুনেছি সেও অবুঝ
সূর্যের প্রতি অভিযোগ শুনেছি সেও নাকি অবুঝ!!!
দেবতার প্রতি পরিহাস দেখেছি সেও কিনা নির্বোধ!!!
পর্বতের অবহেলা অনুভব করেছি সেও কিনা কোমল!!
ফুলের আঘাত পেয়েছি জানি কতিটা যন্ত্রনাদায়ক
হিমেল বাতাসে চলেছি তাও নাকি ফুটন্ত

তাহলে আর সময় বাড়িয়ে কি হবে???:
আবেগ শুনেই বা কি হবে??
কাছে যেয়েই কি হবে??
সম্মান করেই কি হবে??
পাশে থেকেই লাভ কি???
চলে যেও ভালো থেকো
নির্মমতার লালন করো
নিজেকে অটল ভেবো নিষ্ঠুর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

নিলু বলেছেন: অসম সমাজ বা অশান্ত সমাজ বা বেআইনই সমাজ দিয়ে কিছুই আশা করা যায় বলে মনে হয় না , তাই বিজ্ঞ আদালতে বিজ্ঞ আইনজীবীরা , যখন একটি মামলা হয় , তখন কিন্তু ওই আর্জিতে , কখনো কখনো লিপিবদ্ধ থাকে , এই মর্মে যে , বেআইনই ঐক্যবদ্ধ জনতা আঘাত হানে , অথচ জনগন সকল সক্তির উৎস , তাহলে এখন কি বলবেন ? লিখে যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.