![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো কি তোমায় ভালবেসেছিলাম
ভালবাসা এত সস্তা তোমায় দিয়ে দেব?
আমাকে কখনো সে অধিকারে নিয়েছ, না
অবিশ্বাস্য , বয়স মানুষের অনেক কথা বলে
তোমার কি তা আজও অপূর্ণ ভাবতে অবাক লাগে,
জেনে শুনে তুমি যে সত্যটা আঁকডে ধরলে
তাতে অন্যের বিনাশ ছাড়া আর কিছু নই।
যদি ভালবাসতে পারবে না তবে কেন-
এতটুকু কাছে এলে, এত সংস্পর্শের রাত
দিনের অর্ধেকটা তো বাদ যেত
তুমি আজও আমায় জাননা আমার কি চাই,
এই সময় জীবনের যে সূচনা তাতে
তুমি যদি আমি হতে তবে কি এসব মানতে?
কারো কাছে অভিযোগের শেষ বিন্দুটুকু
আর আমার অবশিষ্ট নেই, শুধু তোমার আচরণ
আমাকে এতই অবাক করেছে যে, হয়ত কোন একদিন
তোমাকে আমার অবস্থায় আসতে হবে.........।
কারণ তুমি অহংকার কর , তোমাকে নিয়ে নই
অন্য কাউকে নিয়ে, আর ইহাই তোমার
শেষের কারণ মনে রেখো......।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৭
মোঃ মামুনুর রশিদ বলেছেন: কখনো কি তোমায় ভালবেসেছিলাম
ভালবাসা এত সস্তা তোমায় দিয়ে দেব?
খুব ভালো লাগলো ভাই