![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারি চাকরিজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান। গতকাল রোববার কাবুলের মেয়র হামদুল্লাহ নোমান এ নির্দেশ দিয়েছেন। যে কাজের জন্য একজন নারীই হতে হবে, শুধুমাত্র সেখানেই নারী চাকরিজীবীদের রাখা হবে। অবশ্য এটাকে তালেবানদের পক্ষ থেকে কিছু সময়ের জন্য বলে দাবি করা হলেও, এটার সত্যতা সম্পর্কে কাবুল-বাসী নিশ্চিত নয়। ফলে সেখানে চাকরিজীবী নারীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন।
আমার পুর্বের লেখায় সামু ব্লগের কিছু তালেবান লাভ চাইল্ড (অবৈধ সন্তান) তালেবানের বিপক্ষে লেখার জন্য খুব ক্ষেপেছিলো। যারাই তালেবানদের বিপক্ষে লিখবে তারা সবাই খারাপ। শুধু মাত্র দিস ডি** সাকা** রা ভালো।
Kabul government’s female workers told to stay at home by Taliban
Female Government Workers In Kabul Told To Stay Home In Latest Taliban Rule
২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০০
শারমিন নাহার নিপা বলেছেন: শুনেছি। উনি সৎ চেষ্টা করেছেন। কিন্তু যে দলের মূল ভিত্তি হচ্ছে সন্ত্রাস তারা এই সব কিভাবে মানবে?
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৭
শাহ আজিজ বলেছেন: বারাদারের দুই দেহরক্ষী নিহত হাক্কানির দেহরক্ষীদের গুলিতে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩৪
শারমিন নাহার নিপা বলেছেন: মুর্খ লোকজন।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: সাদ্দাম, লাদেন এঁর মতো সমস্ত তালেবানরাও ধ্বংস হবে। সেই সময় খুব দূরফে নয়,।
২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩৪
শারমিন নাহার নিপা বলেছেন: তালেবানের সাথে সাদ্দামের তুলনা হয় না।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বেশি ঘাড় ত্যাড়ামি করলে তালেবানদের আম-ছালা দুটোই যাবে - আর পাকিস্তানের যাবে মাছের তেলে মাছ ভাজার সুযোগ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩৫
শারমিন নাহার নিপা বলেছেন: বর্তমান বিশ্বের জন্য তালেবান উপযুক্ত নয়। তালেবানদের মেয়াদ ২০০০ বছর আগেই শেষ।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৩
বংগল কক বলেছেন: বেডিরা এখন ঘরে বইয়া রান্নাবান্না করবে, ভাল তো।
২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩৬
শারমিন নাহার নিপা বলেছেন: হ্যালো!!!!!! দেশি ল্যাও** । তুমি আছু কিরাম?
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪২
জুন বলেছেন: কোন প্রকার কট্টরবাদীতা বা চরমপন্থা কোন দেশেই কখনো কোন রকম মংগল বয়ে আনেনি। যেমন আনেনি কম্যুনিজম। পলপট কি করেছে? কিম জং উন কি করছে?
২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩৭
শারমিন নাহার নিপা বলেছেন: ডিয়ার জুন! ইউ আর ১০০% রাইট!
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:২৩
কামাল১৮ বলেছেন: অন্ধকার কানাগলিতে ঢুকে গেছে তালেবান।রাশিয়া,চীন,তুরস্ক ও ইরান উদ্ধারের চেষ্টা করছে সাথে চাইছে আমেরিকাকে।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪০
শাহ আজিজ বলেছেন: তালেবান আফগান নিয়ে একদম তালগোল পাকিয়ে ফেলেছে । কে হবে উদ্ধার কারী?
হাক্কানি বারাদারকে ঘুষি দিয়ে ফাটিয়ে কান্দাহার পাঠিয়েছে শুনেছেন !!