নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাপ পূণ্যের কথা আমি কাহারে শুধাই......নিজেরে !!!

পতন আবশ্যক ...............

ইকারুসের ডানা

ইকারুসের ডানায় আকাশটাকে মানায় কিংবা একদা অন্ধ আগন্তুক !

ইকারুসের ডানা › বিস্তারিত পোস্টঃ

সাহায্যমূলক পোস্ট - আপনি কী বাংলা স্ল্যাং জানেন? প্লিজ এইখানে আসেন, সাহায্য করেন !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

স্ল্যাং এর বাংলা প্রতিশব্দ হচ্ছে অপশব্দ। শুধু গালাগালি বা গোপন সংকেতেই নয়, স্ল্যাং আমরা ব্যবহার করে থাকি আমাদের জীবনের অনেক অংশেই ! ইচ্ছায় বা অনিচ্ছায় । যেমন - বন্ধুকে " শালা" , রিকশাওয়ালাকে "মামা" , পিস্তলকে "খেলনা" , সিগারেটকে "শলাকা" বা "কাঠি" ; এরকম অনেককিছুই আমরা বলে থাকি।



এমনকি ইন্টারনেটেও গড়ে উঠেছে বাংলা স্ল্যাং এর বিশাল ভান্ডার। এ নিয়ে সামুতে একটা পোস্টও আছে, এইখানে ক্লিকান ( ক্লিকানোও কিন্তু একটা স্ল্যাং!)



তো যাই হোক, কাজের কথায় আসি। ইংরেজি , এমনকি পশ্চিমবঙ্গের বাংলাভাষায়ও স্ল্যাং নিয়ে কাজ হয়েছে বিস্তর। যেমন - The Concise New Partridge Dictionary of Slang and Unconventional English , অভ্র বসুর " বাংলা স্ল্যাং - সমীক্ষা ও অভিধান" , ইত্যাদি।



এখন বাংলাদেশের সমকালীন বাংলা ভাষার স্ল্যাং নিয়ে একটা কাজের প্রাথমিক খসড়া চলছে। সামুর ব্লগাররা এই ধরনের কাজে সবসময়েই সাহায্য করে থাকেন, আশা করি এইখানেও নিরাশ হতে হবে না।



আপনাদের যেটা করতে হবে, তা হলো, কমেন্টে - আপনাদের জানা স্ল্যাংগুলো অর্থসহ লিখে দিতে পারেন, তাহলেই চলবে। পড়ে সেগুলোকে এডিট করে সাজিয়ে নেয়া হবে।



উল্লেখ্য, স্ল্যাং মানে শুধু গালি , এই ধারণাটা ভুল ! বিভিন্ন রকম প্রচলিত অশিষ্ট শব্দও স্ল্যাং এর অন্তর্গত। এই বিষয়টা মাথায় রাখলে ভালো হয়।






অগ্রিম ধন্যবাদ, আর যে কোন কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন।



শুভরাত।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

খেয়া ঘাট বলেছেন: জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনগুলো থেকেও আপনি বেশ কিছু স্ল্যাং সংগ্রহ করতে পারবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

ইকারুসের ডানা বলেছেন: সেগুলো সংগৃহীত । যদি সম্ভব হয় নতুন কিছু যুক্ত করুন।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

রাখালছেলে বলেছেন: আবাল...মানে হল যে লোক কোন কাজের না

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

ইকারুসের ডানা বলেছেন: এটা তালিকায় আছে।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩

রাখালছেলে বলেছেন: চুচীল...সুশীল নয় এমন ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৮

আমি ব্লগার হইছি! বলেছেন: কাপাকাপা।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭

রাবার বলেছেন: B-)) B-))

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাদা = ভারতীয় পক্ষে অন্ধ দালালী করে যারা
পাদা = পাকিদের পক্ষে অন্ধ দালালী করে যারা

তরল = ব্যক্তিত্বহীন, উল্টাপাল্টা, একপেশে কমেন্টকারী, যাকে লজ্জ্বা দিলেরও লজ্জা পায় না!

সামুতেই আরো অনেক শব্দ আছে;) নিত নতুন :)

সামু = সামহোয়ারইনকে সংক্ষেপ করে বলা

(যেহেতু রিকশাওয়ালাকে মামু বলা তালিকাভুক্ত করেচেন, সেই সূত্রে ;) )


বাল (বিএএল) = বাংলাদেশ আওয়ামীলীগকে সংক্ষেপ (তুচ্ছার্থে) করে বলা।

লুল = নারী সংক্রান্ত্র বিষয়ে নিয়ন্ত্রনহীন, অধিক মাত্রায় তরল ;)

লুলামী= ঐ )(উল্লেখিত) বিষয়ে করা কাজ!

বহুত কইছি..

বাকীডা খুইজ্জা লন :):)



৭| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৫১

এহসান সাবির বলেছেন: B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.