নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজীম ইব্রাহিম

মোঃ তানজীম

পৃথিবীর নানা দেশে চামড়ার রঙ আলাদা হলেও, আত্মা ও অনুভূতির রঙ অভিন্ন।- দেবাশিস্ বন্দ্যোপাধ্যায় ।

মোঃ তানজীম › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয়ে র্ধমীয় পোশাক

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৭

বাংলাদেশের সকল সরকারী বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ড্রেসকোড থাকা উচিত । আজকে ঢাকার একটি সনামধন্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্ররা তাদের অধিকারের দরুন ধর্মীয় পোশাকে ক্লাস করার জন্য আন্দোলন করছে কালকে হিন্দু তার পরের দিন খৃষ্টান ছাত্ররা ধর্মীয় পোশাক পরিধানের জন্য যে আন্দোলন করবেন না তার নিশ্চয়তা কি ?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২২

প্রামানিক বলেছেন: সহমত

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: কতৃপক্ষ অনমোদন দিলে আন্দোলনের দরকার কি? ধর্ম মানুষকে মানুষ হতে শিখায়।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০১

বিবেক বিবাগী বলেছেন: "ধর্মীয়" পোশাক কি জিনিস? কেউ কি হজ্বের জন্য যেরকম ইহরামের কাপড় পরে, এরকম কোন কাপড় পড়ার অনুমতি চাইছে? হজ্বের ইহরাম-এর পোশাক "ধর্মীয়" হতে পারে।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কেউ যদি ধর্মীয় পোশাক পড়ে ক্লাস করতে যায় বা বিশ্ববিদ্যালয়ে পড়ে ক্ষতি কি !! আমরা কথিত প্রগতিশীলতার নামে যেন কোথায় নিজেদেরকে বন্ধী করে ফেলছি ---। যে যার মত পোশাক পড়বে / ধর্মীয় বিধি বিধান মেনে চলবে/ কেউ ইচ্ছে করলে ধর্ম কর্ম মানবে না এটা যার যার স্বাধীনতা - কিন্তু আমরা কথিত প্রগতিশীলতার নামে নিজেদের স্বাধীন মনকেই সংকুচিত করে ফেলছি -----বিশ্ববিদ্যালয়ে বা স্কুলে শুধুমাত্র হিজাব পড়ার কারণে ক্লাস হতে বের করে দেয় !! কোন জগতে বাস করছি আমরা !!! আমরাইতো চাই মেয়েরা ঘরের কোনে বসে না থেকে বের হয়ে আসুক/ তারা পড়া লেখা করুক== কিন্তু কেন তবে আবার উল্টা এই অব্যবস্থা !!! আমরা আশা করতে পারি না যে সবাইকে বাধ্যতামূলকভাবে হিজাব পড়তে হবে, আবার এটাও আশা করতে পারি না যে সবাইকে বাধ্যতামূলকভাবে হিজাব ছাড়া থাকতে হবে। তবে হ্যা, চাপিয়ে দেয়া কোন বিষয়ই কোন কালে ভাল হয়নি ---ভাল হতেও পারে না ----------

৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

তাল পাখা বলেছেন: কোন হিন্দু,বৌদ্ধ বা ক্রিশ্চিয়ান যদি তার ধর্মীয় পোশাক পরে ক্লাশ করে তবে সমস্যাটা কোথায়? যে কোন ধর্মীয় পোশাকই শালীনতা বহন করে।বরং প্রগতিশীলতার নামে নোংরামি ছড়ানো হয়।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

shiponblog বলেছেন: university তে ড্রেসকোড থাকতে হবে কেন? যার যা ভালো লাগবে তাই পরবে। ড্রেসকোড নিয়ে মাথা ঘামানোর কি আছে।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

শাহরিয়ার ১৯৭৮ বলেছেন: বন্ধাদের দেশে এর চেয়ে বেশি আসা করা কি ঠিক হবে!!!! কথলের লিষ্ঠে কি আপনার এখনও নাম আসেনি????

৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

Tas DE Sun বলেছেন: দাদা, নামের আগে মোঃ লাগাইছেন,এইডা মনে হহয় বাপ দাদায় দিছে তার পর রেজিস্টার হইছেন স্কুল কলেজে কিন্তুু অন্তরে মোঃ এর জন্য টান নাই,,,। ক্ষুদ্র জ্ঞানে বলতে পারি মুসলমানদের ধর্মীয় নিদৃষ্ট কোন পোষাক না থাকলেও রীতিনীতি রয়েছে,,,।আর কেউ যদি পোষাকের ব্যাপারে ধর্মীয় বিধান মানে তো আপনাদের মত সুশীল দের চুলকানি কোথায় তা বোধগম্য নয়,,,। যে সব দেশে নামে মাত্র মুসলমান সে সব দেশেও মেয়েরা বোরখা পড়ে স্কুল কলেজে যায় কিংবা হিজাব পড়ে আর বাংলাদেশে তো ৯০ভাগই মুসলমান, ,। নাস্তিক, বিধর্মী এবং বামপন্থীরর সংখ্যা এদেশে মাত্র ১০ ভাগ,,, আর আপনারা নিজেদের সিদ্ধান্ত ৯০ ভাগ কে চাপিয়ে দিতে চান!! যদি ৯০ ভাগ মানুষ হেটেও যায় ক্ষুব্ধ হয়ে তবে পদদলিত হয়ে মারা পরবেন,,,। যাই হোক ধর্ম পালনে সবার স্বাধীনতা রয়েছে সে জন্যই ১০ টা হিন্দু পরিবার পূজার সময় ঢোল পিটিয়ে গান করে বাজনা বাজিয়ে ১০০ মুসলমান পরিবারের ঘুম নষ্ট করে তবুও কিছু বলা হয় না,বাংলাদাশের মুসলমানরা উগ্র নয়,,, উগ্র হচ্ছে রাজনৈতিক নেতাদের কথা এবং তাদের রাজনৈতিক খেলা,,।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

বিজন শররমা বলেছেন: ১০ টা হিন্দু পরিবার পূজার সময় ঢোল পিটিয়ে গান করে বাজনা বাজিয়ে ১০০ মুসলমান পরিবারের ঘুম নষ্ট করে তবুও কিছু বলা হয় না,বাংলাদাশের মুসলমানরা উগ্র নয়- একেবারে মিথ্যা কথা । ফেনীতে যুবলীগ লাথি মেরে হিন্দু মহিলার পেটের বাচ্চা মেরে ফেলেছে ।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

তাল পাখা বলেছেন: ভাই বিজন শররমা যুবলীগ কেন হিন্দু মহিলার পেটে লাথি মারতে গেল? যুবলীগ।কি তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ থেকে সরে এসেছে?

১১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

পিচ্চি হুজুর বলেছেন: কারও যদি তার পর্বতের চূড়ার খাজ দেখানোর স্বাধীনতা থাকে তবে অবশ্যই কারও হিজাব পড়ার স্বাধীনতা থাকতে হবে। আর ধর্মীয় পোষাক নিয়া সবার এত চুলকানি ধর্মীয় কোন পোষাকটা অশালীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.