![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ ভালো জিনিসের চাইতে খারাপ জিনিস বেশি পড়ে। তাই আমার ব্লগে আপনি এসেছেন।
‘তুমি ফিরবে’’
___সমরেশ মজুমদার
তুমি ফিরবে কোন একদিন
হয়তো নীলিমায় হারানো কোন এক নিষ্প্রভ
বেলায়। নতুবা কোন এক নবীন হেমন্তে,
এক নতুন দিনের নির্মল খোলা হাওয়ায়।
অথবা কোন এক শ্রাবণের দিনে
অহরহ ঝরা ঘন কাল মেঘ বৃষ্টির
মুহু মুহু নির্ঝর খেলায়।
তুমি ফিরবে কোন এক রাতে
পূর্ণিমার ভরা জোছনায়।
তুমি ফিরবে জানি বহুদিন পরে
হয়তো বা হাজার বছর পরে।
কোন এক নিঃস্ব হৃদয়ে,
লক্ষ্য প্রাণের ভিড়ে, তুমি ফিরবে।
বহুরুপে সেই প্রাণে, অনেক নবীনের ভিড়ে,
তোমার আমার গড়া ভালবাসার নীড়ে!
২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:২৭
চাঁদগাজী বলেছেন:
আপনার পোষ্ট কি প্রথম পাতায় যায়?
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৩
পাঠক০০৭ বলেছেন: হ্যাঁ। মনে তো হয় যায়। অন্তত আগে যেত।
৩| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬
সনেট কবি বলেছেন: শেয়ার করার জন্য শুভেচ্ছা।
৪| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৩
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সমরেশের কবিতা আর পড়েছি বলে মনে পরে না, বরাবরের মতই ভালোলাগা। শেয়ারের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:২৭
চাঁদগাজী বলেছেন:
অন্তহীন আশা নিয়ে বেঁচে থাকা?