নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাপ পূণ্যের কথা আমি কাহারে শুধাই......নিজেরে !!!

পতন আবশ্যক ...............

ইকারুসের ডানা

ইকারুসের ডানায় আকাশটাকে মানায় কিংবা একদা অন্ধ আগন্তুক !

ইকারুসের ডানা › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ : বাংলানিউজের একপেশে সংবাদের প্রতিবাদ এবং সামুর মডারেশনের উদারনীতি (!) বিষয়ক কথাবার্তা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

০১



খুব সহজ করে কিছু কথা বলতে চাই । আমরা সামহোয়্যার ইন ব্লগ বা সামুর সাধারণ ব্লগার। গত মঙ্গলবার দুপুরের ইভেন্ট থেকে শুরু হওয়া এবং পরবর্তীতে সারা দেশে গণআন্দোলনে রূপ নেয়া এই জাগরণের সাথে প্রথম থেকেই আছি সশরীরে। আজ ৯ ফেব্রুয়ারি , সন্ধ্যা ০৭.০১.৫২ টায় বাংলানিউজ২৪ এ দেখা যায় এক বিভ্রান্তিসৃষ্টিকারী পোস্ট , যার শিরোনাম – “শাহবাগ নিয়ে বিতর্কিত ভূমিকায় সামহোয়্যার , নজরদারি ”। জনৈক সিনিয়র করেসপন্ডেন্ট এর করা এই সংবাদে এমন সব মিথ্যা, একপেশে এবং উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছাপানো হয়েছে যা প্রকৃত সত্যকে আড়াল করে সামহোয়্যার ইন ব্লগ এর নামে বিভ্রান্তির এবং সন্দেহের জন্ম দিতে পারে। তাই অপচেষ্টার বিরূদ্ধে দাঁড়াতেই আমাদের এই পোস্ট , এবং আমরা শাহবাগের এই জাগরণের শুরুর সময় থেকে এখন পর্যন্ত চলমান এই আন্দোলনে অংশগ্রহণকারী। ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে , সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হয়ে , এই আন্দোলনের স্লোগানে মিশে যেতে পেরে আমরা গর্বিত।



০২



এই রিপোর্টের শুরুর দিকেই বলা হয়েছে –



জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগের চলমান আন্দোলনেরও ‘কৌশলে’ বিরোধিতা চলছে বাংলাদেশের সবচেয়ে বড় এই ব্লগসাইটে।





সামহোয়্যার ইন ব্লগ যে শুধু বৃহত্তম বাংলা ব্লগ তাইই নয় এটি হচ্ছে প্রথম বাংলা ব্লগ, প্রথম বাংলা ভাষায় লেখার কম্যুনিটি ব্লগিং এর পথিকৃৎও সামহোয়্যার ইন। এখানে ইউজারও তাই সবচেয়ে , স্বাভাবিকভাবেই এখানে কোন জনমত বা প্রচারণা চালানো হলে সবচেয়ে বেশী মানুষের কাছে পৌছে যায় ! ফেসবুক ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়র্ক এর শুরু করা প্রহসনের রায়ের বিরূদ্ধে প্রতিবাদের ইভেন্ট লিংক থেকে যে জমায়েত হয় সেখানে সামুর অনেক ব্লগারই ছিল। এবং সেদিন অর্থ্যাৎ ৫ ফেব্রুয়ারি , ৯টা ৪১ মিনিটে ব্লগার অন্যমনস্ক শরৎ এর “ রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠেছে বাংলাদেশ: চল চল শাহবাগ চল” পোস্টটি আসে , যেটি স্টিকি হয় । এবং পরবর্তীতে নিয়মিত এর আপডেট হতে থাকে। এবং জাগরণের পর থেকে শুরু করে এখন পর্যন্ত হাজার হাজার পোস্ট এসেছে এই জাগরণের , এই আন্দোলনের পক্ষে। তাই “কৌশলে” শব্দটিকে ব্যবহার করে কৌশলীভাবেই বাংলানিউজের রিপোর্ট উপস্থাপিত হয়েছে ।



এই রিপোর্টে কোন নির্ভরযোগ্য সূত্রের ব্যবহার তো করা হয়ই নি , বরং বারংবার “দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়” , “জানা গেছে” এবং “সূত্র জানায়” এ ধরনের নামহীন, বিশ্বাসযোগ্যহীন সূত্রকে মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের এই অনলাইন পত্রিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক ।



এই বিষয়ে মতামত নেয়া হয়েছে অমি রহমান পিয়াল এর কাছ থেকে , যিনি এখন আমার ব্লগের সার্বক্ষণিক ব্লগার। সামুর একসময়ের লিজেন্ডারি এ টিম এর এই সদস্য এখন সামুর উপর এতটাই বীতশ্রদ্ধ যে তিনি আর সামুতে ভালো কিছুই দেখতে পান না ! এমনকি স্টিকি পোস্ট ও তার কাছে মনে হয় খেলার চাল । সেলুকাস, অমি পিয়াল, এই বিভক্তি আর দ্বিধাগ্রস্থতাই আমাদের সবচেয়ে বড় দূর্বলতা।

এখন প্রশ্ন হচ্ছে , নিজেদের অবস্থান জানানোর জন্য সামহোয়্যার ইনের কোন মডারেটর এর সাথে কথা বলার আদৌ প্রয়োজন মনে কী করেন নাই প্রতিবেদক ? তাই এই সংবাদের নিরপেক্ষতা আর স্বচ্ছতা কোথায় থাকে?



রিপোর্টের শেষে এমন কিছু পোস্টের শিরোনাম এসেছে , যেগুলো এই গণজাগরণকে অন্যভাবে দেখে । কিন্তু ঐসব পোস্টে যে সামুর সাধারণ ব্লগাররা বিরোধীতা করে চলেছেন এবং এই আন্দোলন নিয়ে , কাদের মোল্লার আর রাজাকারদের ফাঁসির বিরূদ্ধে আরো অংসখ্য পোস্ট আছে , সেগুলোর কোন উল্লেখই নেই ! এছাড়াও এই আন্দোলনের শুরুর দিকে সামুর অনেক ব্লগার কাজ করেন যাচ্ছেন , সে ব্যাপারটিও এড়িয়ে যাওয়া হয়েছে। এই রিপোর্টে পরিবেশিত ভ্রান্ত তথ্যগুলোর বিরূদ্ধে প্রতিবাদ জানাই ।



০৩



সামুর ব্লগার হিসেবে ঐ রিপোর্ট এর অসঙ্গতিগুলো তুলে ধরার পরে দেখা যাক, সামুর নিজেদের দূর্বলতা নিয়ে । প্রশ্ন আসুক , কেন এই ধরনের রিপোর্ট আসার সুযোগ পায় ???? কারণ এই ধরনের প্রশ্ন তোলার সুযোগ সামহোয়্যার ইন ব্লগ তথা এর কর্তৃপক্ষ ক্রমাগতভাবে নিজেরাই করে দিয়েছে ।



মডারেটরদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই না , সেটা হচ্ছে আপনাদের শক্ত অবস্থানে না যাওয়া এবং কঠোরভাবে স্বাধীনতাবিরোধী পোস্টগুলোকে দমন না করার জন্যেই এমন একটা একপেশে সংবাদ আসে , যেখানে সামুকে স্বাধীনতাবিরোধীদের খামার হিসেবে দেখানো হয়। এই পোস্টের উদ্দেশ্য আপনাদের দূর্বলতাকে দেখানো না , শূকরদের সাথে সামুর সাধারণ ব্লগাররা যে থাকতে চায় না , সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখানো । আর কতবার প্রশ্নের সম্মুখীন হলে আপনাদের ঘুম ভাংবে ? আর কতবার নিজেদের সামুর পরিষ্কারকের ভূমিকার সামুদের সাধারণ ব্লগারদের নামতে হবে ?

কদিন আগেই সামুতে মডারেটরদের কঠোর অবস্থানের দাবীতে , স্বাধীনতাবিরোধীদের বিরূদ্ধে ক্রমাগত লড়ে যাওয়া ব্লগাররা যেমন - প্লিওসিন অথবা গ্লসিয়ার , তন্ময় ফেরদৌস , কল্পবিলাসী স্বপ্ন , চেয়ারম্যান ০০৭, সাকিন ইভান এবং আরো অনেকে ( সবার নাম দিতে না পারায় দুঃখপ্রকাশ) একসময় অতিষ্ট হয়ে তাদের সন্তানসম পোস্টগুলো ড্রাফট করা শুরু করে। দিনের পর দিন , রাতের পর রাত সামুতে কাটানো সময় , ক্রমাগত লড়ে যাওয়া এসব ব্লগারদের ক্লান্তির একটা সীমা আছে ।



কিন্তু ঐ গণড্রাফট এর সময়ের দাবিতেও কর্তৃপক্ষ কোন সন্তোষজনক জবাব দেয় নাই , তাদের অবস্থান যে কঠোর এই আশ্বাস দেয় নাই । তাদের সেই গতবাঁধা বুলি – “ রিপোর্ট করুন , রিপোর্ট করুন” বলেই তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেন । অথচ এটা তাদের দায়িত্ব যে নিজ তাগিদে যেসব স্বাধীনতাবিরোধী পোস্ট আছে , সেগুলোকে বিনা নোটিসে ব্যান করে দেয়া। কিন্তু এমনটা হয় না, তাদের নমনীয় মনোভাব নাকি অন্ধদৃষ্টির কারণে , সেটা আমাদের অজানা।



প্রায়ই কোন ধরনের জামাতি- শিবিরদের উলটাপালটা প্রপাগ্রান্ডার পরে ব্লগাররা যখন এইটা নিয়ে প্রতিবাদী পোস্ট দেন, সেখানে প্রতিবার কর্তৃপক্ষ এসে বলেন, তারা মডারেটর সীমাবদ্ধতার কথা, সারাদিন মডারেটর না থাকার কথা ! ঠিক কত এইটাইপ প্রতিবেদন আসার পর তাদের এই মডারেটর সংখ্যার সীমাবদ্ধতার সমস্যা সমাধান হবে, এর কি কোন উত্তর আছে ?



যেখানে সামুর ইউজার সবচেয়ে বেশী , এলেক্সা র‍্যাংকিংয়েও তরতরিয়ে এগুচ্ছে সামু , সেখানে এইধরনের সীমাবদ্ধতার কথা বলে নিজেদের দূর্বলতা ঢাকার চেষ্টা আরো বড় দূর্বলতা নয় কি ? সামহোয়্যার ইন ব্লগ তাদের মডারেটর এর সংখ্যা বাড়িয়েই হোক কিংবা সময় দেয়ার সীমাবদ্ধতার কথাতেই হোক না কেন , সমাধান সম্ভব হবে শুধুমাত্র তাদের সদিচ্ছার উপরে।



তাদের চোখের ঠুলি খুলে যাক , জামাত শিবিরদের বিরূদ্ধে, তাদের অবস্থান হোক অনমনীয় এবং কঠোর , এবং আর কোন এমন বাংলানিউজের সংবাদ সামুকে খোয়াড় বলা হোক , আমরা সত্যিই তা চাই না । কারণ শূকরদের সাথে সহাবস্থান আমাদের সম্ভব নয় ।



০৪



এই প্রশ্নের উত্তরের স্বচ্ছ জবাব পাওয়া গেলেই বাংলানিউজ এবং অন্যান্য মিডিয়ার এমন একপেশে প্রতিবেদন বন্ধ হবে ! এইরকম কোন পোস্টও আমাদের লিখতে হবে না !



পুরানো আশ্বাস অনেক শুনেছি কর্তৃপক্ষের কাছ থেকে , মাত্র দুইটি নতুন কথা শুনতে চাই -



এক , মডারেশন প্যানেলে সদস্য সংখ্যা বাড়ানো হবে। যেন স্বাধীনতা বিরোধী পোস্ট একদমই না থাকতে পারে ব্লগে । এবং তারা কঠোরভাবে মডারেশন নীতিমালা



দুই , জামাত শিবির পোস্ট সরাসরি ব্যান ডিলিট হবে সামনে থেকে । আলাদা করে রিপোর্ট করার যেন প্রয়োজন না হয় ।



এই দুটো কথা বলার মত সৎসাহস কী সামু কর্তৃপক্ষের হবে ?

মন্তব্য ৪২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

টুম্পা মনি বলেছেন: খুবই দুঃখজনক। সামুর বিরুদ্ধে ষড়যন্ত্র X(( X(( X(( X((

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

ইকারুসের ডানা বলেছেন: একইসাথে সামুরও উচিত এমন কথা বলার সুযোগ না তৈরী করে দেয়া , এমনকি ক্ষেত্রবিশেষেও না ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ব্লগিং শুরু যে ব্লগের মাধ্যমে, এবং প্রতিনিয়ত প্রথম পাতার ল্যাদানো পোস্টের সংখ্যা ( এই মুহুর্তেও দেখতে পারিস ) বেড়ে যাওয়ার পরেও এই ব্লগে ব্লগিং করে যাওয়া , পুরোটাই এই প্লাটফর্মের উপর ভালবাসার কারণে !

প্রায়ই আশাহত হই, আবার চিন্তা করি , না আসলে আশাই করা উচিত না , ব্লগ কিভাবে চলবে সেটা তাঁর মালিকই ভালো জানে , তবুও চাই না এই ধরনের পোস্ট কোন অনলাইন পত্রিকায় আসুক , প্রতিবাদ রইলো।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

ইকারুসের ডানা বলেছেন: কবির সুমন এর গানের কথা -

হাল ছেড়ো না বন্ধু !

এই গান নিশ্চয়ই প্লিওসিনের পুরোটা জানা আছে ।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

আখিলিস বলেছেন: সহমত । নিরপেক্ষতা চাই না, দেশের প্রতি দেশের মানুষের প্রতি পক্ষপাতিত্ব চাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

ইকারুসের ডানা বলেছেন: দারূণ বলেছেন ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

ঘর জামাই বলেছেন: এটা সামুর বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র । নো ডাউট, সামুর ব্লগাররাই এই আন্দোলনের ডাক দেয় । সামুকে ধ্বংসের পায়তারা চলছে । একটি মহল ইর্ষান্বিত হয়ে আজে বাজে বকছে । দূর হ ছাগলের দল । এটা স্পস্টতঃই ছাগুদের দালালদের কাজ ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

ইকারুসের ডানা বলেছেন: হ ! ভাই আপনে আরো বিরাট কন্সপিরেসি স্পেশালিস্ট !

এইরকমের কথাবার্তা কইয়া সামুরে খোয়াড় বানানোর লাই দিয়েন না । ভুলটারে চোখে আঙ্গুল দিয়া দেখান , আর ভালোটারে সাবাসি দেন।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

হাসান মাহবুব বলেছেন: ঠিক কত এইটাইপ প্রতিবেদন আসার পর তাদের এই মডারেটর সংখ্যার সীমাবদ্ধতার সমস্যা সমাধান হবে, এর কি কোন উত্তর আছে ?

সেই এক মুখস্থ কথা শুনতে ভালো লাগে না। সামুকে ভালোবাসি। ছাগুদের বিতাড়িত করি। তারপরেও কেন এমন নিউজ আসবে? এরকম একটা ব্লগের এ্যামেচারিশ মডারেশন সত্যিই হতাশাজনক। ১৮ ঘন্টা ধরে যদি স্বাধীনতা পরিপন্থী পোস্ট হাজারো রিপোর্টের পরেও ঝুলে থাকে তবে এমন কথা বলার স্কোপ তো মানুষ পাবেই।


১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

ইকারুসের ডানা বলেছেন: স্কোপ পাইলে তো কথা শুনতে হবেই ! কিন্তু ঐ পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ এই কারণে যে , সামু যেন এই আন্দোলনের একেবারে বিরূদ্ধে এইরকম একটা একপেশে রিপোর্ট প্রদান । কিন্তু সামুর অনেকেই এই আন্দোলনের সাথে প্রত্যক্ষজড়িত , অনেকেই নিজের সময় ব্যয় করে সামুর ছাগু খেদিয়ে যাচ্ছে - এগুলোর কোন উল্লেখ নাই !

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

কিবয়াল বলেছেন: somewhereinblog is larger than so called online newspapers. oigula patta deyar dorkar ki?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

ইকারুসের ডানা বলেছেন: কারণ ঐখান থেকেই লিংক শেয়ার হয় , রিউমার ছড়ায় ! আর এখনো সামুর প্রথম পাতায় যায়া দেখেন , ঐখানে একটা ছাগু পোস্ট আছে ! কিন্তু দেখার কেউ নাই ।

কারণ রাত হয়ে গ্যাছে তো , এইজন্য মডারেটররা নাই । পরে দেখা যাবে ! এই নীতি চললে তো হবেই হবে এমনটা ।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

বুলেট কিংবা কবিতা বলেছেন:
এই পোষ্টটা স্টিকি করার সতসাহস কি সামু দেখাইতে পারবে ?



এই পোষ্টে জা বলা হয়েছে সেটা সাধারন ব্লগার দের দাবী ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

ইকারুসের ডানা বলেছেন: ভাই , স্টিকি ফিকি কিছু না ! অন্তত একজন মডুও আইসা যদি পুরান কিছু কথা না শুনায়া স্পষ্ট কইরা বইলা যাইতে পারে তাইলেও হবে ! স্রেফ দুইটা কথা !

এক , মডু সংখ্যা বাড়ানো হবে যেন স্বাধীনতা বিরোধী পোস্ট না থাকতে পারে ব্লগে দুই , জামাত শিবির পোস্ট সরাসরি ব্যান ডিলিট হবে সামনে থেকে

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: Samu sagur khoar!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

ইকারুসের ডানা বলেছেন: ক্ষেত্রবিশেষে !

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

সায়েম মুন বলেছেন: বিডি নিউজ ২৪ কারা চালায় এটা অবশ্য অনেকেরই বোধগম্য!

কিন্তু সামু'র সেই গৎবাঁধা ধাঁধার উত্তর আর ভাল্লাগে না। এরকম সময়ে অন্তত শক্ত অবস্থানে থাকতে পারতো। তা না সেই পুরনো টেপ। এই টেপের কারণে আমাদের এই প্রিয় সাইটটা দিনকে দিন ক্ষতিগ্রস্থ হচ্ছে। আশা করি এ সময়ে তারা কিছুটা হলেও সচল হবেন। আর ঐ সমস্ত পোস্ট এবং পোস্টকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবেন।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

নস্টালজিক বলেছেন: আমার মনে হয় এখন সময় এসছে স্বাধীনতা বিরোধী পোস্ট নিয়ে সামু কতৃপক্ষের একটা শক্ত অবস্থানে চলে আসার!

এই ব্লগকে ভালোবাসি বলেই এ রকম কথাবার্তা শুনতে ভালো লাগে না!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ইকারুসের ডানা বলেছেন: শক্ত আর নিরপেক্ষ একটা অবস্থান ।

নাউ অর নেভার ।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

htusar বলেছেন: মডুগন আরও ভাল ব্যবস্থা নেবেন আশা করি ।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

টাকশাল বলেছেন: বাংলানিউজ একটা বালের ওয়েবসাইট .. এরাই তো কিছুদিন আগে ক্ষ -র গাওয়া আমার সোনার বাংলা নিয়া হুদাই গ্যানজাম করছিল

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

রেজোওয়ানা বলেছেন: এই ব্যাপারে সামু ব্লগ কতৃপক্ষের জিরো টলারেন্সে আসা উচিত! ]

আর সেই রিপোর্টটা পড়ে কিছু মানুষের নৈতিক অবস্থান দেখে বিস্মিত হলাম! আন্দোলনের শুরুতে যারা সূক্ষ ভাবে এর বিরোধীতা করেছিল ফেসবুকে স্ট্যাটাসের পর স্ট্যাটাস দিয়ে তার এখন দেখি খুব স্হুল ভাবে লাভের গুড় খেতে যাচ্ছে।

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

শ্যামল বাংলা বলেছেন: ‘বাংলানিউজ২৪ডটকম’ এ প্রকাশিত দায়িত্বহীন অপপ্রচারমূলক খবরের তীব্র নিন্দা জানাই।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

বুলেট কিংবা কবিতা বলেছেন:

বাহ । এই পোষ্ট নির্বাচিতই হয় নাই ।


বাহহহহহহহহ ।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

লিন্‌কিন পার্ক বলেছেন:

দোষ সামুরই !! সামু যদি ছাগুদের সাথে কঠর ব্যাবস্থা নিত তাহলে কেউ এই টাইপের কথা বলতে সাহস করত না

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

রেজোওয়ানা বলেছেন: নির্বাচিততে আছে তো, দ্বিতীয় পাতায় @ বুলেট

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

বুলেট কিংবা কবিতা বলেছেন: রেজোওয়ানা আপাঃ


এখুনিই আসছে । এতক্ষন ছিল না । সেই রাত ১১:৪১ দেয়া পোষ্ট ।


এই পোষ্টের পরে আসা পোষ্টও নির্বাচিততে ঢুকে গ্যাছিলো । এটাই ছিল না ।


সেলুকাস ।

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্লগে পড়া শুরু করছি সামুতে, এক সময় লিখাও শুরু করলাম। অন্যকোন ব্লগে একাউন্টও খুলি নাই। সামুর উচিত আমাদের মতো যারা সাধারণ ব্লগার এবং সামুতেই সব সময় লেগে আছে, তাদের মতামতের গুরুত্ব দেয়া।

একজন সাধারণ ব্লগার হিসেবে আমার একটাই দাবী-- "সামুতে স্বাধীনতা বিরোধী যত পোষ্ট আসে তা সাথে সাথে ব্যান করা, আর যতো ছাগু নিক আছে আজীবনের জন্য হাজতখানায় পাঠানো।"

যেহেতু ব্যান করলে আবার নতুন আইডি খোলার সুযোগ আছে, তাই একাউন্ট খোলার নিয়ম কানুনে কিছুটা চেঞ্জ আনা।যাতে করে কেউ চাইলেই একাউন্ট খোলতে না পারে।

বাংলানিউজের এই একপেশে নিউজের তীব্র নিন্দা জানাই।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

ফাগুল বলেছেন: সমস্যা হইলো অনেক ব্লগার মিলে হাউকাউ করলে কিংবা বিশেষ সংস্থা আপনাদের দেখছে এই টাইপের ডলা খাওয়া নিউজ পাবলিশ হলে সামুর মডারেশন প্যানেল দুই তিনদিন একটু সাবধান হয়, হুট হাট ছাগু পোষ্ট নাই হয়ে যায়...অল্পকদিন পার হলেই আবার ছাগুর খোয়াড় সরগরম থাকে...

আন্দোলনের সাথে জড়িত অনেকেরই শুরুটা সামুতে, কিন্তু অনেকেই এখন নানা আলাদা প্লাটফর্মে বেশী সোচ্চার... সামু থেকে দূরত্বের মূল কারণও কিন্তু মডারেশনের ছাগপ্রিয়তা। কোয়ানটিটি বাড়াবার তুমুল দৌড়ে কর্তৃপক্ষ কোয়ালিটি নিয়ে মাথা ঘামাবার সময় পান না, তাই শাহবাগে কে ফাঁষি খাইলো, কোন পুলিশের গায়ে মাইক্রোসফট পেইন্ট দিয়া রক্ত মাখায় নির্যাতিত বানাইলো সেসব বাকোয়াজ প্রপাগান্ডা অনেক সময় ধরে ঝুলে থাকে। প্রজন্ম চত্বরের আন্দোলনের পরপরের সময়টা অনেক সংবেদনশীল ছিলো। যেখানে নানা পরিচিত ব্লগাররা ফেসবুক কিংবা অন্যান্য ব্লগে প্রপাগান্ডা নিয়ে সরব, সেখানে সামুতে এইসব ছাগু পোষ্টের বন্যা দেখা দিলো...

মডারেশন নিয়মিত হারে কঠোর না হলে ছাগ খোয়াড় থেকে সামহোয়ার এর ফেরত আশা মুসকিল...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ইকারুসের ডানা বলেছেন: আমরা জামাত-শিবির রাজাকার ছাগু মুক্ত সামহোয়্যারইন চাই।

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: পিয়াল ভাইয়ের অভিযগগুলো মিথ্যা না। সামহোয়্যারইনের পুরানো ব্লগার হিসেবে বলি- এই জামাত-শিবির-ছাগু গোষ্ঠীর প্রতি সামহোয়্যারইন বরাবরই উদাসীনতা দেখিয়ে আসছে। রিপোর্ট করতে করতে আমরা ক্লান্ত। মডারেটরের কাজ কী? নিরপেক্ষতাকে ঘৃণা করতে হয় যখন তা ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে দারাতে না পারে। আমরা জামাত-শিবির রাজাকার ছাগু সামহোয়্যারইন চাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

ইকারুসের ডানা বলেছেন: পিয়াল ভাই গেছেও তো এইরকম একটা ঘটনার জেরে , তার ক্ষোভ থাকা অস্বাভাবিক কিছু না।

আমরা জামাত-শিবির রাজাকার ছাগু মুক্ত সামহোয়্যারইন চাই।

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

একজন আরমান বলেছেন:
আখিলিস বলেছেন: সহমত । নিরপেক্ষতা চাই না, দেশের প্রতি দেশের মানুষের প্রতি পক্ষপাতিত্ব চাই।

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

জাহিদুল হাসান বলেছেন: পোষ্টের বক্তব্যে সহমত। প্লাস। বাংলানিউজকে ধিক্কার জানাই।

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

রাশেদ হাসান নোবেল বলেছেন: সামু প্রথম বাংলা ব্লগ হয়ে কি মাথা কিনে নিয়েছে? সারা জীবন এই কথা ঝুলায়ে এদের বছরের পর বছর মডারেশনের একই হাল আর কত দিন হালাল হবে? এই নিয়ে কেউ বললে তার জাত চলে যাবে কিন্তু দিনের পর দিন এই অবস্থার কোন পরিবর্তন হবে না?

আমাদের ভেবে দেখা উচিত এত ভালবাসা যেখানে দিচ্ছি সে পাত্র ভালবাসার যগ্যতা কতটুকু . সাধারণ ব্লগার ছাগু খেদাবে ছাগু পোস্টে হিট বাড়াবে সামু হিট নিয়া ছাগু ডিমে তা দিবে .

সামু নিয়ে সেটাই লেখা হইছে যা সামু ডিযার্ভ করে .

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

রাশেদ হাসান নোবেল বলেছেন: সামু প্রথম বাংলা ব্লগ হয়ে কি মাথা কিনে নিয়েছে? সারা জীবন এই কথা ঝুলায়ে এদের বছরের পর বছর মডারেশনের একই হাল আর কত দিন হালাল হবে? এই নিয়ে কেউ বললে তার জাত চলে যাবে কিন্তু দিনের পর দিন এই অবস্থার কোন পরিবর্তন হবে না?

আমাদের ভেবে দেখা উচিত এত ভালবাসা যেখানে দিচ্ছি সে পাত্র ভালবাসার যগ্যতা কতটুকু . সাধারণ ব্লগার ছাগু খেদাবে ছাগু পোস্টে হিট বাড়াবে সামু হিট নিয়া ছাগু ডিমে তা দিবে .

সামু নিয়ে সেটাই লেখা হইছে যা সামু ডিযার্ভ করে .

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

চেয়ারম্যান০০৭ বলেছেন: nice post .kaje asi aisa detail bolbo.+

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

শিপু ভাই বলেছেন: পোষ্টের বক্তব্যে সহমত।

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: শাহবাগ এর স্বপক্ষে হাজার-হাজার পোস্ট পড়তেসে, একটা ছাগু পাওয়া গেলে দশজন গিয়া ঐটারে খেদাইতাসে। এর মধ্যে খুইজা খুইজা বাংলানিউজ "আন্দোলনে না বললাম" - ঐটাই খুইজা পাইলো ??

ব্লগের কর্তৃপক্ষের আসলেই আরো অনেক বেশি সৎসাহস, দায়িত্ববান, দেশপ্রেমী, ক্যাচালবিরোধী, সর্বোপরি হিটাকাংক্ষী হওয়া উচিৎ।

চমৎকার পোস্ট। চমৎকার। আশা করি কর্তৃপক্ষের টনক নড়বে।

২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

রবিন০৪ বলেছেন: সহমত .. সামু আর আগের মত নাই .. বেশীরভাগ ছাগুমার্কা পোষ্ট পড়ে অথচ মডুরা ঘুমায়..

৩০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

রুমি৯৯ বলেছেন: কি আর কমু আমিও একমত

৩১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

ইনকগনিটো বলেছেন: পোস্টটায় আরও বেশি রেসপন্স আসা উচিৎ ছিলো।

যাই হোক, সামুর মডারেশন শক্ত না করা হইলে কপালে দুঃখ আছে, বোঝা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.